নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমার চোখের তারায় আমার হাজার মৃত্যু!

অতন্দ্র সাখাওয়াত

তন্দ্রাকুমারী একটি কাল্পনিক চরিত্র যার সন্ধানে আছি নিশিদিন!!

সকল পোস্টঃ

সচেতনতা

২৬ শে জুলাই, ২০২২ রাত ৯:০৭

ও হ্যালো, আপনাকেই বলছি!
এই ধরেন আপনার প্রিয়তমা;
তার হাসি যে কর্পোরেটদের
দখলে চলে গেছে, জানেন?
বহু দিন পরে আপনার পরবর্তী
প্রজন্ম ভুলে যাবে, মানুষ একদিন
পানিতে ভেসে বেড়াতো; জানেন?
তারপর ধরেন,ঘুমিয়ে ছিল ডাইনী
বুড়ি সব দেবীর...

মন্তব্য৮ টি রেটিং+৩

শেষ কবিতা

২৩ শে জুলাই, ২০২২ রাত ৯:০৯

যখন মনে হয়, তুমি আমাকে ভুলে যাবে,
অন্য বুকে রাখবে মাথা সমান্তরাল সন্নিবেশে।
আমি ভুলে যাবো তুমি ছিলে কোনো দিন,
তোমার অস্তিত্বের জলাশয় জুড়ে থাকবে সুখ
বিমূর্ত আকাশ ভাসবে হাহাকারে, ভাসবে বেসুরে;
তখন, ভয়ে আমি...

মন্তব্য২ টি রেটিং+১

তোমার ব্যাপ্তি

১৮ ই জুলাই, ২০২২ সন্ধ্যা ৬:০৯

আমাদের জেগে থাকা রাত্রির গভীরতায়;
আমাদের স্বপ্নেরা ক্ষণে ক্ষণে মূর্ছা যায়!
আমাদের কবিতার শবদেহ পিঁপড়ায় খায়;
আমাদের মস্তক লুটিয়ে পড়ে ওই দু\'টি পায়।

সবুজ ঘন ভয়ানক জঙ্গল ভীত সন্ত্রস্থ হায়
কী কথা শোনালে তুমি এই...

মন্তব্য১ টি রেটিং+১

পিছু ডাক

১১ ই জুলাই, ২০২২ বিকাল ৫:১৪

আজকের পৃথিবীটা সুন্দর লাগছে
আরও সুন্দর করে দিলে তুমি
তোমার কাতর চোখ,
তোমার অবশ সূর্যস্নাত শরীর,
নিশ্চুপ করে দেয় আমায়।
আমি একবার এগিয়ে যাই
তোমার কাছে প্রশ্ন করি,
তুমি কি আমাকে ভালবাস?
উত্তর নেই তার কোন।
এবার পিছিয়ে...

মন্তব্য৪ টি রেটিং+০

অমৃতা সমীপেষু

০৮ ই জুলাই, ২০২২ রাত ৯:৫০

রাত এলে মনে পড়ে তোমার কথা
একটা কথাচুপ রূপকথার গল্পের
শেষ লাইনের মতো; যেন দূরতর
দ্বীপ জ্বলা এক সন্ধ্যা আমাদের বুকে
ভর করেছে; ক্ষণজন্মা ভীত বাছুরের মত
মৃদু স্বরে ডাকছে স্বদেশ; যে নদী কোন
তীর খুঁজে...

মন্তব্য০ টি রেটিং+০

পলাতক সময়

০৩ রা জুলাই, ২০২২ রাত ৯:২০

আমি কোথায় হারিয়ে যাই প্রতি মুহূর্তে?
এখানে আমার মৃত হৃদয়বাহী নগ্ন শরীর
এ শরীরে জমে ছিলো বহু ব্যথাহীন কথা
আমি বলতে গিয়ে কেন নিশ্চুপ হয়ে রই?

অনেক সময় এই হৃদয়ে শয্যা পেতে
অপেক্ষায় ছিল শরীরের...

মন্তব্য৬ টি রেটিং+০

অযোগ্য বুক

৩০ শে জুন, ২০২২ রাত ৮:১১

যে জলে ঢেকে রাখা যেতো বুকের কষ্ট
তার স্পর্শে দেবীদের পায়ে ফুল ফুটেছে

যখন স্নিগ্ধ বৃষ্টিতে ভিজে উঠেছে দেশ,
লাল-নীল-সাদা কাপড় উড়ে গেছে এবং
উষ্ণ অভ্যর্থনা পায়নি এশিয়ার মেষপালক;

তখন কোন সুরে গেয়েছ...

মন্তব্য৮ টি রেটিং+০

তারপরও কথা থাকে

২৬ শে জুন, ২০২২ সন্ধ্যা ৭:৫০

যদি হতে একটি জলের বিন্দু
আমি নিশ্চিত ভয়ে জমে যেতাম
কারণ তুমি শুধুই আমার মৌনতা।

যদি হতে চাঁদ হারা এক রাত
আমি নিশ্চিত ঝিঁ ঝিঁ পোকা হতাম
কারণ আমি নই তোমার যৌনতা।

যদি হতে নিশ্চুপ এক...

মন্তব্য৪ টি রেটিং+০

সন্ধ্যা বিলাস

১০ ই জুন, ২০২২ রাত ১০:১৯



নিশ্চুপ সন্ধ্যা নেমে এসেছে আজ ধরায়
কোথাও কেউ নেই চারিদিক করে ধু ধু
যেন সব সঙ্গীত গেছে ইঙ্গিতের ছন্দে থেমে
মানুষ-পশু-পাখি শোকের মাতম করে শুধু।

বহু দিন আগে আমি করেছি কি...

মন্তব্য৪ টি রেটিং+০

অন্ধকারের উৎস হতে

০৭ ই জুন, ২০২২ রাত ১২:৩০



অন্ধকার লুকায় লজ্জায় আমায় দেখে;
আমি নিরব চোখে প্রতিবাদ করি।
যেহেতু আমিও অন্ধকার,
অর্থাৎ স্বজাতি।
"জয় তু অন্ধকারের জয়"
এই শ্লোগান দেই নিয়মিত।
তবে কেন এত ভয় করো আমাকে?
মানুষের জন্মে অন্ধকার,
মৃত্যুতেও অন্ধকার।...

মন্তব্য১০ টি রেটিং+২

অমরত্ব

২৯ শে মে, ২০২২ দুপুর ১:৪৭



আমার অপেক্ষায় ছিল বিমূর্ততা
কিছু খাপছাড়া এলোমেলো কথা
কিছু সাংবাদিকের তির্যক দৃষ্টি
কিছু রাজনীতিবিদের প্রলোভন
কিছু প্রকাশকের প্রশংসার কামান
সেগুলোকে পাশ কাটিয়ে এসেছি।

আমার অপেক্ষায় ছিল ফড়িং
আনমনা উদাস বকের ঝাঁক
পৃথিবীর প্রতিটি পথের বাঁক
হয়তো আধপোড়া...

মন্তব্য৬ টি রেটিং+১

সমাধি

০৩ রা মে, ২০২২ রাত ৯:৫১

সমাধিটা পড়ে ছিল অবহেলিত, অপরিচ্ছন্ন
তার বুক চিড়ে একটি ফুলন্ত শিউলি গাছ
কিভাবে জন্মেছিল গাছটা, কে জানে!
ফুলগুলো নুয়ে পড়েছে সমাধিটার কাছে
ওখানে কে ঘুমিয়ে আছে, কে জানে!

চমৎকার রৌদ্রোজ্জ্বল দিন, ফকফকে আকাশ
বাতাসে শিষ দিচ্ছে...

মন্তব্য১০ টি রেটিং+৫

আর্তনাদ

০২ রা মে, ২০২২ রাত ৯:৩৫

কেউ নেই আমার পাশে,
আকাশে ঈদের চাঁদ হাসে
বৈশাখ পেরিয়ে জ্যৈষ্ঠ আসে
তারায় তারায় ভীষণ অবকাশে
সন্ধ্যা হয়ে আসে,
চারিদিক হিম হয়ে আসে।
আমি একাকী দাঁড়িয়ে
আমি এক জোস্নার নীল পদ্ম?
আমি কি এক ছোট্ট পরী;
অথচ জন্মেছি আজ...

মন্তব্য১০ টি রেটিং+২

ঝড়ের আহ্বান

১৮ ই এপ্রিল, ২০২২ রাত ১০:১৪

আমি কারো করুণার পাত্র হয়ে আর বেঁচে থাকতে চাই না। আমি মুক্তি চাই। আমার জন্ম যেন এক অনুশোচনা হয়েই রয়ে যায়, সকল কালে, সকল জীবের অন্তরে। কেন এই ধরাধামে এসেছিলাম,...

মন্তব্য৮ টি রেটিং+০

এই কবিতায় প্রেম নেই

২৮ শে মার্চ, ২০২২ সন্ধ্যা ৭:১৭


তুমি উলঙ্গ তরবারি,
আমি প্রেমিক তোমারই
তোমার প্রথম পরশে
চির বিমূঢ় হই;
রক্তে রঞ্জিত প্রতিটি অঙ্গ,
তবুও রণে ভঙ্গ দিলাম কই!
তোমার সঙ্গ আমায় ডাকে,
প্রিয় নাম ধরে প্রতিটি রাতে।
মন চায় শুধু...

মন্তব্য২ টি রেটিং+০

১০১১

full version

©somewhere in net ltd.