![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু অসহ্য যন্ত্রণায় কাতর শেষ হয় না অপেক্ষার প্রহর সত্য স্বপ্নগুলো মিথ্যে হয়ে যায় স্বপ্নেরা দিন দিন রুপ বদলায়_____
লেখার মতো কিছুই নেই প্রকাশ করার মতো কোন ভাষাও নেই আছে শুধু...
করিডোর বেয়ে মৃত্যুরা ঘোরাফেরা করে স্বপ্নগুলো মৃত___
তোমায় এখনো ভালোবাসি যত্ন করে রেখে দেওয়া স্মৃতির পাতায়___
যেখানে আমার সকল চাহিদার সমাপ্তি ঘটে তোমার অভিযোগহীন চূড়ান্ত মৌনতায়____
কখনো হয়তো এই অদৃশ্য তুমিও বিলীন...
হয়তোবা তোমার মনের ডায়রীতে আমার নামটা আজ আর নেই___
সেদিনের সেই ছেলেমানুষীগুলোও হয়ত আজ হারিয়ে গেছে___
হারিয়ে গেছে সেদিনের সেই রাত___
সেই অস্থিরতা___
হারিয়ে গেছে আমার চোখের সেই অশ্রু____
আর হারিয়ে গেছো তুমি____
আমারো হারিয়ে যেতে...
এখন আর অশ্রু ঝরে পড়ে না দু চোখ বেয়ে___
যত ছবি আঁকা ছিল স্মৃতির দেয়ালে আজ তার সবটুকুই যে মুছে গেছে তোমার দেয়া ব্যথাগুলো সহ্য করে করে___
কষ্টের মায়া জালে হৃদয়টা হয়ে...
হয়তোবা স্মৃতির প্রাচীর ভেঙ্গে চুরমার হয়ে যাবে কিন্তু আমার অব্যক্ত অনুভূতি গুলো কোনদিনও আর ব্যক্ত হওয়ার নয়____
আমার সব অনুভূতি অব্যক্ত থাকতে থাকতে আজ আমি অনুভূতিহীন হয়ে পড়েছি আজ আমার...
শেষ কবে কেঁদেছি মনে নেই অনেকবার কান্নার চেষ্টা করেও কাঁদতে পারিনি হয়তো চক্ষু লজ্জায় শুনেছি পুরুষ মানুষের নাকি কাঁদতে নেই___
আচ্ছা পুরুষদের কি মন নেই তাদের মনে কি কষ্ট...
প্রাপ্তি অপ্রাপ্তির অপ্রকাশিত জীবন গল্পের বিয়োগ ব্যাথা আমার নিষিদ্ধ ইতিহাস আড়াল খুঁজে তোমার নিষিদ্ধ স্বপ্ন___
বহুকালের বুকের গহীনে লালিত ধুলো মেঘের আবরণে ডেকে যাওয়া কষ্ট গুলো শুধুই লোনা জলে...
একটা সময় হৃদয়ের প্রতিটা দেয়ালে ছিল তুমিময় ঘোর____
তোমায় নিয়েই সাজানো ছিল আমার হৃদয়ের মস্ত শহরের প্রতিটি প্রহর___
তুমিহিনা ঝড়ে তছনছ আমার শহরে নিভে গেছে সব তারা_____
হারিয়ে যাওয়া সময়গুলো বড্ড অদ্ভুত চোখটা...
স্বপ্ন গুলো মলিন হয়ে পরে থাকে হৃদয়ের রাজ পথে_____
ওরা কেঁদে যাবে পাঁজরের ভাঁজে ভাঁজে_____
হয়তো একদিন কাঁদতে কাঁদতে ওরাও হারিয়ে যাবে____
শুধু রেখে যায় ভালোবাসা নামের এক অপ্রাপ্তির শেষ কিছু চিহ্ন___
নিস্তব্দ...
সব সময় জীবনটাকে সাদামাটা রাখি এই ভেবে যে জীবন থেকে যত বেশী জটিলতামুক্ত রাখতে পারব ততই ভাল________
এইসুবুদ্ধিটা উদয়ের পর থেকে যখনই একটা শান্তির ঘুমের প্রতিক্ষায় থাকি__________
তখনই অপ্রাপ্তি আক্ষেপ আর হতাশা...
দিনের সমাপ্তির মতন অপেক্ষারও শেষ অাসে____
মনমরা নির্বাক কান্না ঘুরে বেড়ায় কেবল বাতাসে____
বড়ো সহজাত সে কান্নার সুর বোঝে না সবাই___
সে বেদনা জগতের সব সুখী মানুষের চোখ এড়ায়___
নীরবে নিভৃতে কেঁদে চলে সে...
আধারে নয় আলোতে ভয়___
দৃশ্যগুলো শব্দময়____
শূণ্যতার ভীড়ে হারিয়েছে স্তব্ধ সময়___
আজকাল খুব কান্না পায়___
গোপনে চোখের জল মুছতে পারাটা আমার অভ্যেস হয়ে গেছে___
কষ্টগুলো সবসময় মেনে নেয়া যায় না___
নিজের অসহায়ত্ব সবসময় মানা যায়...
অভিমানের কিছুটা সময় কাটে আড়াই দেয়াল আর জানালার গ্রীলের কাছে____
হাতলওয়ালা ভাঙা চেয়ার আর অযাচিত আসবাব মাঝে মাঝে জোছনা উকি দিলেও দুই এক ফোটা_______
আসে হয়তো কিন্তু তা উপহাস করে যায় বিশ্রি...
জ্বলন্ত বাতিটাকে দূর থেকেও দেখা যায়___
কিন্তু দুর্ভাগ্যবশত অন্ধরা বাতিটার কাছে থাকলেও তার এক ফোটা আলো খুঁজে পায় না__
ভালবাসার রঙ্গিন আলোর পাশেই আছে রঙ্গহীন কালো অন্ধকারও___
তার জ্বলন্ত চিমনীতে...
ইচ্ছেগুলো সমান্তরাল রেললাইনে লাইনচ্যুত_
তবু ও আশপাশের ইচ্ছে গুলো প্লাটফর্মে শেষ ট্রেনের অপেক্ষায় _ স্বাভাবিক স্বপ্নরা জেগে ওঠে স্থূল কোণের বাঁকে _
দূরে শ্মশানের আঁধপোড়া মৃতদেহের শরীরে _
পথিক ছায়ারা কখনো দীর্ঘ...
©somewhere in net ltd.