![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
-
-
-
-
-
-
-
-
-
-
তুমি জানো না
তুমি জানো-ও না
তুমি চলে গেলে
এই তিতাস তার ঢেউ হারিয়ে ফেলে
ডিঙ্গি নৌকোয় ভাসে না কেউ আর
তুমি জানোও না কী অন্ধকার হয়
কীযে বিষাদ আসে এই চাঁদে
মেঘ থেকে মেঘে...
সারাদিনের ক্লান্তিতে বাস থেকে নামতেই মনে পড়লো, বিকাশে লোকটাকে টাকা দেয়া হয় নি। সাড়ে দশটা বাজে, দোকান প্রায় সব বন্ধ বন্ধ। এর মধ্যে চিপায় একটা দোকানে ঢুকে গেলো সাজিদ -
-...
তখনো একুশ আমার
এমন সন্ধ্যাতে এইসব সারি সারি রেস্তোরাঁ গুলো ধরে হেঁটে যাওয়া ভালো লাগতো - আর তোমাকে।
এই শহুরে লাল নীল আলোগুলো ফোয়ারা ছেড়ে ফুটপাথে এসে আমাদের গায়ে-
আমাদের ছুঁয়ে ছুঁয়ে...
-
-
-
-
-
-
-
-
-
-
প্রত্যেকটা রাত তোকে গিলতে গিলতে
আমি বুঝে যাই ফেঁসে গেছি
জাহাজী যেমন,
মনে হয় মাঝ সমুদ্রে ডুবে আছি।
আমি তোর সমুদ্র ছেড়ে
বন্দরে ফিরতে চাইলে
আমি বুঝে যাই ফেঁসে গেছি।
প্রত্যেকটা রাত আমি ঢলতে ঢলতে
আমি বুঝে...
-
-
-
-
-
-
-
-
-
-
তোমার শহরে একটা একটা করে বাতি নিভে গেলে
ঘুমিয়ে গেলে চৌরঙ্গীর সবচেয়ে ক্লান্ত দারোয়ান,
সেলসম্যানেরা সব বিরক্ত হলে রাতভর; স্বপ্নের ভেতর।
অহেতুক কুকুরের ডাক থেমে থেমে এলে,
এমন আশ্বিনের শেষে সব স্বপ্নদের মিথ্যে...
-
-
-
-
-
-
-
-
এই যে তুমি, তোমার সেইফটিপিনে দল
কদিন আগেও ছিলে
কদিন আগেও বলেছো, এবার ফাল্গুনে কাটাবে আমার ঘরে
তবু কেন? বড্ড বিঁধে গিয়েছিলে গভীরে?
তাই বুঝি?
তাই বুঝি শূন্যতা ছুঁয়ে গেল আমাকে?
তবু এই সব...
-
-
-
-
-
-
সেই নারী, সন্ধ্যে তারার মতো আসে
অন্ধকারে নির্জন হতে বলে আমারে
ফিরায়ে দিতে বলে তার একান্ত শ্রাবণ
এমন বর্ষণ দিনে - কদমের ঘ্রাণে।
তবু এইসব বৃষ্টি প্রহসন মনে হয়
মনে হয়; এই পুরুষ হৃদয়...
-
-
-
-
-
-
-
-
-
এমন মরুঝড়ে হারানো মানুষ খুঁজে পাওয়া যায়?
জানো?
ফেলে আসা পথগুলো কোথায় আছে?
কতটা সময় কাটল যেন?
আসেনা? ভেসে আসেনা এমন রাত্তিরে কখনো?
মেঘের কি হলো? বলো?
সেই কবে ঘুড়িদের মতো মেঘে মেঘে ডুবে...
-
-
-
-
-
-
বিষাদেরা কতখানি জমলে, এখানে উৎসব হবে?
কত রাত হলে একা হবে চোখ?
একা কোন রাতের কথা বলো
সেইসব জোছনা জোনাকের কথা বলো,
নৈঃশব্দের কথা বলো
বিষাক্ত নীল কোন দিনের কথা বলো।
একঘেয়ে কোন দুপুরে শূন্য...
একদিন আমাদেরও হবে শেষ
এইসব রাত্তিরের পরে যে \'চুপ\' এসে গেছে,
যে কথা থেকে গেছে অযথা
একা যাত্রী ছাউনি আরো একা হয়েছে ধীরে ধীরে
জানতাম, খুব জানতাম।
তারাদের এমন রঙহীন হতে দেখিনি আগে
আমি \'শব্দ...
-
-
-
-
-
-
-
-
-
-
আরও রাত নামুক,
আমাদের মন খারাপের কথা ছড়িয়ে যাক শহরে শহরে।
এই পুরোনো ফাইল পত্র ঘেঁটে,
চেনা মানুষের গন্ধ নিয়ে ক\'দিন বাঁচা যাবে?
আরও রাত নামুক,
ঢাকার জ্যামে বসে ভাববো তোমার কথা
তুমি আঙুল বোলাচ্ছো...
-
-
-
-
-
-
-
-
আমিও কোন নারীকে ভালবাসতাম একদিন
সে পুরোনো অশ্বত্থের গাছে নাম এখনো লেগে আছে, হয়তো।
আমিও, একুশের বসন্ত হারায়েছি
নীহারিকা নক্ষত্রের পরে দেবীর প্রেমে ডুবেছি,
তার কাছে।
অথচ হায়, রুকসানা রিয়া।
(আমি ভাবতে চাইনা আর)
১৮ তে...
-
-
-
-
-
-
-
-
অনন্ত আলোর পরে দেখি একা, এক শূন্যতম চাঁদ
কোন কবির বুকে জন্ম হবে বলে নীল বিষাদের;
প্রাচীন এই নগর দু-হাত খুলে আহবানে ডাকছে তার শীতলতম হাওয়া।
যেন মর্গের দ্বার, শব যাত্রার আগে...
-
-
-
-
-
-
-
-
-
আধপোড়া কতো সিগারেট শুয়ে আছে নীল খাম জুড়ে
কতো প্রেম পুড়ে গেছে অক্ষরে অক্ষরে
এই শহরের তারে;
বৃদ্ধ ওয়েবে লেপ্টে আছে যতো,
এই আমাদের ঘাম-গাঢ় নিশ্বাস,
হেঁয়ালি, অবহেলা, হু, হ্যাঁ,আর দীর্ঘতম চুম্বন।
তাও, সেইসব...
-
-
-
-
-
-
-
-
বিকেলের শেষে যেসব আলো হারাবে
তুমি জানো ওদের কথা,
জানো এই শহরের ধোঁয়ার গল্প।
জানো এইখানে প্রেমিকারা ঘাস
জেনেছো আমার একা বারান্দায়,
একাকীত্বের বিষণ্ণ আকাশ।
তবু তুমি গোধূলি
তবু তুমি মেঘ ছুঁয়ে এসেছো দিগন্তের শেষে
আমার...
©somewhere in net ltd.