![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
-
-
-
-
-
-
-
-
-
অথচ রৌদ্রের পরে সুন্দর কোন দিনে
অন্তহীন রেখা কেটে গেছে ধীরে -
নিয়ে গেছে তারে,
ডুবিয়েছে মালয় গভীরে।
এরপর কখনোও কোন কাশবন ছুঁয়ে যায়নি ওকে
কোন শরতেই সে হাসেনি আর,
জীবনানন্দ বিষাদ ডেকেছে শুধু তার...
-
-
-
-
-
-
-
-
-
-
তোমার ঘ্রাণের জন্য আমার স্মৃতিরা বিষাক্ত নীল হয়ে এলে
আমি ক্যাফেটেরিয়ার ভাঙা সিঁড়ি ধরে একদম উপরে উঠে যাই।
দেখি প্রিয় মানুষেরা ডুবে যাচ্ছে ট্রাফিকে,
দেখি সিগন্যালের মতো পালটে যাচ্ছে প্রেমিকার মন।
দেখি এই দালানের...
-
-
-
-
-
-
-
-
নৈঃশব্দ গিলে খেয়েছে আমাদের
আমাদের ক্যাকোফোনি,
দলছুট শূন্য হয়েছে কতো
তোমার চলে যাবার রাত্তিরে।
তবু রুটিন করে এসেছি ফিরে
গিলেছি অন্ধকার সব রাত্তিরে,
পারিনি নিজেকে মেলতে আলোর পাড়ে
আমি শুধু হারাতে চেয়েছি সব ভাঙা মানুষের ভীড়ে।
তবু তুমি...
-
-
-
-
-
-
-
-
ভূতুড়ে শহর জুড়ে বাস করে আমার অসহায়ত্ব
ল্যাম্পপোষ্টের আলো জ্বলে আর নিভে
পিচঢালা রাস্তা যেন বরফের মতো জমে ভীত
এরই মাঝে সেই মেয়েটা আমার হৃদয় নিয়ে গেলো।
অথচ আমি জানি সে হৃদয়...
-
-
-
-
-
-
-
-
আমার শহরে বৃষ্টি এলে সীমাহীন শূন্যতা আমারও হয়।
আমারও মনে হয় \'এসবের কোন দরকার ছিলো না\'।
ক্যাম্পাসের ক্যাকোফোনিতে আমার বিষাক্ত লাগে,
বিষাদ মনে হয়,
অথবা আমি ঈর্ষান্বিত হই ওরা সব্বাই...
-
-
-
-
-
-
-
-
-
-
ভালো থেকো প্রিয়তমা
তোমার জন্য, তোমার প্রিয়তমের জন্য শুভকামনা
তোমার জন্য অপেক্ষায় থাকা বছরতো শেষ হলো না।
তোমার বিয়ের সানাই কানে বাজে বিচ্ছিরি লাগে শব্দ,
চেইন স্মোকের মতো কান্না ঝরে চোখের কোণে ধুত্তো।
বৃষ্টিতে ছুটে...
-
-
-
-
-
-
-
শেষবার ম্যাসাকার চুমু আর তীব্র স্পর্শ
চলে যাবার আগে,
শুধু জেনে রেখো প্রিয়তমা তুমি আছ
শৈশবের নির্জন নৈসর্গে।
তোমার জন্য লাল নৈঃশব্দ্যের আয়োজন
জোনাকী আর জোছনা মিছিলে,
মেঠোপথ আর জলচিহ্নের পাশাপাশি বন্ধন
ছিন্ন হয় হাহাকারের...
-
-
-
-
-
-
-
অবিশ্বস্ত অভিমানগুলোর দিনলিপিতে লিখি
শীত ও শিশিরের গল্প,
জমজমাট অন্ধকারের শরীরকে মেনে সাক্ষী
জাগে নিঃসঙ্গতার স্বপ্ন কল্প।
উচ্চাভিলাষী কোলাহলের প্রশ্নে ভর করে স্তব্ধতা
যেমন প্রবালসন্ধ্যায় চেয়ে থাকে স্মৃতিশুণ্য চোখ,
অসামাজিক জংশনে গুনে রাখি বেদনার নিকাশ
যেন...
-
-
-
-
-
-
দেখা হবেই
এই পৃথিবীতে না হয়
প্যারালাল ওয়ার্ল্ডে,
দেখা হবেই
শালিকের বেশে না হয়
নিঃসঙ্গ ছাদে।
দেখা হবেই
ভালোবেসে না হয় তীব্র ঘৃণায়
মুখ ফিরিয়ে অন্য চিত্রকল্পে,
দেখা হবেই
গাউছিয়া নিউমার্কেট জটলায়
কদম ফুল দেবার ছলনায়।
দেখা হবেই
ইচ্ছে করে যদি দাঁড়াই...
কামাল ভাই গিটার
টিপু ভাই ড্রামসে
পলাশ নুর ভোকাল
পলাশ নুরের বাঁশি
ওয়ারফেজ হলো সেই ব্যাণ্ড তারা যা করে তাই আমার ভালোলাগে। উইথ ডিউ রেস্পেক্ট মিজান থাকুক...
-
-
-
-
-
-
-
অজস্র নক্ষত্রে ঘেরা পৃথিবী আমার
তবু আমার কিছুই থাকে না।
শান্ত সবুজ ধানের মাঠে শীতলতম বাতাস
চিত্রার বুকের শিকারি শঙ্খচিল,
তবু কিছুই থাকে না আর।
কার অবহেলার চাদর জড়ায়ে শ্মশানের দিকে ছুটছি কার কাঁধে?
কোন...
-
-
-
-
-
-
-
এখনো এখানে কুয়াশা ঝড়ে শীতের প্রেমে
এখনো মিছিলের দল মানুষের কথা বলে।
চায়ের দামে শরীর পাবে তবু মন নেই,
তবু এই শহরে আর প্রেম নেই; একটুও নেই।
থাকবে কি? ওরাতো কবেই গেছে মরে...
-
-
-
-
-
-
-
তারারাও শেষ হয়
হারায়ে যায়
হয় ক্ষয়
আমরাই শুধু ঝুলে রই
সিলিংয়ে
বুকে নিয়ে তারাদের মতো ভয়
ফুরোলে সব অভিনয়
আঁকড়ানো সময়
অহেতুক কোথাও
আমরাই শুধু শুনে যাই
নিরাশায়
কাবুলিওয়ালা কতো কথা কয়
কোলাহল ভেঙে হাওয়ায়
বিরহ উড়িয়ে
দাঁড়িয়ে জানালায়
আমরাই শুধু গুণে...
-
-
-
-
-
যা হারিয়েছি
যেসব হারিয়েছে
যারা থাকব থাকব বলে
ফেলে চলে গেছে
তারা থাকনা তাদের মতো।
এই রাতেরা একা হয়ে গেছে খুব
ইন্টারসিটি হুইসেল সয়ে গেছে কানে
একা মাঝির চোখ দুটো ভিজেছে এখানে
আর বেশ্যারা বলে গেছে কানে...
-
-
-
-
-
সবিনয়ে মনে পড়ে তোমাকে
তুমি চলে গেছ অলিগলি ফেলে,
জানালায় শূন্যতার ছবি এঁকে
অসমাপ্ত গল্পের সীমানা টেনে দিলে।
অজস্র আয়নায় তোমার মুখচ্ছবি
ফিরে এলে পাবে ছিপছিপে নদী,
আজ নীলিমায় স্পদন সাজায় কবি
তোমার জন্যই প্রতিটি লাইনে...
©somewhere in net ltd.