![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“দিবা” কাব্যের প্রহসনে পদদলিত মন্থরিত স্মৃতির দেয়াল। অনুসূচনার যৌবনিক আড়ষ্টতায় অধরা লগ্নের জলছবি, নষ্ট জীবনের বিপন্ন বৃত্তে আজো আঁকি কার ছবি। সে কি তুমি ? হয়তবা!
অন্ধত্বের চিরকালীন অবসাদ
নিত্যকার হেয়ালী ঝিনুকের রসনা বিলাস
ছায়া-লিপি দিনমান কলসি ডুবা জল
তান্ত্রিক বেদ বিষাদে হেঁয়ালি বর
কোথায় ? অনিরুদ্ধ প্রেতাত্মা
উষ্ণ ঠোটের অমৃত-সুধা।
মানুষিক আত্ম-তৃপ্তি অবগাহন
দিনময় আত্মহননের স্বপ্ন
মুছে...
এখনো
এখনো ভোর হয় আযানের ধ্বনি শুনে
যখন গান গায় ভোরের দোয়েল পাখি।
সুরের ব্যঞ্জনায় উড়ে চলে খঞ্জনা
জল নিয়ে যায় গায়ের বধূ।
এখনো
ঘুরতে বেরুই প্রকৃতির ঐশ্বর্যে ঘেরা
শিশির সিক্ত সেই...
নির্জন গোধূলির ম্রিয়মাণ আলোয়
শারদ লক্ষ্মীর শুভ্র মেঘের রথে
ভেবেছিনু দুজনে দখিনা পবনে
বর্ষার শত রঞ্জিত স্তব্ধ আলাপনে।
মিলন মাহেন্দ্র সন্ধিক্ষণে
কানন পাশের বাতায়নে
তুমি ছিলে একলা ব্যর্থ প্রয়াস
আর নিরাশার গ্লানি...
তুমি জন্মিয়াছ বলেই অর্ধ-চন্দ্রিমা আজ
কথক বাল্য স্মৃতি শুধুই নির্লিপ্ত নীলিমা।
প্রেম মানেই ভাষাহীন আবেগ
নাকের ডগায় ঘাসের নোলক।
তুমি ছুঁয়েছ বলেই অতৃপ্ত পথিক
ভালবাসার আত্মহননে নিমগ্ন।
শঙ্খের আর্তনাদে অভিভূত প্রিয়া
আজ নীলাচলে...
স্মৃতি তো এক অবাঞ্ছিত দুঃখ
তার পরতে পরতে জমে আছে
কষ্টের অস্পষ্ট জল।
নদীকে তো দেখেছি বহিয়-মান নাব্যে
শীতল শূন্যতায় অপরাজিতার মত
যেখানে আকাশ নীলের কাছে দায়বদ্ধ।
কখনো যেন মনে হয় মানুষীকে
মানুষী তুমি...
কাটা লতায় ছেয়ে গেছে আজ বিষাদ আঙ্গিনা
প্রত্যুষের আবির্ভাবে দেখেছিলাম
শিরশ্ছেদে ঘাস-ফুল ডগায় কুহেলিকার চাদর।
নতজানু বৃদ্ধের ক্রুশ বিদ্ধ চাহনি
শত জন্মের আলিঙ্গন, শামুকের খোলসে উলঙ্গ হাসি।
কথার উনুনে তপ্ত জীবনের...
[
আমি জানি আমার লেখা গুলো পরে তুমি খুব বিরক্ত হও। তবুও লিখি-আমার শূন্যতা যতটুকু তা সব তোমাকে ঘিরেই বুঝি না কেন ? তবে কি তোমাকেই বেশী ভালবাসি ? আজ...
আমারও বাসনা হয় ভরা পূর্ণিমার জ্যোৎস্নায় ভিজতে
একাকী চাঁদের সাথে কথা বলতে মায়াবী পর্দাকে সরিয়ে
সোনালী ডানার চিলের উপর ভর করে তার কাছে ছুটে যেতে।
লোবানের গন্ধ নিয়ে যেখানে চাঁদ স্থবির...
নির্জলা স্বপ্ন ভাঙ্গবো কেন বল ?
অনন্ত অসীম ছুতে জানিনা তাই বলে থামব কেন?
কবিতার করিডোর বেয়ে চলতে শিখিনী,
হৃদয়ের মর্ম মূল থেকে বলেছ বলেই তো হাঁটছি
...
চোখ মেলে তোমাকে দেখব বলেই, সকালটা হয় না, সকাল আসে
বহু দীর্ঘ পথ মাড়িয়ে, শিশিরের ভেঁজা পায়ে
শঙ্খিনী নদী তীরে, সোনা ঝরা রোদ্দুরে।
সকাল আসে
নান্দনিক প্রাণ তরঙ্গে
দিগ্বিদিক শিহরিত শব্দ-লহরীর মধ্যে
মহুয়ার ঘ্রাণে।
সকাল আসে
কলঙ্ক...
নির্লিপ্ততার কাছে হার মানতে আমি চাইনি, জয়ের স্রোতে যে অবগাহন করব তাও ভাবিনি
আমি নিরুত্তরের ভাষা বুঝতে চেয়েছি, তার দুর্বোধ্যতা আমাকে এগুতে দেয়নি।
তাই বলে আমি থমকে দাড়াই, শূন্যতার মাঝে কোলাহলকে...
বৈশাখের বৈরিতায় নোনা জল কাব্য অধরে পিরানের আচল সুখ!
এলোকেশী কখনও ধ্রুপদী, হও যাতনা অর্কিড
ভাবনার ডুব সাঁতার পানকৌড়ি আচড় কাটা জল
কে ভাঁসে দেহহীন স্মৃতির শূন্যতা বীণায় অমলিন...
হাঁটতে হাঁটতে ৩০ টি বসন্ত পার হয়ে সভ্যতার এ দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ভাবছি কে আমি ?
কোত্থেকে আর্বিভূত হলাম। কোন কি আগন্তুক!
না স্বপ্ন-বিলাসী স্বপনের দোরগোড়ায় দাঁড়িয়ে কি দেখছি
সভ্যতা...
আচমকা হতাশা ঢেলে দেওয়া বিবর্ণ অন্ধকারে
যতটুকু নীল দেবে তারও চেয়ে মৃদু কম্পমান
বন কপোতীর বুকের পাঁজর।
ক্ষান্ত-হীন সিক্ত চুম্বনে অধরের লাল রসে নেব তৃপ্ত আস্বাদন
তখনও শুনবো পদলালিত্যের ঝংকার
বুনো হরিণীর ছুটে চলা,...
আমার অবর্তমানে তোমার অস্থিরতার ব্যাস বাক্য আমাকে কাঁদায়-নি
হৃদাত্মার বনফুল মুঞ্জরিতে সাহসী ভ্রমর খেলেছিল
অগোছালো মনের করিডোরে-
উচ্ছ্বাসে প্রাণবন্ত তোমার দিগম্বর হাসি।
বাস্তবিক সুখের মন দেউলে তোমার সাবলীল আসা যাওয়া
কি নেই এতে!...
©somewhere in net ltd.