![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেকর্ড ভেঙ্গে রেকর্ড গড়ার দারুণ সখ। কিনতু এমন সখ পূরণ করা দারুণ কঠিন। অবশেষে সে কঠিন কাজটাই করে ফেল্লাম। সর্বাধীক সনেট রচনার সাতশত বছরের পূরনো রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়লাম। এখন বিশ্বের সর্বাধীক সনেট রচয়িতা হাজার সনেটের কবি, ফরিদ আহমদ চৌধুরী।
আল-বাইছ সকল সৃষ্টির পরম
পুনুরুজ্জীবনকারী। তাদের মৃত্যুর
পরেতে আবার বেজে জীবনের সুর
ঘটবে পুনুরুত্থান; সে এক বিস্ময়।
পাপীদের দূরবস্থা তখন চরম,
হবে বড় ভীতিকর। দুঃখের প্রহর
শুরুহবে, কষ্টকর বিষের কহর
সম হবে যেন সবে তখন সময়।
তারাতো বুঝেছে...
আল-মুজীবু সবার উদ্ধারে বিপদ
পরম সাড়া প্রদান করেন ডাকেতে।
সে জন্য বিফলে গিয়ে কখনো ডাকাতে
নিরাপদে ঘরে ফিরে বহু অসহায়।
জীবন সবার এক অতুল্য সম্পদ
সেটাই হারাতে গেলে শত্রুদের হাতে
অথবা পড়লে কষ্টে নিশিথের রাতে
তখন বাঁচায়...
আর-রাকীব পরম তত্ত্বাবধায়ক,
তীক্ষ্মপর্যবেক্ষক এ মহাজগতের
প্রতিটি সৃষ্টির সর্ব দিক বলয়ের
সুচারু সুন্দর রূপে পালনে সকল।
এ মহামহিম এক শান্তি প্রবাহক
অশান্তির নিবারনে।সুস্নিগ্ধ মতের
চেতনায় আছে তাঁর সর্ব মঙ্গলের
চিন্তা যা প্রবাহমান থাকে অবিরল।
তত্ত্বাবধায়নে থেকে সকল সময়
বিধাতা...
আল-কারীম পরম অনুগ্রহদাতা,
মহাসম্মানিত প্রভু।মমতায় যাঁর
জীবের জীবন ধন্য।আশ্রয় সবার
গড়েছেন সে মহান শান্তিময় করে।
একাই পারেন সব মহান বিধাতা
নেই তাঁর কোন কিছু অপারগতার
ব্যবস্থা করেন তিনি সবার বাঁচার
পরিপূর্ণ স্নেহ তাঁর সবার উপরে।
আল-কারীমের চির দয়া...
মাযহাব ছিলনা, কারণ দরকার ছিলনা। মাযহাব হয়েছে, কারণ দরকার হয়েছে। লোকেরা অপারগ হয়ে মাযহাব মেনেছে। কারণ হাদিস বহু রকম হয়েগেছে। হাদিস বহু রকম হওয়ার কারণ চলমান ও মানসুখ হাদিস মিশেগেছে।আসল...
মহানবির (সা.) উম্মতের যে বাহাত্তর কাতার জাহান্নামী তার মধ্যে হানাফী শাফেঈ হাম্বলী মালেকী আহলে হাদিস শীয়া ও ইবাদী এর কোন দল সামিল আছে কি? এদের কোন দল জাহান্নামী বাহাত্তর কাতারভুক্ত...
আল-হাসীব হিসেবে নিখুঁত মানের
মহাহিসাবরক্ষক।যাঁর মন চায়
সকলেই সুবিচার যেন পেয়ে যায়
দুনিয়া ও আখেরাতে পরিপূর্ণ রূপে।
হিসাব গ্রহণকারী সে মহামান্যের
জমা আছে সব কিছু হিসাব খাতায়
সেথায় অক্ষম সব অন্যথা করায়
পাপীদের ঠাঁই হবে জাহান্নাম কূপে।
ফাঁকি-ঝুঁকি...
আল-মুকীত পরম জীবন সম্বল
দাতা দয়াময় প্রভু।অবারিত তাঁর
বাঁচার উপকরন। যেথা লাগে যার
যতকিছু সব আছে প্রয়োজন মত।
পানিতে রয়েছে মাছ গাছে গাছে ফল
পশু-পাখি ও ফসল আছে বে-শুমার
যেথায় যেমন লাগে সুখেতে সবার
রয়েছে তা’ অফুরন্ত...
আল-হাফীজ পরম রক্ষাকারী সব
সৃষ্টিদলে, হেফাজতে তারা থাকে তাঁর
করুণার ছায়া তলে।গুণেতে অপার
মহাসংরক্ষণকারী মুখস্তবিদ্যায়।
পরম স্মরণ শক্তি বলে অনুভব
করে অতীতের সব। হারায় না তাঁর
অনুপম সুরক্ষিত স্মৃতির ভান্ডার
মহাশক্তিমান তিনি জগৎ রক্ষায়।
ইয়া হাফিজু ডাকায়...
আল-.কাবীর সাকুল্যে বিরাট বিশাল
অসীম গুণে ও মানে, বড় অনিবার
যার সব দিক জুড়ে আছে ক্ষমতা সঞ্চার,
হেরফের নেই তাঁর কোন শৃঙ্খলায়।
চিরকাল জুড়ে উড়ে ক্ষমতার পাল
কেউ নেই কোন ক্ষেত্রে সমতুল্য তাঁর,
তাঁর কাজ...
রহমান লতিফ ‘ল’ সুভদ্র সম্রাট
কবিতার মসনদে।বিদ্রোহীরা আসে
লুকিয়ে কবিতা শুনে মিটি মিটি হাসে
অতঃপর জাঁহাপনা বলে চলে যায়।
ছোট ছোট কবিতার ভাবটা বিরাট
দেখে যেন মনে হয় রসে টসটসে
কবিতার পাকাফল পড়ে খসে খসে
ভেসে...
আল-আ’লী সকলের উপর ওয়ালা
অধিষ্ঠিত সর্ব উচ্চে, আর সব তাঁর
দান থেকে প্রাপ্ত হয়ে জীবন সম্ভার
চিরকাল থাকে তাঁর মুখাপেক্ষি হয়ে।
আল-আ’লীর দয়ায় জীবন উজ্বালা
হয় সব প্রাণীদের।সর্ব সাধনার
তিনি এক সুমহান, সুখে বাঁচবার
জন্যে সবে...
আশ-শাকূর পরম কৃতজ্ঞ নিজের
আনুগত্যে। গুণগ্রাহী মহান আত্মায়
যদিও থাকেন তিনি মিশে মৌনতায়
তথাপি অদৃশ্যে থেকে সকল দেখেন।
তাঁর কাজ সব হয় যথা নিয়মের
মাঝে থেকে।সে সকল দেখে মুগ্ধতায়
বুঝা যায় কতখানি দায়িত্বের দায়
পালনে সকলে তিনি...
©somewhere in net ltd.