নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাথাপিছু আয়টা ধরা দে ভাইটা
হিসাবটা করো রোজ ডলারে
ধনীদের জাত বেড়ে গরীবের ভাত মেরে
হিস্যার জবাবে মারো টান কলারে।
থতোমতো খেয়ে শেষে খেকখেক মৃদু কেশে
মেনে নিই হিসাবে ভুল নেই
ভরা পেটের ভান করে...
মাথাপিছু আয়টা ধরা দে ভাইটা
হিসাবটা করো রোজ ডলারে
ধনীদের জাত বেড়ে গরীবের ভাত মেরে
হিস্যার জবাবে মারো টান কলারে।
থতোমতো খেয়ে শেষে খেকখেক মৃদু কেশে
মেনে নিই হিসাবে ভুল নেই
ভরা পেটের ভান করে...
তোমরা যখন মিথ্যে বল আমরা কিন্তু বুঝি
ভয়ে কিন্তু মুখ খুলিনা চুপসে থাকি রোজই
উন্নয়নের ঠেলা
চলছে তিন বেলা
সময় হলে থাকবেনা আর রুটির ভাজে সুজি।
তখন কিন্তু টের পাবে বাঁশের...
ই ভি এমে মন আছে টাকা নাই কেনার
পদমাথা ডুবে আছে দায় আর দেনার
চিনে দেয় লোন
ইউএস কয় শোন
পাছার এমন হাল হবে উপায় নাই চেনার।
লেখা আছে বিষপান টানে তবু পোলাপান
ক্যানসার হবে জানে বুড়োরাও মারে টান
আগুণে দিয়ে ঝাপ
সুখটান মারে বাপ
পতঙ্গের সাধ জাগে দুটো দিন বাঁচিতাম।
চাল ভেঙ্গে পইড়া গেছে কাউয়া
হইলনা আর লাল মরিচ খাওয়া
শুকনা মরিচ চালে
কড়া রোদের লালে
ঝালে পুড়ে অঙ্গার হইল সাওয়া।
আয়রে আমার রাশিয়া
যাবার আগে ফাসিয়া
নায়ে চড়ে ভাসিয়া
কাটাই সময় হাসিয়া।
দেইখা যা আমেরিকা
ভাবনায় তোর, আমি একা
পদেপদে খাবো ঠেকা
খাইয়া যা ভ্যাবাছেকা।
রাগ করোনা ভারত জান
লাটাই সুতো খাচ্ছে টান
ত্রিভূজ প্রেমের খতিয়ান
টানতে টানতে যাচ্ছে প্রাণ।
কুত্তা কিনুম একখান
না থাক কিনুমনা, ধইরা লইয়া আনুম রাস্তা থেইকা
আইনা পাছায় লাইথামু
আর কমু ভোট কী দিনে চাস নাকি রাইতে?
কুত্তার ভাষা একটাই " ঘেউ ঘেউ ঘেউ"
তার মানে "দিনে চাইনা, রাইতে...
পেন্সিল আর কাগজ নিয়ে এসো
অংক শেখাবো আজ
বৃষ্টি হবে চমকাবে বিজলি, এখন
অংক শেখানোই কাজ।
দুইয়ে দুইয়ে ছয় লেখো
তিনে তিনে নয়
এই সরকারের আমলে, অংক
শুদ্ধ হবার নয়।
শেয়ারবাজার, ব্যাংক ফাঁকা
রেমিটেন্সও নাই
অংক শেখা শেষ হলো
টা...
কাঠালের বার্গার দিনে খান চারবার
সেরে যাবে গায়ে যতো রোগ আছে
থেমে যাবে বকবক তেড়া ঘাড় খাড়া রগ
চেটাং চেটাং কথা বলে আর নাচে।
কাঠালের বার্গার খেতে হবে বারবার
পোড়া ভাজা বিচি আর রেধে খান...
মানুষ হওয়া নয়তো সহজ ভাবছো মানুষ নিজেকে
শরীর গড়ন মানুষ সবাই আসল মানুষ বিবেকে।
নিজকে আপন করে শুধু নিজকে নিয়েই থাকে যে
মানুষ নামের জড় বস্তু নয়তো কোন কাজের সে।
চোরও মানুষ ডাকাতও...
বিশ্বকাপে চা খায়না খায় চুমু মাথাতে
বিশ্বটা চায় তাকে নিজনিজ ছাতাতে।
বলটা পায়েপায়ে মাঠেমাঠে খেলাতে
বছর চার হলে পার জমে উঠে মেলাতে।
দেশেদেশে মহাদেশে মিলে এক কাতারে
ফুটবলে এক হয়ে ধরে বসে ছাতারে।
খেলাটা খেলে যেমন...
আজ শনিবার, সোম করে দে
কাল মঙ্গলবার গুম করে দে
পাওয়ার যখন টাওয়ারে
নাইতো কিছু চাওয়ারে
ক্যামরার লেন্স জুম করে দে।
থাকলে সাহস ধুম করে দে
নইলে ভয়ে ঘুম ছেড়ে দে
দেয়ালে পিঠ
ঠেখালে ইট
নিশানা পাছায়...
১.
তোগো লাগি ভোট দেই তোরা দিতে চাসনা
মার্কা ভাসে পানিতে হেইডা কেন খাসনা
কাইট্টা দিলে জান
খাবি তোরা ধান
লাশবাহি ট্রাক চড়ে হাস যায়, ঘাস না।
২.
সব খোলা শেষ হলে মুখ খুলে আছিয়া
জুতো জামা খুলেছিল...
(১)
সরকার কয় ইসলামি ব্যাংক খুব ভালা
জামাত কয় ভরসা রাখেন কাকু, খালা
বাঘে মহিসে এক ঘাটে
কেন মিশে জল ঘাটে
মশকারির আর জায়গা পাওনা ধ্যুর শালা।
(২)
টাকা রাখুন ব্যাংকে কিংবা রাখুন ট্যাংকে
যেখানেই থাকুক দোষ দেবেননা...
©somewhere in net ltd.