নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ডানে গেলে জঙ্গীবামে গেলে নাস্তিক;দ্বন্দ্বেতে নেই বাপুআছি হেথা মাঝ ঠিক

কি করি আজ ভেবে না পাই

ডানে গেলে জঙ্গী বামে গেলে নাস্তিক; দ্বন্দ্বেতে নেই বাপু আছি হেথা মাঝ ঠিক।

সকল পোস্টঃ

\'\'শুভ জন্মদিন\'\' শায়মাপু

১৭ ই আগস্ট, ২০১৭ রাত ১২:০০



আজিব এক পিস সে যে
অদ্ভুত ক্রিয়েশান;
কবে কোথা কি যে করে
লোকেরই তা টেনশান।

আপন খেয়ালে ডুবে
সদা নিজ দুনিয়া;
কে কি ভাবে তারে নিয়া
নো পরোয়া ও নিয়া।

মুডটাই বড় কথা
কখন যে কি ভাবেন;
সবচেয়ে মুশকিল
সকলকে...

মন্তব্য১২৩ টি রেটিং+১৭

\'\'শুভ জন্মদিন\'\' কবি কাজী ফাতেমা ছবি

১৭ ই আগস্ট, ২০১৭ রাত ১২:০০



খুব বেশি দেরি নয়
এই ধরো বারোমাস;
কি করে ছবিটা যেনো
হলো মোর অতি খাস।

খাস মানে শুধু খাস
রীতিমত প্রিয়ারে;
ফিসফিস,চলছেগো
খুব পরকিয়ারে।

মাইয়াটা অতি সোজা
নেই ছিটে মেকি;
আহা মায়া,লাগে মায়া
যত তারে দেখি।

ভাবেই সে করে বাস
লিখা...

মন্তব্য১১৯ টি রেটিং+১৮

একটি গিয়াস লিটনীয় আত্মকথা (আমি যদি মহারাণী ভিক্টোরিয়ার লোকাল বিএফ মুন্সি আব্দুল করিম হতেম!!!)

১৩ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৪১

মূল পোষ্টঃ


\'কি করি\'র\' ভাষায় আমি
গিয়াস লিটন বলছি;
মুন্সি করিম ভাগ্য দেখে
জ্বলছি শুধু জ্বলছি।

আব্দুল করিমস্থলে
হতেম যদি আমি;
ইতিহাস...

মন্তব্য৩৮ টি রেটিং+৮

হিট সিকার

০৯ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:২৭


ফেবু/ব্লগের হিট সিকারের
যন্ত্রনাতে অস্থির;
স্টেটাসের মান যেনো ঠিক
রেলস্টেশন বস্তির।

\'হ্যাঁচ্চো\' দিলেও স্টেটাসে
লাইক পড়েছে একশো;
হায়রে নারী কারণটা কি
ভাইব্বা কভু দেখছো?

ভেটকি দিয়া,সেলফি নিয়া
যেই সাঁটালে প্রপি;
হামলে পড়ে চ্যাংড়া যত
লাইকটা দিয়ে চুপি।

কমেন্টেও আহা উহু
রঙ...

মন্তব্য৭৩ টি রেটিং+১৬

জাভেদ,প্রিয় বন্ধু আমার

০৩ রা আগস্ট, ২০১৭ রাত ১০:২১



১৯৯১সাল।তখন আমরা ধানমন্ডি স্কুলে পড়ি।জাভেদ নতূন ভর্তি হলো।সেই সময়কার বয়সের তূলনায় অনেক লম্বা,হিরো হিরো লুক,রাহুল কাট চুল,বেল বটম প্যান্ট পড়ে,সিগারেটে টান দিতে জানে আবার নাক দিয়েও ধোঁয়া বের করে,আবার...

মন্তব্য৬৭ টি রেটিং+১৮

বীরপুরুষ !!!

২৮ শে জুলাই, ২০১৭ রাত ৯:৫৪




বাবা কয় ডানে যারে
খোকা যায় বামে;
শুনলে বা কথা বুঝি
কমে খোকা দামে।

কার কথা কেবা শোনে
হামেশাই জিদ;
ঘোরাবে সে একা ছড়ি
একা তারি জিত।

তার কথা সবি ঠিক
নিপাতনে সিদ্ধ;
বাকী সবে বোকা গাধা
সে একাই...

মন্তব্য৫৩ টি রেটিং+২০

এ ব্রীফ হিস্ট্রি অব গেমু\'স লাভ

২৫ শে জুলাই, ২০১৭ রাত ৮:০৬



ছিনু সুখে একলা
না জানি কি দেখলা
ছলে হৃদে ঠেকলা।

হৃদয়ের বন্দরে
রাজ করো অন্দরে
প্রেমে ছিনু অন্ধরে।

আচানক এলো কল
চোখ জলে ছলোছল
করবি কি বিয়ে বল?

তখন ছিলেম বেকার
দোষ দিলে মোর একার
খুব দিলে চোট ছেঁকার।

আজ...

মন্তব্য৬৪ টি রেটিং+১৫

মরার বাপ

২১ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:০৭



বাপে না হয় পালছে মোরে
খাওন-পরনও দিছে;
দায়িত্বইতো করছে পালন
কিইন্যা কি সে নিছে?

করছি বিয়া,বউরে নিয়া
থাকুম সুখে একলা;
বাপ হালায়ও থাকবো লগে
কিমুন ছাগল দেখলা!!

ও বুইড়ারে মরার বাপ
আর কতকাল থাকবি?
দোহাই লাগে যাছনা এবার
কছনা কবে...

মন্তব্য৫৮ টি রেটিং+২০

কবি

১৭ ই জুলাই, ২০১৭ রাত ৮:০৮


কবির আজ মন ভালো নেই
বুকে জমাট ভারটা;
মন মেলেনা ভারটি নেবার
মন দেবে কি ধারটা?

কবির চোখে জল এসেছে
অশ্রু ধারার ঝর্ণা;
কিইবা এসে গেলো অতে
কবির মন যে মন না।

কবির মনে আলসি...

মন্তব্য৭৬ টি রেটিং+১৭

তুমি আমায় ডেকেছিলে জন্মদিনের নেমন্তনে

০৮ ই জুলাই, ২০১৭ বিকাল ৪:১০



তুমি আমায় ডেকেছিলে জন্মদিনের নেমন্তনে
--------------------------------------------
এর আগে যে বনানীতে আরেকখানা জমকালো জন্মদিন হল,তা-কি মেয়ে তুমি দ্যাখ নাই ? নাকি দেখে জেনে বুঝে তুমিও অমন নেমন্তন প্রত্যাশী ছিলে ! সাফাত,ইভানেরা...

মন্তব্য৬২ টি রেটিং+১৬

\'\'শুভ জন্মদিন\'\' প্রিয় গিয়াস উদ্দিন লিটন (একদিনের পুরনো পোষ্ট..............সামুই দায়ী)

০৪ ঠা জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬


দু\'হাজার সতেরোর
জুলাইয়ের থার্ড ডে;
ফেবুয় এসে দেখি,একি
লিটনের বার্থ ডে !!!

ছি ছি হায় লাজে মরি
দিনখানা গেছি ভুলে;
মন চায় রাগে দুখে
ফাঁস নিয়ে যাই ঝুলে।

আরে একি যে সে লোক
লিটনদা বলে কথা;
তারে না...

মন্তব্য৬৭ টি রেটিং+১৬

ঈদ রান্নার ছলে শায়মাপুর প্রতারণা!!! (একটি প্রতিবাদী পোষ্ট)

৩০ শে জুন, ২০১৭ রাত ১০:২৯



শায়মাপু ব্লগে দিলো
যথারীতি ঈদি পোষ্ট;
ভাবখানা একা রেঁধে
একাই সে করে হোস্ট!!!

শাহী কারবার দেখি,
ঈদি খানা/ইফতারি;
পাইনে ভাষাটা খুঁজে
কি কবো তারিফ তারি?

কথায় আছে গভীরতা
হুদা নয় কয়াটা;
ক্রেডিট আদতে পাবে
শায়মাগো বুয়াটা।

টেবিলে সাজিয়ে খানা
ক্লিক ক্লিক ফটো...

মন্তব্য৮৮ টি রেটিং+১৫

ধ্যূৎ ছাই হইছে কি ?!?

১৭ ই জুন, ২০১৭ বিকাল ৩:৫১



ইশশশিরে আরিট্টু
লাগেনাই ঘাঁই টা;
দিছিলাম প্রায় হ্যাগো
কল্লাডা কাইটা।

রোজা ছিল বলেইনা
শইল ছিলো ম্যাজম্যাজে;
নইলে জানিনে বাপু
ভারতের হত কি যে!!!

রোজা বলে বড় বাঁচা
বেঁচে গেছে ধোনিরা;
প্রকৃত জয়ী যে মোরা
কয় যত জ্ঞাণীরা।

গর্জনে উঠে কাঁপি
থরো...

মন্তব্য৩০ টি রেটিং+১১

আইজ দিমু বাঁশ ডলা

১৫ ই জুন, ২০১৭ সকাল ১০:৫১


ফেলানীর লাশের দোহাই
আজ কিছু কর ম্যাশ;
এমন দাগা দে যেনো
আজীবনি রয় রেষ।

আশায় বাঁধে বুক যে জাতি
খেল দেখাবে ব্যাট আর বলে
বিশ্ব সেরা সাকিব মোদের
এ-ম্যাচেও উঠবে জ্বলে।

আর...

মন্তব্য৪৯ টি রেটিং+১৮

আমাদের প্রিয় বুবু

০৭ ই জুন, ২০১৭ বিকাল ৩:১৬



ছবি দেখে ভুল করে
ভেবো বুয়া-মাসী না;
ইনি মগো মহারাণী
প্রিয় বুবু হাসিনা।

স্বমহিম প্রতাপেতে
রাজ্য যে ডাঁটে;
হরফুন মৌলা সে
মশলাও বাঁটে।

সুঁই থেকে গীতাপাঠ
বুবু একা একশো;
এমন কাবিল বুবু
ত্রিভুবনে দেখছো?

জাতিরে ভাসান বুবু
উন্নতির জোয়ারে;
বুবুতরে জাতি করে
রাতদিন...

মন্তব্য৩৯ টি রেটিং+১২

১০>> ›

full version

©somewhere in net ltd.