নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমার চোখের তারায় আমার হাজার মৃত্যু!

অতন্দ্র সাখাওয়াত

তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!

সকল পোস্টঃ

তোমার জন্য এলিজি

১২ ই মে, ২০১৯ বিকাল ৫:২৪

হার মানা হার দিলাম তোমায় দিলাম রাণী-
তোমার কাজল-কালো চোখের ভাঁজে
রয়েছে আমার প্রেমের অমিয় বাণী।

তোমার মনের, ঐ না মাধবী বনে,
আজও হারাই সকাল-সন্ধ্যা মাঝে,
হারিয়ে যাই বৃষ্টিস্নাত ভীষণ সন্ধিক্ষণে।

সাঁতার জানিনা...

মন্তব্য৬ টি রেটিং+২

শুধু তুমি

১১ ই মে, ২০১৯ দুপুর ১:৪৬

আজো জীবন মানে, তোমার ভরাট দু\'টি চোখ,
দুপুর মানে, তোমার শরীরে রয়েছে আমার শোক।

পৃথিবী মানে, সন্ধ্যা বেলার বিষন্ন বৈদগ্ধতা,
বুকে-পিঠে তোমার হৃদয় বহন করার উষ্ণতা।

তোমার জন্য হয়েছি আমি, একলা আমি...

মন্তব্য১০ টি রেটিং+০

আমি যদি তোমাকে না পাই

০৩ রা মে, ২০১৯ বিকাল ৫:৪৯

হয়তো আমাদের পরিচয় হয়েছিল ঈশ্বরের সর্বোচ্চ করুণার দানে
হয়তো আমার মধ্যে সেই প্রথম পরিচয়ের ক্ষতাক্ত দগদগে আঁচড়-
নোঙর হয়ে থাকবে অসীম সময়ের তীর্থভূমিতে অনন্তকাল।
কিংবা হাওয়াই মিঠাইয়ের মতো তোমার সে মেঘ মেঘ...

মন্তব্য৫ টি রেটিং+০

তিনি আর নেই

২৫ শে এপ্রিল, ২০১৯ সকাল ৯:৩৫

আমি অপনার খেলনা হবো, দোলনা?
আলোর পথে বন্যা হবো, ঝর্ণা?
আকাশ ছোয়া স্বপ্ন হবো, অনন্যা?
কিংবা একটু কষ্ট হবো, কান্না?
অথবা এক দস্যু হবো, চান না?
আমার আমি দুপুর বেলা খান না,
বুকের ভিতর বৃষ্টি...

মন্তব্য১০ টি রেটিং+০

পৃথিবী

২৩ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১২:৪৭

আমিও ঘুমিয়ে ছিলাম, পৃথিবীর প্রস্থ বরাবর
তারপর এক সময়, ভেজা আলোয় পা ডুবিয়ে
অনেক দিন-রাতের শেষে এক বিন্দু অবসর
এসেছে এখানে, জীবন নদীর মত গুটিয়ে।
বারবার বসেছে সে জাহাজের ইঞ্জিনের উপর
তার মুখে অন্য...

মন্তব্য০ টি রেটিং+০

মাটির কথা

২১ শে এপ্রিল, ২০১৯ দুপুর ১:৪৪

একদিন সবকিছু জেগে ওঠবে
আমাদের বেলাভূমিতেও ফুল ফুটবে,
ফুলেদের মস্তিষ্কে অবাক তাকাবো-
যেখানে ঘাসফুলেরা হরিণের মত,
বৃষ্টির রাত হবে পদ্মপাতার গান
দৃষ্টিরা আধো জ্বলে নিভে যাবে;
কুয়াশার খড় দিয়ে গড়া স্বাপ্নিক খাদ্য
নতুন আশা হবে: ঝরে পড়বে
তারপর,...

মন্তব্য৬ টি রেটিং+০

আত্মপ্রবঞ্চক

১৭ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:৪৬

আজও আমি সমুদ্রের উদ্দাম নৃত্য দেখি
পৃথিবীর সব ডাহুক কানে কানে আজও বলে,
ওরা আমায় খুঁজে পায় শাপলা-শালুকের দলে
ঐ গম্ভীর রজনীগন্ধাও দেখা দেয় একাকী;

কী কথা বলে যায় ওরা ভোরের...

মন্তব্য১২ টি রেটিং+২

সময়ের বাঁধ

১৪ ই এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:৫০

মাঝে মাঝে নিজেকে খুব বস্তাপচা সস্তা মনে হয়। জানা নাই কিছুই অথচ ভাব ধরতে হচ্ছে সবজান্তা সমশের! লোকের একটানা ছি! ছি! ছি! শুনতে প্রস্তুত নই বলেই এমন হয়- অতীতে বাস...

মন্তব্য৯ টি রেটিং+০

অস্পষ্ট

০৮ ই এপ্রিল, ২০১৯ বিকাল ৫:২৫

মনে কর, ভালবাসায় বান ডেকেছে
খড়কুটো সব শাপলা শালুকে ভরে গেছে
বুকেও সুখ উষ্ণ প্রেমের ঘর গড়েছে
স্তুপের মত চোখের ভিতর চোখ ফুটেছে।
স্বপ্নগুলো ঝাঁক বেঁধে সব উড়ে এসেছে
শাদা-কালো-নীল আকাশটা গান গেয়েছে
আমার আমি...

মন্তব্য৬ টি রেটিং+১

মৃত্যু বলয়

০৪ ঠা এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৭:৪৮

আমি আঁধার ছুঁতে ছুঁতে তোমায় ছুঁয়ে ফেলি
জলের প্রয়োজনে,
আঙুলেরাও সেদিন তোমায় ছুয়েঁ
যেন শিশিরের উপর মাথা দিয়ে
শিরিষের দীর্ঘশ্বাসগুলোতে,
তোমায় আমায় ঘিরে রেখেছিল।
রাতের বিশ্বস্ততা যেভাবে ভালোবাসার
লাল মেঘ হয়ে...

মন্তব্য২ টি রেটিং+০

অপরাজিতা

০১ লা এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:৪২

স্বপ্নবীজ বুনেছি তোমার চোখের কোণে,
চাইলে তুমি বলতে পার যা খুশি আজ-
মনের সাথে মন মিশিয়ে করবে কারুকাজ?
ভিডিও কল দিতেই পার আজকে আমার ফোনে।

আমি জানি তোমার মুখের কতখানি পাঠ?...

মন্তব্য৬ টি রেটিং+১

বিষাদ পুষে রাখি

২৫ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:০৬

অন্য এক শ্লোগান খেলা করে ধমনীতে,
সেই ঘৃতনদীতেই আমাদের আবগাহন-
তবু বুঝবার ভার পরেছে বোঝার বোঝাতে
মরুচারী কবিকুলের পদাঙ্ক অনুসরণ!

সে আমাকে চায় না, চায় না মধুভুবন?
আমি দোসর মরণের, তাই লিখি ছাই
হঠাৎ কিছু ধবধবে...

মন্তব্য৬ টি রেটিং+১

তন্দ্রাহত

২০ শে মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:১৮

আর কতবার ঘাসফুল আর জবা হবে?
আমি তোমকে কোনদিন চিনি নাই-
জামের কচি উল্টাসিধা পাতার ধার হয়ে রবে?
তারপরও খুঁজে পাই, তবুও ভালবেসে যাই!

এক অন্তর্ঘাতী বয়ানে অন্ধ-বোবা মৌমাছিদের
ঘুম ভেঙে গেলে আজ ভোরের বাতাসে...

মন্তব্য৮ টি রেটিং+১

আমরা আকাশ

১২ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:১০

নির্মম সত্যের কুঠারাঘাতে ছিন্ন স্বপ্নমালা,
রাতের কোমল জগতে সন্দিঘ্ন নয় তবুও
পূর্বেকার বুকচেরা ভোর আর উষ্ণতাও
আজ মনে হয় অনন্ত পথের জ্বালা।

আজ এতটাই দুঃখবাদী আমি আর যমুনা
দুজনেই যেন দু’জনের জগতে নমুনা।
প্রেম...

মন্তব্য৪ টি রেটিং+১

নেই ব্যতিক্রম

০৭ ই মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:১৪


তোমায় আমি দেখেছিলাম তাই
বুকের মাঝে তোমার গন্ধ পাই,
তোমার নামের শব্দে ভিজে ভিজে
হারিয়ে গেছি নিজের ভিতর নিজে-

তবুও আমি তোমার জন্যে খুঁজি
ভুলে যাওয়া কোন গানের সুর
তোমার ভীষণ জ্বরের কারণ বুঝি
কেন তুমি রয়েছ...

মন্তব্য৭ টি রেটিং+১

১০১১১২

full version

©somewhere in net ltd.