নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহিত্য, সংস্কৃতি, কবিতা এবং সমসাময়িক সামাজিক বিষয়াদি নিয়ে গঠনমুলক লেখা লেখি ও মুক্ত আলোচনা

ডঃ এম এ আলী

সাধারণ পাঠক ও লেখক

সকল পোস্টঃ

শুধুই এক টুকরা অনুভুতি

১০ ই মে, ২০১৬ ভোর ৬:৩৪


চিকন আঙ্গুলের
জটিল কিছু সংকেত
কুমারিকা লতার ডগার মত ত্বক
এবং মিহিন মাখনের মতো চামড়া ।

সুন্দর চেহারা, একটু হাসি
মৃদুমন্দ বাতাসে ভেসে আসা গড়িমসি
একটু নরম আদর একটু সহজ স্পর্শ
এবং আচম্বিতে
এ লয় ছেড়ে...

মন্তব্য১৭ টি রেটিং+৫

পাগল পাগলীর প্রেম যায় আনন্দধামে

০৮ ই মে, ২০১৬ রাত ৯:৪০


পাগলী তোরে না বলছি
আমারে আর জালাছনি
তুই কেনে বার বার
খোলা দরজার কাঠ ধরে
জানালার কাছে এসে
শিশ দিয়ে যাছ
জানছনা এখন আমি
পিরিতির কবিতা লিখি ।

তুই যদি আবার আসিছ
জানালার...

মন্তব্য১৬ টি রেটিং+৪

তোমার সাগরের জল কেন এত লোনা

০৭ ই মে, ২০১৬ রাত ১১:৫৪


তোমার সাগরের জল কেন এত লোনা
কারণ তুমি যে কত বড় পানশে জাননা
আমায় যতই বলনা কেন সোনা সোনা
ভালবেসে শুধুই খাব লবন মাখা চানা।

সাগর...

মন্তব্য১৬ টি রেটিং+৫

আশ্রয়হীন ও অভুক্তের চুরি অপরাধ নয়

০৭ ই মে, ২০১৬ রাত ৩:৪৬


আশ্রয়হীন ও অভুক্তের চুরি
এটা কি অপরাধ তাদের লাগি
মানবতা বিস্মরি আদালতের রায়
কেবলি কি শুধু আইনের লাগি
ক্ষধার্থের তরে রায় হোক এ যে
ক্ষুধাপিড়ীত কোটি...

মন্তব্য২১ টি রেটিং+২

পাগলটা যাবেনা চলে যদি বল তাই........

০৬ ই মে, ২০১৬ রাত ১২:৫৮


পাগলটা যাবেনা চলে
যদি বলি তোমায় ভালবাসি
তুমিও বলবে তাই
যদি বলি তোমায় মিস করি
তুমিও তাহলে বলবে তাই।

একসাথে মিশি যখন
বলবে চিরসাথী হতে চাই
ভালবাসাটুকু কেমন
জানতে চাইলে
বলবে এর...

মন্তব্য৩০ টি রেটিং+৪

পাগল আমি চলেই যাব

০৫ ই মে, ২০১৬ সকাল ৮:৫৩


কাধে নিয়ে ঝোলা
ছন্দের তালে নাচছিল পাগল
গেয়ে গেয়ে বলছিল ভয় নেই
আমি তো চলেই যাব ।
এরপর যতপার নাচ তুমি
আমাকে ছাড়াই
মোটের পর তুমি তো
বসেই আছ মাথার পর।

তোমাকে ঘিরে
আমার...

মন্তব্য১৬ টি রেটিং+১

চোখেও আর জল নেই যা দিয়ে হৃদয়ের উত্তাপ নিভাতে পারে.....

০৪ ঠা মে, ২০১৬ রাত ১১:১৩


দুর গগণের তারা ভরা এ রাতে
নিকশ কালো রঙএ রাংগীয়ে
এ কাব্যখানি রচিব আজ ধুসর
জীবনের কিছু দু:খ গাথা দিয়ে ।...

মন্তব্য১৪ টি রেটিং+২

ভালবাসার ঋণ শোধ

০৪ ঠা মে, ২০১৬ ভোর ৪:১৫


ভালবাসার ঋণে শৃংখলিত নিশীদিন
চোখ মোদলেই স্মরনে শুধু আসে
শোধের কথাটি মনের পর্দায় ভাসে
অপমান জ্বালায় হই অতি মলিন।

রক্তপিপাসু বসন্ত
নেশার পেয়ালা করেনি উদ্বুদ্ধ,
মাটির গর্ত থেকে শিয়ালের মত...

মন্তব্য১০ টি রেটিং+২

কেন ভালবাসা জানান দিইনি...........

০৩ রা মে, ২০১৬ রাত ১:৩৬


ভালবাসি জানান দিইনি কেননা তুমি যে ছিলে কাটা-গোলাপ
কিংবা ছিলে হদয়ের দিকে তাক করা সুতিহ্ম তীরের ফলা,
তবে আধার কে ভালবাসার মত পছন্দময়ী ছিলে...

মন্তব্য২৫ টি রেটিং+৫

বৈশাখের কাঁচা আমের কান্না.........

২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:১৩


বৈখাশী ঝড়ের দিনে
কুরানো আম হয়ে
মাখামাখি যায় কি ভুলা
একি শুধুই শৈশবের খেলা?

চাছা ঝিনুকের ছুরি দিয়ে
মিহি করে কাটা কুটি
নুনসহ কাঁচা লংকায় ডলে
ঝালভর্তা জীবন যায়...

মন্তব্য১৭ টি রেটিং+২

উঠেনি আকাশে কোন তারা আজ

২৯ শে এপ্রিল, ২০১৬ ভোর ৫:০৫


নিকশকালো আধার রাত উঠেনি আকাশে কোন তারা আজ
বসে আছি উঠানে মাথার পর ঝুলছে সাজনার চিকন শাখ
দখিনের মৃদু মন্দ...

মন্তব্য১৪ টি রেটিং+৫

ফেবুর বন্ধুদের জন্য........

২৮ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:০৩


প্রতিদিন ঘুম থেকে জেগে উঠে ভোরে
নয়ন যখন রাখি ফেবুর পাতা জোরে
রংগীন কত কথা যায় দেখা সেথায়
কিছু চিত্রে আর কিছু তার লেখায়।

কোন কোনটায় লিখা সাগর জলে...

মন্তব্য১৬ টি রেটিং+৩

ভাংগা হৃদয়ে মেঘ বৃষ্টি রোদের কিরণ ........

২৭ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২৮


ভোরে জানালা খুলে দেখি
রবির এক রাশ কিরণ
ফেলছে শিখা বিছানার পর
বুঝিয়ে দিল এসেছে দিবাকর ।

মেঘলা দিনে লুকায়িত আকাশ
শুরুটা কেমন জানি...

মন্তব্য১৪ টি রেটিং+২

মুক্তমনা বনাম মানুষ হন্তক

২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ৩:৪৬


মুক্তমনা হলে ক্ষতি কার
হন্তকের না মুক্ত মনার
পরের হাতে মরলে পরে
মুক্তমনা পায় স্বর্গ দ্বার ।

কারো পাপ পুণ্য বিচারের
ক্ষমতা...

মন্তব্য২২ টি রেটিং+৮

সিরিয় রিফুজী সমস্যা : মানবতা ঠোংগায় ভাসে সাগরের বুকে ।

২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ২:৪১


আজ পর্যন্ত প্রায় ১ কোটি সিরিয় নীজ ভুমিসহ দুনিয়ার বিভিন্ন প্রান্তে রিফিউজী । অনেকেই নিয়তই জীবনের ঝুকি নিয়ে কাগজের নৌকা সদৃশ্য জলযানে উত্তাল সাগর পারি দিচ্ছেন আশ্রয়ের সন্ধানে ।...

মন্তব্য৮ টি রেটিং+২

১০১১১২১৩

full version

©somewhere in net ltd.