নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি স্বাধীন বাংলা মা এর ছেলে। মা আমার বাংলায় কথা বলে। কিন্তু মা আমার আদৌ বর্ণমালা জানে না। তাই তো আমরা বাংলা ভাল ভাবে বলতে, লেখতে পারি না।
পড়ালেখা নেই কাজ নেই। থমকে গিয়েছে জীবন। বয়:সন্ধি শুধু রমণী কল্পনা করছি, ভাবছি...। খেলাধুলা বন্ধ, ভালো লাগতো না কিছুই খালি ভাবতাম। এলাকার একবড় ভাইয়ের দোকানে আড্ডা দিতাম, চা-টা খেতাম,...
অঙ্গভঙ্গি দেখেই মনে হত প্রলুব্ধ
দেখে ভেবে, কল্পনা করে স্তব্ধ!
কী করবো? কী করবো? নিঃশেষ
শেষ হয়েছে মনের, দেহের বেশ!
বুঝে নাই, বুঝে নাই স্বজন-
তখন ছিল সোনালী জ্বলজ্বল যৌবন!
কী করবো কী করবো বুঝিনি
ছিল কেবল...
শূন্য হলো একাধারে একটি সংখ্যা
আমি জানি না এর ব্যাখ্যা!?
যার অর্থ খালি বা ফাঁকা
“এক“ হলো নিঃসন্দেহ অদ্বিতীয়, একা।
১ সংখ্যা থেকে শুরু দুই-
৩ চার ৫, পড় বই...
যুবক-যুবতী হয়েছে প্রথম সৃষ্টি
জন্ম নবজাতক, কোমল...
জানি না, তুমি জানো সব
আমার তন্দ্রা; তোমার নাই রব।
সম্পত্তি নাই; যা দেখি সমস্ত-
তোমার একমাত্র কর্তৃত্ব এবং রাজত্ব।
নিদ্রা যাই, তুমি যাওয়া না
খেয়াল করা হয়নি, কতকিছু অজানা...
মন আর দেহ হলে সুন্দর-
হয় নিখুঁত;...
আদৌ প্রচুর ঘটনা আমার “প্রথম”
ভয়ে আছি কখন যাবে দম!
একই বয়সের যাদের নিত্য, অবিজ্ঞতা-
অতৃপ্ত; আমার স্বপ্ন, কল্পনায় তৃপ্ত!
বেশিভাগ জিনিসই ভোগ, স্পর্শ আশ্চর্য
নাই নাই নাই আমার প্রাচুর্য!
তাইতো আমি পিছিয়ে আছি অনেক;
চেষ্টা...
ইচ্ছে হয় গুজে দেই চুলে-
ফুল!
পেয়ে যেন উঠে হৃদয় দুলে!
ইচ্ছে হই আনন্দিত, মসৃণ স্পর্শে
সুখ আসুক, নতুন নতুন বর্ষে!
ইচ্ছে হয় দেখে তার চেহারা
হোক চোখের শীতলতা, প্রীতি সেরা।
ইচ্ছে ধরি হাত, হাটি একসঙ্গে
প্রফুল্ল চিত্ত...
বলি তো বাংলায়
এ ভাষা ভাবায়!
শুনি তো বাংলা
বুঝি তো বাংলা।
বাংলায় তো পড়ি
বাংলায় তো গড়ি।
বাংলায় তো লেখি
বাংলায় স্বপ্ন রাখি।
বাঙালি খুব বেশ
দেখি তো বাংলাদেশ।
উচ্চারিত মুখে বাংলা বর্ণমালা
এদেশের বাতাস আমার পহেলা।
রঙে রঙিন ফুল, ফল,...
২০০১ সাল লেখাপড়া বন্ধ। খেলাধুলায় প্রতিদিন চলে যেত। খুব খুশী পড়ালেখা নাই কী মজা। হেসে খেলে, দুষ্টুমিতে কেটে যেত দিন। খতনা বা মুসলমানি করা হয় তখন বয়স হবে ১৩...
আমার আছে অভাব, জ্ঞানের অভাব
তাই দেখাতে পারিনা সঠিক ভাব!
হয়নি তোমার সাথে একটুও ভাবসাব
মিলল না হৃদয়-হৃদয়ে সুভাব!
কবে যে হবে খাপে খাপ
আর কত করবো কুচিন্তা-পাপ!
মনে এসেছ , এখন পাশে আসো
তোমার মত করেই...
আমার বুঝে আসে না যুদ্ধে
নারী পেলে রণক্ষেত্রে বা ফাঁদে
সৈনিকরা কেন করে অকারণে ধর্ষণ
যেখানে লড়তে হয়, জীবন-মরন!
ধর্ষণ করা কি সামরিক প্রশিক্ষণ-
কৌশল!? যাদের হাতে দেশের স্বপন।
যদি তা-হয় ভেঙ্গে করো চুরমার
এরকম যোদ্ধা,...
আমার আছে চমৎকার তীব্র আগ্রহ
কল্পনায় ঘুরি সব, গ্রহ-উপগ্রহ...
হতে পারে দেহ, হারাই কখন
আকাশ-পাতাল, মন চায় যখন!
সাগর-নদী, পাহাড়-মরুভূমি সবই
খালি খালি, নেই শুধু তুমি!
আমার দেখতে সুন্দর লাগে সবুজ
এই বয়সেও কেমন যেন অবুঝ!?
একলা...
তুমি কি আমায় পছন্দ কর? তুমি কি আমায় ভালবাসো? তুমি কি আমায় ভাবো? কোনো উত্তর নাই। কারণ আমি আজও জানতে পারি নাই কে আমাকে পছন্দ করে, কে আমাকে ভালবাসে, কে...
এ আমি নই! আমি আরো ভালো....
আমার আছে প্রচুর, অনেক আলো.!
তবুও সন্তুষ্ট নই, আরো চাই
হয় না, হয় না, বাচাই...
জমাই সম্পত্তি, চিত্তে আনন্দ পাই
চাকচিক্য জাকালো বেশভূষা, যা চাই!
উচু-নিচু আছে পার্থক্য,...
ফসল কেটে নিয়েছে পড়ে আছে নাড়া
সফল কৃষক। কে যেন দিচ্ছে তাড়া।
জয়ী আমরা হই, হারিও মাঝে মাঝে
কত রূপের মানুষ, কত বহু সাজে।
খোলা মাঠ আবার হবে ধান-শস্য চাষ
এর আশেপাশে আমরা...
আমাকে কে যেন বেঁধে রেখেছে
ছাড়ে না, পথের ভিখারি করেছে!
কতবার চেয়েছি থাকবো না কাছে
তবুও চেষ্টায় রাখতে পাশে মিছে।
আমার কোনো লাভ হলো না
তাদেরও কোনো লাভ হলো না!
লাভবান হলো বলো কে-যে?
ফুঁপিয়ে কাঁদি নীরবে...
©somewhere in net ltd.