![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সে একজন
(হুমায়ুন কবির)
চারিদিকে অসহ্য গুমোট ভ্যাপসা গরম। আকাশে মেঘের ছিটেফোঁটা নেই। গরমে শরীরের প্রতিটা অংশ জ্বলে যাচ্ছে। সারাদিনে পচা গমের তৈরি কনডেন্সড মিল্ক দিয়ে বানানো তিন কাপ চা...
চাচী
(হুমায়ুন কবির)
অভাবের সংসার। সপ্তাহ বা মাসের বাজার একসাথে করা সম্ভব হয় না। বাড়ির পাশের মাটির রাস্তা দিয়ে মিনিট দশেক হাঁটলে দোকান। রোজই ঘরের নিত্য প্রয়োজনীয় জিনিস; চাল, ডাল,...
অনিশ্চিত
(হুমায়ুন কবির)
এলোমেলোভাবে উদ্ভ্রান্তের মতো হাঁটতে থাকা অতি পরিচিত মানুষটাকে দেখেই মতিন মিয়া চায়ের দোকানের বেঞ্চের উপর অর্ধেক খাওয়া কাপটা রেখে ডাকতে লাগলেন,
ও মাষ্টার, এমন দৌড়াইয়া যাও কই? সমস্যাটা কি?
আনিস...
অনির্দিষ্ট
(হুমায়ুন কবির)
চারজনের ছোট সংসারটা ওদের বেশ ভালই কাটছে- মতি শেখ, সখিনা, বড় মেয়ে বকুল আর দুই বছরের ছোট ছেলে বাদল। কামরাটা অবশ্য বেশ ছোট, কিন্তু ভালবাসার বন্ধনটা খুব শক্ত। মাঝে...
আলোচনা চলবেই
(হুমায়ুন কবির)
ঘুম আসে না-
চোখ দুটোর ক্লান্তি যেন ভয় পেয়ে আর্তনাদ করছে,
ধুলিময় জীবনটাকে কোন একসময় রত্মময় করার কথা ছিল
তা যে আজও হয়ে ওঠেনি।
লজ্জা হয়, বড় লজ্জা হয়
দুঃসহ গ্লানি আঁকড়ে...
অভিশাপের পরাজয়-
(হুমায়ুন কবির)
আমার চক্ষুদ্ব্য় ধিকি ধিকি জ্বালা নিয়ে জ্বলতে থাকে,
ভাবি, তস্করের লোভ নিয়ে সুখের প্রতিজ্ঞায়
আমার একটা সাহস হোক।
চতুর প্রবঞ্চক ধূর্ত মিথ্যার আবরণে ঢাকা- তাতেও চলবে।
হোক তার অহংকারকে কাদিয়ে জব্দ...
দুঃখ বিলাসী
(হুমায়ুন কবির)
অতৃপ্ত মন নিয়ে দুঃখের খেলা
আজীবন দীর্ঘশ্বাস অবিরাম
দুঃখ দুঃখ খেলায় অবসাদহীন প্রতিটি ক্ষণ।
দুঃখে মন কাঁদে-
কলায় কেন ছিলকা থাকে,
আমড়া কেন ছিলতে হয়,
ভিক্ষুক কেন ভিক্ষা মাগে,
গরমে কেন কষ্ট হয়?
দুঃখ জাগে-...
ক্লান্ত পথিক
(হুমায়ুন কবির)
সাধারণত যা হয় না, দূরে কোথাও একাই যেতে হচ্ছে। একেবারেই একা। যাত্রার প্রস্তুতিটা নেহায়েত সাদামাটা। এক চেইন কাটা পুরনো ব্যাগ, ফুলপ্যান্ট, ফুলহাতা শার্ট। গোছানো ছিলাম না কখনোই।...
ভালবাসি
(হুমায়ুন কবির)
আমি ভালবাসি,
প্রচণ্ড ভালবাসি তোমায়-
হৃদয়ের সমস্ত উচ্ছ্বাস নিংড়ানো সুগন্ধি ছড়িয়ে
তোমার সামনে দাঁড়াই,
হ্যাঁ, স্বর্গীয় সুগন্ধি নিয়েই দাঁড়াই।
ইন্দ্রিয়ের সব অনাবিল চাওয়া নিয়ে তোমার কাছে যাই
শুধু তোমার হাতটা ধরতে।
তোমার পেলব কপোল...
অবয়ব
(হুমায়ুন কবির)
ভৌতিক, স্তব্ধ অন্ধকার টুকরো টুকরো করে
বুকের পাঁজরে কাঁপন ধরানো কণ্ঠটি বলে উঠে-
আমি মানুষ চাই, একটা মানুষ এনে দিতে পারবি?
অদ্ভুত মিনতি আমাকে আশ্চর্য করে না,
তরল পরিহাসে মৃদু হাস্য খেলে...
দুর্বলতা-
(হুমায়ূন কবির)
জীবন মানে নরম কার্পেটে মোড়া মসৃণ পথ বেয়ে
নৃত্যের ছন্দে হেঁটে বেড়ানো নয়,
কোথায় পাবে সহজ সরল প্রশস্ত রাজপথ-
নিরঙ্কুশ, নিশ্চিত নিরাপদ?
যেখানে নাচবে, হাসবে, আনন্দে ভাসবে বারবার বারবার বারবার।
চারিদিকে পঙ্কিল...
নির্লিপ্ত
(হুমায়ুন কবির)
মা, আমি এখন অনেক বড় হয়ে গেছি-
যে বড় হওয়াটা তোমার চাওয়া ছিল তা হয়তো পারি নি,
কিন্তু বড় হয়েছি ঠিকই।
হাত, পায়ে গড়পড়তা উচ্চতা নিয়ে দীর্ঘ বছর ধরে বড়...
“আট আনার জীবন চার আনা ঘুমে, দুই আনা প্রেমের ফাঁকি
ও জীবন তো আর দুই আনা বাকি .........”
(বিঃদ্রঃ দুই আনা থেকে এক আনা ট্রাফিক জ্যামের জন্য বরাদ্দ দিয়ে এক আনা...
ভয়ংকর প্রাকৃতিক অনিয়ম
(হুমায়ুন কবির)
অঙ্গ যেখানে মিথ্যা দিয়ে বারো আনাই ঢাকা,
সত্যবাদিতার চার আনার মুখোশটা ঠাট্টা নয় কি?
এ খেলা, আজব খেলা সত্য সত্য, মিথ্যা মিথ্যা,
বিবস্রতা, চতুরতা আর প্রতারণার খেলা-
আচ্ছা, এটাকি...
আছি তোর সমস্ত অস্তিত্ব জুড়ে
(হুমায়ুন কবির)
ইচ্ছে ঘুড়ির বাঁধা সুতোটা
অনিচ্ছার হ্যাঁচকা টানে ছিঁড়ে ফেলি।
লাটাইয়ের বুনট সুতার প্যাঁচে আঁটকে থাকা
বাঁশের ফালিগুলি আছড়ে টুকরো টুকরো করে দেই।
সন্ধ্যার অন্ধকারে শব্ধহীন অগাধ...
©somewhere in net ltd.