নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!
তুমি বলতে, আমি নাকি সম্পূর্ণ অচেনা কেউ-
তবুও বললে সেদিন কত কি কথা!
দীর্ঘ আখের খেতের ভিতর জমানো নিরবতা
আর দু’জনের হৃদয়ের উপচে পড়া ঢেউ
আঁছড়ে পড়ছিল তখনো কথার উপরে
তোমার...
আমার যেতে ইচ্ছে করে,
অনেক দূরের পথ পেরিয়ে-
মাঠ পেরিয়ে, বন পেরিয়ে,
দিন কাটাতে তোমার বালুচরে।
তুমি আমায় জড়িয়ে ধরে,
জানি রাখছো চিরদিন
নীল আকাশ ভেজানো একদিন-
ধূসর সে আলো-আঁধারী ঘরে
আমরা পরস্পর তবু ভুলে...
সেদিনের কিছুদিন পর
অবসর পেছনে পড়ে রয়,
নিগূঢ় জ্যোস্নাতে ভয়-
আছি যেন চাঁদের উপর!
সবছকিছু গান হয়ে যায়
বাতাসেরা দিশেহারা বয়,
প্রবাহিত আজও সে নিশ্চয়-
আমাকে সে আঁকে আয়নায়?
সে নামের ঝড়ে দীর্ঘশ্বাস,
আমাকে...
আলো আসবেই প্রেমী,
গোলাপের রঙে ঝিলমিল,
তন্নতন্ন করে খোঁজা আলো-
ডাকবেই ভোর হলে আজ।
উষর রাত্রির ঢেউ পাড়ি দিয়ে,
শোনাবেই স্বাগত সংবাদ।
তোমার বুকে আজও কি নেই
সর্বনাশী সে বাঁশীর আওয়াজ?
স্বাপ্নিক বুননে গড়া বিশুষ্ক বলয়ে
হারিয়ে...
তুমি কী আজও শুনতে পাও, ঝিরি ঝিরি বাতাসের সে প্রতিধ্বনি? যে বাতাস আজও বলে চলেছে, \'না বাবা, পচা শামুকে পা কাটতে চাই না।\' অথবা, সে নদীর নির্মল তরঙ্গ এখনো কি...
আমায় তুমি যত ভুলই বোঝ না কেন,
ফিরে তাকাই ক্রমাগত
মুখে হয়তো বলতে নেই
অনেক কিছুই এখন যেন!
তবে আজও বসন্তের এই ভরদুপুরে,
সবকিছুতেই আদিখ্যেতা
সবকিছুতেই বাড়াবাড়ি
হয়তো তখন অনেক বেলা অনেক দূরে!
হাজার বছর...
©somewhere in net ltd.