নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি হারিয়ে ফেলি নিজেকে ফিরে ফিরে পাই এক চিলতে হাসিতে।
ছবি নেট ।
যেই বলেছি ভালোবাসি
অমনি বদলে গেল চারপাশ
সুনসান নীরবতা ভেংগে দিল কিছু পাখি
হাওয়ায় দুলেছে কচি ঘাস।
যেই বলেছি ভালোবাসি
দুখ ভুলেছি বেমালুম
এলো সাহস শক্তি জোর...
ছবি নেট ।
আমি নিজেকে তোমার কাছে পুরোপুরি সঁপে দিয়েছি
বলা চলে
একদম উজাড় করেই দিয়েছি
সে অর্থে তোমার যা ইচ্ছে করার মানুষ
অথবা পুতুল আমায় বলতে পারো।
তুমি ভালো রাখলে...
ছবি নেট ।
ইচ্ছে করে তোমার সনে সমস্তদিন টইটই
রাজধানীর দুষিত বায়ু ছেড়ে
চলে যাই বহুদূর
যেখানে সবুজ ধানের জমি
সুনীল আসমান
ছুটে চলছে নদী
হাঁটছি দুজন পাশাপাশি
আমার গায়ে গোল গলা...
ছবি নেট।
মানুষ দেখেছি
চিনেছি
কাছের দূরের
ভেতর বাহিরের
কাউকে পাইনি যে ছিল হৃদয়ের !
ও নিয়ে আফসোস নেই অত
অবাক হওয়ার মতো ব্যাপার নয় তো।
ডানা ঝাপটিয়ে যে পাখি উড়ে
ওর সনে...
ছবি নেট।
তুমি মানে
শুধুই কি তুমি?
তুমি মানে প্রেম
অতীত বর্তমান ভবিষ্যৎ কাল
রাতভর ফিসফাস
চোখ দুটি লাল।
তুমি মানে
শুধুই কি তুমি?
তুমি মানে
নীল সমুদ্দুর
শরৎ আসমানের...
ছবি নেট ।
ক্ষমা করো প্রভু
ক্ষমা করো
শরম লজ্জা ভুলে
বড্ড প্রেম চেয়ে ফেলেছি
দোষ কি শুধুই একলা আমার?
আমি তো প্রেমিক হতেই এসেছি
আমি তো প্রেমের শব্দ লিখে...
ছবি নেট।
তুমি প্রেম দাও
মরণ ঠেকাও
যেন হুশে না ফিরি
অনেকটা নবী মুসার মতো।
তোমার মুখে, ঠোঁটে, বুকে
আরও নীচে
ভেতরে বাহিরে যতো প্রেম
যা লুকিয়ে রেখেছ বড্ড যতনে
সবটুকু...
ছবি নেট।
মেয়ে তুমি
রান্না থেকে হাসি-কান্না
চুলের খোঁপা
গুনগুন গান
সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড
এমনকি সামলাতে পারো
দশ হাত শাড়ি
পারলে না আমায় সামলাতে
পারলে না আমার প্রেমিকা হতে ।
যে...
ছবি নেট ।
তোমাকে যখনই দেখি নিয়ত ভালো হয়
আবার খারাপও হয়
তোমাকে দেখার সাথে সাথে
মেঘলা আসমান সহ
মৌসুম বদলায় রঙ
চারপাশ ফর্সা
পাখির ডানায় রোদের ঝিলিক
শব্দ কবিতা হয়
শরীর-মন...
ছবি নেট ।
তুমি এক রশ্মি
যার খোঁজে বহু দুর যাতায়াত
কাঁধ খোলা ব্লাউজে আর এসো না তুমি
কষ্ট বেড়ে বেড়ে
গ্রীষ্মের রাত গুলি আরও গরম
আরও দীর্ঘ...
ছবি নেট ।
দিয়াশলাই এর কাঠি যেমন আগুন ধরে রাখতে পারে না
তুমি ঠিক তেমনটি কর
কাঠির মতো আমি পুড়ি
আমার একটুও কষ্ট হয় না।
আসলে,
খুব বেশী কিছু দাবি...
ছবি নেট ।
যে জোছনা ধোঁয়া রাত আমাকে ঘরছাড়া করেছে
মাথার উপরে গোল থালার মত চাঁদ
মনে নানান কবিতার জন্ম দিয়ে চলেছে
বলো,
এমন সময় নিদ্রা কার আসে?
এ সমস্ত...
ছবি নেট।
প্রেমের বিস্তারিত জানতে চাও
তবে এসো কাছে
খুব ভালো করে চোখে রাখ চোখ
এক হয়ে যাক উপোষী চার ঠোঁট।
হ্যাঁ
হ্যাঁ
এমনভাবে চেপে যাও
যেন সুখে দম বন্ধ হয়ে আসে
ছটফটাতে...
ইদানীং চোখ বুজলেই টের পাই তুমি আছ
আয়নার সামনে দাঁড়িয়ে চুলে চিরুনি চালিয়ে
গুন গুন গান করে যাচ্ছ
দুই চোখের কাজল ঠিক করতে ব্যস্ত
চোখ মেললেই নাই
কি যে কষ্ট
এই কি প্রেম ?...
মেয়ে তুই হেসে দেখা আরেকবার
ভিতরে ঝুম বৃষ্টি
কেটে যাক
জমে থাকা সকল আঁধার।
মেয়ে তুই যাসনে দূরে
জানিস না তুই
প্রেমের হাওয়া ভিতর বাহিরে।
একটু থেকে যা
একটু বসে যা...
©somewhere in net ltd.