নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুণ্যতার নিচে পিয়ানো শুনি...

রাজসোহান

প্রিয় অন্ধকার, আমার পুরোনো বন্ধু তুমি...

সকল পোস্টঃ

তোমার চারিদিকে কতো মানুষ, একটা ছায়াও আমার নয়

১৯ শে মার্চ, ২০১৭ ভোর ৪:০৬



-
-
-
-
-

তোমার চোখে এতো জল, এক ফোঁটাও আমার জন্য না।
তোমার একলা নিঝুম ঘর, এক কণা ধুলোতেও আমি নেই।
তোমার চারিদিকে কতো মানুষ, একটা ছায়াও আমার নয়।

তোমার জানালা ভরা বাতাস, তবু দমবন্ধ...

মন্তব্য৪৩ টি রেটিং+১১

লিরিকঃ একটা প্রেমিক খুঁজে দাও যে পুরোপুরি প্রেমিকাকে জানে

০৭ ই মার্চ, ২০১৭ রাত ৩:৩১



-
-
-
-

মন হারানোর আনকোরা এই রাতে
কেড়ে নিলে যদি নির্ঘুম কবিতা,
স্মৃতির মৃণালে আজ নৈঃশব্দ্য হেঁটে
গালে দাগ রেখে যায় কার কথা?

শহরের শেষ বিকেলে যে স্বপ্ননদী গাঁথা
জলের স্রোত যদি কেড়ে নিলে,
নূপুর ছুঁয়ে তবে...

মন্তব্য২০ টি রেটিং+৩

লিরিকঃ স্বপ্নেও শুনবে না বৃষ্টির কান্না

০৫ ই মার্চ, ২০১৭ রাত ১:৪১



-
-
-
-
-
তোমার বাড়ির সামনে একটা শিউলি গাছ
গাছটা নুয়ে পড়ে ফুলের ভারে
তোমার বাড়ির ছাদে একটা বিশাল আকাশ
রাত্রি হলে তারায় তারায় ভরে

অথচ আমি জানতাম
তুমি চলে গেলে
শহরে কোনও ফুল ফুটবে না
আরও জানতাম
আমাকে...

মন্তব্য২৬ টি রেটিং+৫

লিরিকঃ কতোটা স্মৃতির পাতায় শেষ হবে অতীতের খাতা!

০৪ ঠা মার্চ, ২০১৭ ভোর ৬:৪২




-
-
-
-
-
-

রাত্রির অন্ধকারে শূন্যতা গুণে
বুকের ভেতর নিঃসঙ্গতা বুনে
কে কার অপেক্ষায় মেঘ জমায়
চোখ জুড়ে একাকীত্ব নামায়?

ভীষণ আত্মভোলা পথের বাঁকে
ছায়ার আড়ালে রোদ ঢেকে
চুপ করে সয়ে অবহেলা
কে বানালো হাওয়ার জানালা?

বিনম্র র্নিজনতায় উদ্বাস্তু মৃতফুল
ঝরে...

মন্তব্য৩৪ টি রেটিং+৯

কবিতা লিখবোই লিখবো।

০৩ রা মার্চ, ২০১৭ দুপুর ২:২২

ভোরসকালে বসে ছিলাম। কবিতা লিখবো ভেবে। ভোরবেলা কবিতা ভালো হয়। আবার রাতের বেলাও কবিতায় বাণ আসে। কে বলেছিলো তা মনে নেই। তাই রাতভোর জেগে থাকার সিদ্ধান্ত নিই। একবার ভাবি কবিতা...

মন্তব্য১৫ টি রেটিং+৩

লিরিকঃ রোদের মিছিল

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৩:৪৩



-
-
-
-
-

বুকের ভেতর মিছিল বাজে
দুচোখে মিছিল ছোটে
আমার স্বত্ত্বা মিছিল খুঁজে
মিছিলের ভীড়ে হাঁটে

তুমি কোন রোদের মিছিলে
নিরবে চলে গেলে
কিছু না বলে

সন্যাসের এই জীবনে হয়নি
শেষের কবিতা লেখা
জীবনানন্দের অবাস্তব আঁধারে
জ্বলেছে বেদনার শিখা

অতীতের কষ্টরেখায়...

মন্তব্য৬ টি রেটিং+১

ফেসবুক অণুকাব্য

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১১:৩৩



-
-
-

তোমার শরীরে এতো আলো
কার বুকে আগুন জ্বালো?
তোমার চুলের এতো ঘ্রাণ
কে মাতোয়ারা ওষ্ঠাগত প্রাণ?

***

পোড়া চোখ যদি সমুদ্রেই গেলো
তবে ভোর কেন এলো
চোখভরা লাল আলো
কার চুমুতে জাগবে বলো...

***

তবুও প্রতিদিন ভোর আসে
কি আশায়...

মন্তব্য১৮ টি রেটিং+৪

আমি কি ছিলাম না তোমার কোনদিন

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ৯:৪৬



-
-
-
-
-
-


শহর জুড়ে মেঘ বৃষ্টি হঠাৎ
পাখিরা ভিজে যায়,
বেদনার স্মৃতিরা জমজমাট
বুকে বিষণ্ণতা জমায়।

ভর দুপুরে রোদ নেই
ভিজে চুপচুপ পাখির চোখ,
ভেবেছি তুমি আসবেই
ভায়োলিনে ভুলবে শোক।

শেষ বিকেলে বোহেমিয়ান মন
কোলাহলের সঙ্গে বাহাস,
তুমি আমার কবেকার কোনজন
এই...

মন্তব্য৫৮ টি রেটিং+১১

অনির্ধারিত সন্ধ্যালাপ

০৮ ই অক্টোবর, ২০১৬ সকাল ৭:৪৭


-
-
-
-
-
-
-

মধ্যবিত্তের ছিরিছাদহীন মোহগ্রস্থ জীবন আসলে ভুলজোনাকের হাঙ্গামা
মারমুখো এপ্রিলে তারা বোবা সুন্দরী খোঁজে ফিসফাস বেদিশায়,
লম্বা ফর্দ্দ থেকে রেটিং করে বাদ দেয় সঙ্গমের পুরাণ পুঁথি।

কিছু নির্ধারিত দেয়াললিখন বাদে সবগুলোতে হাহাকার করে...

মন্তব্য২৬ টি রেটিং+৮

দুচোখে ঘুম নিয়েও কাঁদি

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৫০


-
-
-
-
-
-
-

ফ্যাকাসে ভোরে বিষমাখা বিষাদ অস্তিত্বে আসে
বিস্মৃত একলা পথ,
ঝরা পাতায় বেজে ওঠে হিম শুন্যতার গান
নৈঃশব্দের ভীষণ আত্মবিশ্বাস
ঢেউ তোলে হাতের কাছের তুচ্ছ মায়ায়।

ঘুলঘুলিতে আটকে থাকা রোদ
উপেক্ষা করে দম...

মন্তব্য২০ টি রেটিং+৫

স্যাডিস্ট করিডোর

০৬ ই মে, ২০১৬ বিকাল ৩:৩৯


-
-
-
-
-
-
-
-

আর কখনও দেখিনি
দুঃস্বপ্নের ক্যাম্পে শীর্ণবালিকার ফ্যালফ্যাল চাহনী
ভীরু পদক্ষেপ দৃশ্যে জন্ম নেয়া
কয়েকটি কালশিটে পোস্টার,
দ্বিধাগ্রস্থ প্যাকেটের পার্শ্বেলে
অপমানের শ্লেষ মেশানো সাইকো ভাবনা।

স্যাডিস্ট স্বদেশের স্বপ্নে চুনকাম করা হলে
অবিশ্বস্ত করিডোরে...

মন্তব্য৩৬ টি রেটিং+১৩

অণুগল্পঃ আইসোলেটেড লাভ পার্ট টু | সতর্কীকরণঃ মদ খাওয়া ভালুনা!

২৬ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৫





বলতে গেলে অসম্ভব একটা কাজ। কীভাবে! কিছুতেই কিছু মাথায় আসছে না সোহানের। দুইয়ে দুইয়ে চার অবশ্যই হয়, কিন্তু সোহানের সামনে এই অংক মেলানো মোটামুটি অসম্ভব।

প্যাচ লাগিয়েছে আসলে শবনম। ভালো...

মন্তব্য২৮ টি রেটিং+৭

অণুগল্পঃ সাইকোডেলিক স্বপ্ন

২১ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:০৫



-
-

১.

অনেকক্ষণ ধরেই ভাবছি। কিভাবে কি করবো, তাও আবার একা? ইন্টারনেট ঘাটাঘাটি করে নিয়মাবলী সংগ্রহ করা হয়েছে, তারপরেও একটা দ্বিধা থেকে যায়।

সবটুকু দ্বিধা ঠেলে উঠে পড়লাম, এগিয়ে গেলাম অন্ধকার ঘরটার দিকে।...

মন্তব্য৬৬ টি রেটিং+১৩

নতুন দেখা দুইটা ভালোলাগা মুভি এবং দুইটা বিরক্তিকর মুভি

১৩ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২৯





এই ধরণের মুভিগুলো দেখতে বেশ ভালো লাগে। মাঝে মাঝে কিছু ফ্ল্যাশব্যাক আর বর্তমান এই দুই মিলিয়ে এগিয়ে যাওয়া গল্প। মনে হয় যেন আমি কোন গল্পের বই...

মন্তব্য৪৬ টি রেটিং+১১

অণুগল্পঃ তুমি বৃষ্টি হয়ে ঝরে যাও

১১ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০২


-
-

কোচিং শেষ করে নীলিমা এলো। আমি বাইরে ততক্ষণে বৃষ্টিতে কাকভেজা হয়ে গেছি। মেজাজটা খিটখিটে হয়ে আছে। চাচ্ছিলাম নীলিমাকে সেটা বোঝাবো। কি মনে করে লুকিয়ে ফেললাম। নীলিমা এসে জিজ্ঞেস করলো,
-...

মন্তব্য৮৯ টি রেটিং+১৩

>> ›

full version

©somewhere in net ltd.