![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লেখতে পারি না তাই লেখতে চাইনা পড়তে চাই তবে মাঝে মধ্যে চেষ্টা করবো লেখতেআপনাদের সহযোগিতা পেলে ।
কি এক অপরূপ মায়াবি চেহারার নারী,
এক নজরেই কেরেছে মন !
ছুঁয়েছে হৃদয় ।
যতই চাই ভুলিতে, আমি নাহি পারি,
যেদিকে তাকাই,
যেন...
কমতো হলো না,অনেক সহ করেছি,দহন !
কাওকে কখনো বলি নাই,
সব দু:খ মনের ভিতর শত চাপা ভিড়ে করেছি বহন ।
তবুও শেষ হলনা আমার অনুশোচনা,
নেবানো গেলোনা অনুশোচনার আগুন ।
তুমি কি আমার কথাগুলো...
তুমি আমায় কষ্ট দিয়ে যদি পাও সুখ,
তবে আরো কষ্ট দেও,
এই নেও তোমার জন্য,
খুলে দিলাম আমার শূন্য বুক !
তবে তোমার কাছে করি একটা মিনতী,
আরো অনুরোধ করি !
যদি পারো,
আমার জন্য
খোদার কাছে...
কিসের বাড়ি আর কিসের ঘর ?
একদিন যে তোর সবই হবে পর !
থাকতে হবে সেথায় জীবনভর,
সে যে সারেতিন হাত মাটির কবর ।
করলি দেহ খাটিয়ে,
কত সত্য মিথ্যের উপরে দাঁড়িয়ে !
কারি কারি...
মাঝে মাঝে মন বলে হারিয়ে যাই,
দেই কোনো অচেনা দ্বীপ পাড়ি !
যেখানে থাকবে সুখ স্বর্গ ভরা,
হাসি আর বন্যফুল সাড়ি সাড়ি ।
গড়ে তুলবো সেখানে নতুন পৃথিবী,
বা সাদাকালো নতুন কোনো ভূবন !
হবে...
শোন কবিতা আজ অনেক কষ্টে তোমায় বলছি,
ভাবতে পারো অনেক কষ্ট,
যে কষ্টের সীমা নেই বা সীমাহীন কষ্ট !
শুধু তোমার মায়ায় পরে মনের টাণে যতটা সময় করেছি নষ্ট,
তবু তোমার কাছে মেনেছি...
মনরে কি হবে আর কাঁদিয়া ?
আসবার কালে আসছি কথা দিয়া,
ডাক দিলেই আবার যাবো তারই কাছে ফিরিয়া,
চলছি এই রঙ্গিন দুনিয়ায় যাহার ইশারায় ।
শুধু শুধু কি লাভ বল মন ?
মিথ্যা মায়া মমতায়...
মনের ভিড়ে ঘুরে বেরায় কত সুখ দুঃখ,মিলিত কষ্টের কথা !
সবই যেন এক সূতয় বকুলের গাঁথা ।
হাজারো মিলিয়ে আজো মেলাতে পারিনি,তাই হয়ত লেখা হয়নি কোনো কবিতা !
পৃথিবীতে কত দিবস...
সারা দিব্য অক্লান্ত দাসত্ব,
ঘরে ফিরে আধারে যখন দেখি,
নারী তোর মুখের হাসি !
যেন সব ক্লান্ত মোর ঘ্রাস হয়,
যেন নব রাত্রী নব স্বপ্ন নিয়ে ফের আবার বাঁচি ।
অন্তর মন বলে,
এই সময়টুক...
বউরানী মুখে লম্বা ঘোমটা টাণে
না দেখিয়া দেখার মোহ আনে,
মন উজার প্রাণে,
কেহ কেহ ফিসফিসিয়ে কথা বলে মুখ লাগিয়ে কানে ।
কতই সুন্দরি না দেখিয়া
যায় ভেসে কথার বাণে
আহা! পৌষ...
আজও মিটেনি আমার তৃষ্ণা
হয়নি স্বাদ শেষ তোমাকে দেখার।
প্রথম নজর কপালে লাল টিপ
চুলের খোপায় রক্তজবা,
আর গোরায় বেলী ফুলের মালা,
দুই পাশে এলোমেলো কিছু উড়ন্ত বাদামি রঙের চুলের দোলা।
কি অপরূপ,
যেন মুহুর্তে...
আহা! যদি পারতেম লিখতে কবিতা
তবে যে তোমায় কাগজ বানিয়ে হৃদয় ক্ষরণ রক্তে কালি করে
দিতেম মহা প্রেম কাব্য তোমার নামে বুকের বিল বোর্ডে টাণিয়ে,
যা থাকত অতি নিরঞ্জন পারত না...
আমরা সব সময় একটা কথা বলে আসছি যে যে সকল পুরুষেরা জান্নাতবাসী হবেন তারা পাবেন ৭০ টি হুর পরী।আর সেটা নিয়ে অনেকের মাঝে অনেক ধরনের তর্ক বিতর্কও চলে ।কিন্তু আমার...
সব কিছু বদল হয়েছে
শুধু শুধু কিছু রক্ত ঝরেছে ।
মনে পড়ে এখনও সুখতমা,
যাহা তোমার হস্থে রচিত,
কাব্য থেকে মহা কাব্যমা,
সেই,,
হৃদয় খঁচিত,
মহা বীরত্বের উপমা ।
সময় প্রবাহ নাতিশীতঞ্চ,
পৈবালে দাঁড়িয়ে,
রাখতে কাব্য বাক্যে,
অনন্ত সময়...
অনেক ভেবে চিন্তে যখন লেখার কিছু পেলাম না তখন আজকের ভাবনায় চলে আসল মরা কুকুরের একটা ঘটনা। এটা সম্ভবত ১৯৮৮সাল এর বন্যার পরবর্তি সময়কার ঘটনা । ঘটনাটা যাকে নিয়ে...
©somewhere in net ltd.