![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশের একজন সাধারণ মানুষ। পরের ধনে পোদ্দারি করে জীবিকা নির্বাহ করি। আর সময় পেলে শব্দ নিয়ে খেলি । অন্তরের লালিত বাক্য জননী জন্মভূমি স্বর্গের চেয়েও শ্রেষ্ঠ।
জাতি হিসেবে আমরা অকৃতজ্ঞতার যে নজির স্থাপন করেছি তা ইতিহাসে বিরল। যে মহান নেতা তাঁর সারা জীবনের সকল সময় ব্যয় করলেন বাঙালি জাতির মুক্তির জন্য, যার ধ্যান, জ্ঞান, চিন্তায়,...
(আরবি ভাষার বিখ্যাত কবি, দার্শনিক ও চিত্রশিল্পী কাহলিল জিবরান রচিত শ্রদ্ধেয় কবীর চৌধুরী অনুদিত।)
এবার এক হালচাষী বললো, আমাদেরকে কাজ সম্পর্কে কিছু বলুন। আর তিনি উত্তর দিলেন, বললেন:
তোমরা কাজ করবে...
প্রিয়া বলে মনে উষ্ণতা চাই
বহুদিন চোখে ভালবাসা নাই
চোখের আড়াল হয়ে গেছি বলে
দূরে চলে গেছো মার পলে পলে,
আজ থেকে হব কঠিন মন্দ
যোগাযোগ সব চিরতরে বন্ধ।
আমি বলি একসাথে...
আমার একলা দুপুর বেলা
মনের গহীন কোনে হাজার ভাবনা করে খেলা।
ধরা দেওয়া স্বপ্নগুলোর রঙ যেন সব ফিকে
মনের ঘরে এলোমেলো ছড়িয়ে চতুর্দিকে,
যখন পাইনি কিছু ভেবেছিলাম এই বুঝি সব শেষ,
পেলাম যখন উড়ে...
মন সেতো মানে না মানে না মানে না বারণ
ক্ষণে হাসে ক্ষণে কাঁদে জানে না কি কারণ কি অকারণ।
শুধু ছুটে চলে ছুটে চলে দ্রুত লয়ে জানে না সে কোথা সীমারেখা...
ও রূপালী চাঁদ
তুমি নাইতো আমার চোখের সীমানায়,
কোন অজানা গভীর অভিমানে
আমায় ভাসিয়ে দিলে অকূল দরিয়ায়।
আমার চারিদিকে
শুধু আঁধার ভীষণ কালো,
আমি পাইনা তোমায় পাশে
পাইনা তোমার আলো।
ক্লান্ত দু’চোখ...
ভালবাসা উড়ে গেছে অভাবে বিভবে
স্বপ্ন সব ভেঙে গেছে অভাবে বিভবে,
তবুও খোলে না খোলে না হৃদয়ের চোখ
সে তো অন্ধ সে তো বন্ধ মন্দ স্বভাবে।।
যারা বাহিরে দেখায় ভালো দেখায় আলো
অন্তরালে...
কেনো তোমার কাজল কালো
আঁখির কোনে দুঃখ ভরা,
বলো তোমার মন জমিনে
কোন সাহারার দারুণ খরা।
কোন পাষাণের বিষ-মাখা তীর
বিঁধলো তোমার কোমল বুকে,
কোন বেনামা বুক ভরা লোভ
ভাগ বসালো তোমার সুখে।
কোন বিষাদে থামলো হঠাৎ
মুক্ত-ঝরা মধুর...
রাতের বেলা-
সুন্দরী, তোর চলা ভাল
বলা ভাল, তোর কাজল
আঁকা চোখ দু\'টিতে
ছড়ায় আলো,
তোর প্রতি অঙ্গের
ছন্দ ভাল, নগ্ন বুকের
গন্ধ ভাল, সকল কালো
মন্দ ভালো, এই পেয়ালায়
আরও ঢালো! আরও ঢালো!!
দিনের বেলা-
তোর সবই কালো
দূর হ এখন!...
আমার হারিয়ে যাওয়া চাঁদ
অনেক দিনের শেষে,
এলে আমার আঙ্গিনায়
আমায় ভালবেসে।
ভাঙ্গন লাগা তীরে
জোনাক জ্বলা রাতে,
কত দীর্ঘ সময় ধরে
তোমার প্রতীক্ষাতে।
শরৎ রাতের দ্যুতি
নেইতো চাঁদের মুখে,
কোন অজানা গ্রহণ
লাগলো আমার সুখে।
আমার মনের আকাশে
মেঘের বাড়াবাড়ি,
নিকষ কালো...
কেমন করে এক নিমেষে
এমন করে বদলে গেলি?
কেমন করে আসল ভুলে
নিকষ কালো মুখোশ নিলি?
অনেক উঁচু মাথাটা তোর
থাকবে কি আর শক্ত-সোজা,
নিজের মাথা নিজের কাছে
লাগবে ভীষণ বড় বোঝা।
যে মাথাতে মুকুট পরে
ছিলি সবার মনের...
নেই কলরব স্বপ্নরা সব
ধুলোর সাথে মিশে গেছে
দুর্বিপাকে,
আজ দুচোখ ভরা শুধুই খরা
স্বপ্নবাজের স্বপ্ন গেলে
কি আর থাকে।
নেই কোন জন নেই কোন মন
আজকে পারে রঙ লাগাতে
ফিকে রঙে,
নেই মহাজন বিপুল ধন
জীবন ডালা আজ...
আতংকে আচ্ছন্ন মানুষের মন
বাঁচার জন্য কত আয়োজন!
আমাদের জীবনের যত কিছু দরকার
কারো কাছে কিছু নেই সব দেবে সরকার!
মুনাফালোভীদের সাজ সাজ কলোরব
ক্ষুধা আর মৃত্যুর হবে কত উৎসব!
সারাক্ষণ আশংকায় ডুবে...
দেবে কি বল দেবে কি
এক গ্লাস জল,
কতকাল বল কতকাল
চেয়ে চেয়ে হব বিফল।।
তৃষ্ণায় বুক ফেটে যায়
মন মরু হয়ে যায়
ফোরাতের তীর ফিরে ফিরে আসে
এ মনের আঙ্গিনায়।।
সব কোলাহল যদি থেমে যায়
তখনও কি...
আলো দেখেই করিসনারে
দিন বদলের পরম আশা,
আলোর মাঝেই আসতে পারে
করুণ চরম অমানিশা।
সামনে চলার পথের উপর
আছে কি তোর ফুল বিছানো?
সামনে চলার কথা বলে
এতটা দিন রোজ পেছানো।
সঠিক জেনে যে ঠিকানায়
ঘরের বাহির রাখলিরে পা,
কাছাকাছি...
©somewhere in net ltd.