নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন দেখি,একটা আলো ঘুম ভাঙাবে বলে...

ফাহমিদা আফরোজ নিপু

যদি আরেকবার জন্মানোর সুযোগ পাই,তবে নীল পাখি হয়ে জন্মাবো,আবার এই মাটির বুকেই!

সকল পোস্টঃ

বেঁচে থাকার অ-আ

২৩ শে অক্টোবর, ২০১৬ ভোর ৪:১৫

একা বাঁচতে শেখাটা খুব দরকার
কিন্তু,
মাঝ রাত্তিরের দুঃস্বপ্নে,
চোখের পাড়ে জলটা মুছে দিতে
কাউকে তো লাগবেই!
একা বাঁচতে শেখাটা খুব দরকার
কিন্তু,
মাইগ্রেইনের অত্যাচার থেকে মুক্তি পেতে,
কপালে একটা
কোমল হাতের স্পর্শ তো লাগবেই!
একা বাঁচতে শেখাটা...

মন্তব্য৯ টি রেটিং+৪

কেজি দুয়েক আবদার

১৬ ই অক্টোবর, ২০১৬ রাত ১১:১০

আমার কাছে কেজি দুয়েক
মন খারাপের গল্প আছে।
ঠোঙায় পুরে কান্না দেবো।
নেবে?
ও! নেবে না?

আমার কাছে কেজি দুয়েক
স্বপ্ন ভাঙার গল্প আছে।
মেঘবালিশে দুঃখ দেবো।
নেবে?
কেন নেবে না?

আমার কাছে কেজি দুয়েক
কষ্টমাখা আদর আছে।
বাতাসের...

মন্তব্য১০ টি রেটিং+২

বাক্সবন্দী বিলাসীতা

০১ লা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:২০

ভায়োলিনের সূরে চাপা পড়ে যাওয়া
দীর্ঘশ্বাসের চিৎকারের শৎকারে,
অতি ক্ষুদ্র কিছু দ্বিধারাও
দানা বেঁধে দ্বন্দ্বের আলয় তৈরীতে
উদ্দমী হয়ে ওঠে ।
আজন্ম বিশ্বাসীরা হয়ে ওঠে
সবচেয়ে ঘৃন্য পাপী,
যাদের হৃদপিন্ড গুবরে পোকারা
খুবলে খুবলে খাচ্ছে!
অতীতের...

মন্তব্য৬ টি রেটিং+১

ধ্রুবতারা

২৭ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:০৪

ওই যে আকাশের ধ্রুবতারাটা!
আমায় পেড়ে দেবে?
বলতেই সে বললো,
"তবে আর মানুষেরা
পথ চলবে কি করে শুনি?"
"জানিনে আমি অতসব!
আমায় পেড়ে দাও!"
আমার ছেলে মানুষী বায়না শুনে,
সে ভীষণ হেসেছিলো সেদিন সাঁঝে।
বাগানে হাঁটছিলাম দুজন।
পাশের...

মন্তব্য১৩ টি রেটিং+৫

দূরবীণ

২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৫০

বহুদিন পর ব্লগে লিখতে বসেছি। এতদিন শুধু শুনেছি, দেখেছি আর বুঝেছি। মনটা বিষিয়ে আছে। খুব ভালো করেই জানি এবং বুঝতে পারছি, কাঁচের আড়ালে আবদ্ধ এই শব্দগুলোর কম্পাংক এবং আলোক...

মন্তব্য৪ টি রেটিং+২

ঋতুর অতিথি

২৮ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৩৩

অগোছালো বিছানায়
ছড়িয়ে আছে
"তুমিফুল" এর সুবাসিত মোহ।
পারিজাত পারী ছাড়িয়ে,
ধূলোমাখা গলি এড়িয়ে
তুমি পৌঁছেছো বহুদূর,
কষ্টমাখা অষ্টপ্রহরের
নষ্ট জীবন তুচ্ছ করে।
তুমি ফুল।
বসন্তে বাড়ো।
মৌমাছি আসবেই, একটি নয়;
বরং ঝাঁকে ঝাঁকে,
প্রতিটি শিরার ফাঁকে।
কিন্তু শীতকাল কি আর...

মন্তব্য১৬ টি রেটিং+৩

তুমি আমার মাত্র একটি ভুল

২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ১২:৫৪

একতারাটির একটি তার,
হ্যালোজেন বাতির বাঁকানো দু চোখ,
কাঁচের চুড়ির চাঞ্চল্যতা,
কৃষ্ণকলির কৃষ্ণচূড়া ফুল,
সবই নির্ভুল।
তুমি আমার মাত্র একটি ভুল।

বাক্সে বন্দি বাক্সমানব,
মেঘভর্তি চোখ ঝাপসা,
মস্তিষ্কে জমা হতাশা,
কানের কাছে সরে আসা
তরুণীর কালো চুল ,
সবই...

মন্তব্য১৯ টি রেটিং+৫

সূর্যমায়ায় তোমার ছায়া

১৫ ই জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৬

সদ্য জন্মানো লাল টুকটুকে সূর্যটা,
কেমন যেন তোমার মত!
কাঁদছে তারস্বরে,
আমি দূর থেকে ইশারায় হাত বোলাতেই
যেন ফিক করে হেসে ফেলে
চারদিকে কিরণ ছড়িয়ে দিলো!
তুমি না হলে কে তা?

দুপুরে মাথার উপর গনগনে সূর্যটা,
তোমার অগ্নিমূর্তি...

মন্তব্য১৪ টি রেটিং+৩

শর্ত

০১ লা জানুয়ারি, ২০১৬ সকাল ৭:৫৯

আমি আবার ভালো বাসতাম,
যদি মেঘের কাছে
একলা একা বৃষ্টিটা ফিরে যেতো!
আমি আবার ভালো বাসতাম,
যদি অট্টালিকায় জমে থাকা
ইটের কণায় প্রাণ থাকতো!
আমি আবার ভালো বাসতাম,
যদি অভিমানী বোবা বাতাস
কথা বলতে পারতো!
আমি আবার...

মন্তব্য১২ টি রেটিং+৩

এক টুকরো কাপড়

২৪ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৮

দুটো রঙের এক টুকরো কাপড়,
তোমার গায়ে জড়িয়ে দিলাম।
কী মায়াবী লাগছে তোমায়!
তুমি রাণী হয়ে আছো।
তুমি বাঁ পাজরের নিচে থাকো,
বাহিরেও না, ভেতরেও না,
গহীন মাঝে আঁটো।
তোমার অনেকগুলো চোখে,
তুমি মায়া আঁটিয়ে রাখো,
কষ্ট পেলে,
বুক ভাসিয়ে...

মন্তব্য১৬ টি রেটিং+২

মুখোশ চাপা অংক

২২ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৩৮

গেরুয়া হাসির আড়ালে,
নীল কষ্টের মিছিল।
ভাঁজ করা রুমালের কোণায়
বোধ হয় নীল কষ্টের লাল নাম ছিলো!
ফেলে দিয়েছি।

চোখ দুটোর নিচে চাপা পড়েছে,
পরমাণু আকৃতির অসংখ্য ছোটো গল্প।
কথক - আমি,
শ্রোতা আয়নায় দাঁড়িয়ে ঠাঁয়!
আর কাকে...

মন্তব্য৬ টি রেটিং+৩

শেষ দৃশ্য

২২ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:২৭

শুরুতে তুমি আমার খোঁপায়
শিউলি সাজিয়ে বলেছিলে,
"তোর মেঠোপথের সিঁথিতে,
শিমুল রঙা সিঁদুরকে পথিক সাজিয়ে
আমার অনামিকায় চড়িয়ে ভ্রমণে পাঠাবো।
ঢুকতে দিবি তো আমার অনামিকাকে?"
আমি স্বলজ্জে মাথায় আঁচল টেনে
তোমায় প্রণাম করতে ব্রত হলাম।
তুমি থামিয়ে...

মন্তব্য১৮ টি রেটিং+৫

শামুকের দর্শন

০২ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪০

প্রকৃতির কঠিন আবরণে আবৃত আমি।
এক টুকরো কঠিনের মাঝে বদ্ধ,
আটকে থাকা নরমের চেয়েও নরম আমি।

খোলসের ভেতরেই আমার বসবাস।
মাঝেসাঁঝে মাথাটা বের করে
উল্টো হয়ে খোলসটি দেখার চেষ্টা করি!

দেখি,...

মন্তব্য১৬ টি রেটিং+৫

সামনে একক, পেছনে সহস্র

৩১ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:৩৪

দশম শ্রেণীতে থাকাকালীন অবস্থায় বাংলা প্রথম পত্র বইয়ে জাতীয় কবি কাজী নজরুলের "দুরন্ত পথিক" নামে একটি প্রবন্ধগল্প পড়েছিলাম। তার মূল বক্তব্য ছিলো এমন, যতই দুরন্ত পথিক সামনে এগোতে চাইবে, কন্টকাকীর্ণ...

মন্তব্য৮ টি রেটিং+৩

"ব্যতিক্রম" এর খোঁজে

৩০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:২৬

অনেক নারীবাদী পুরুষের ক্ষেত্রেই দেখা যায়, তারা নিজের স্ত্রীকে বহিরাগত কর্মসংস্থানে পাঠানোর চাইতে অন্তর্গত চারকোনাকৃতির রান্নাঘরে আবদ্ধ করে রাখতে বেশি উৎসাহী। তারা বলেন ঠিকই-"রান্নাবান্না এখন শুধুমাত্র মেয়েদের জন্য না,ছেলেরা এতে...

মন্তব্য১৫ টি রেটিং+৩

full version

©somewhere in net ltd.