নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার যে সব দিতে হবে সে তো আমি জানি- আমার যত বিত্ত, প্রভু, আমার যত বাণী আমার চোখের চেয়ে দেখা, আমার কানের শোনা, আমার হাতের নিপুণ সেবা, আমার আনাগোনা–

বনমহুয়া

আমি আর কতোটুকু পারি ? কতোটুকু দিলে বলো মনে হবে দিয়েছি তোমায়, আপাতত তাই নাও যতোটুকু তোমাকে মানায়।

সকল পোস্টঃ

তারপর একদিন সব কিছু ভুল হয়ে যায়

২১ শে মে, ২০১৬ সকাল ৮:৫৩


আমার অষ্ট প্রহরের ষষ্ঠ ইন্দ্রিয়ে
সদা জাগরুক থাকো তুমি,
- হে প্রিয়,
আমার বদ্ধ আঁখির দৃষ্টিতে,
শ্রবনান্দ্রিয়ের সৃষ্টিতে
থাকো তুমি অতন্দ্র প্রহরী,
-হে প্রিয়।

প্রতি তন্ত্রীর রন্ধিতে
রাগ অনুরাগ সন্ধিতে,
বাজো ঝংকৃত সুর অবিরল-
প্রখর গ্রীস্ম-দুপুর কেটে...

মন্তব্য৩৮ টি রেটিং+১০

তোমার ঠোঁট যখন আমার চোখ ছুঁলো

২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:১৭



তোমার ঠোঁট যখন আমার চোখ ছুঁলো
বসন্তের চৈতালী বাগানে তখন
ফুটলো সহস্র রক্তগোলাপ,
উন্মাতাল দখিন হাওয়ায়
পাখা মেললো লক্ষ হলুদ প্রজাপতি,
কোকিলের কন্ঠে বেঁজে উঠলো,
রাগ বসন্ত বাহার।

তোমার ঠোঁট যখন...

মন্তব্য৮৬ টি রেটিং+১০

দিনগুলো কাটে বিভোর ঘোরের মাঝে আর রাতগুলো কাটছে নির্ঘুম

২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৪২


তুমি আমার এ কি সর্বনাশ করলে অনিন্দ্য!
দিনগুলো এখন আমার কাটে
বিভোর ঘোরের মাঝে...
রাতগুলো কাটছে নির্ঘুম...

বিহ্বল দৃষ্টিতে উদভ্রান্ত হরিণ শাবকী,
ছুটে চলে অবিরাম, হারায় পথ,
দিশাহীন, দিকভ্রান্ত, পথভ্রষ্ট
তীরবিদ্ধা নেশাগ্রস্থ একাকী।

আমার...

মন্তব্য৮৬ টি রেটিং+১৪

আমার চোখে তুমি, গহন গভীর শূন্য ভুমে বন্য বনভূমি

২৮ শে মার্চ, ২০১৬ রাত ১:৫০


আমার চোখে তুমি,
গহন গভীর শূন্য ভুমে বন্য বনভূমি।

বুনো ফুলের গন্ধে মাতাল
শরীর ছোঁয়া ঘ্রানে,
যখন আমায় টানে।

বুঁদ হয়ে রই বক্ষে তোমার
হৃদস্পন্দনের ধ্বনী,
কান পেতে যে শুনি।

কোমল কঠোর তোমার হাতে
আমার হৃদয়...

মন্তব্য৪৪ টি রেটিং+১২

তোমার আঁখির কৃষ্ণতারায়, মেঘ থম থম করে

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩


তোমার আঁখির কৃষ্ণতারায়,
মেঘ থম থম করে,
আমার অতল হৃদ মাঝারে,
অঝর বাদল ঝরে।

ওষ্ঠে তোমার নিষ্ঠুর ঐ
থমকে থাকা হাসি,
মর্মতলে দংশে আমার,
বাঁজায় নিঠুর বাঁশি।


ক্রঢ় কঠিন দৃপ্ত চোয়াল
গর্জে আঘাত যত,
ভাঙ্গছে...

মন্তব্য৬২ টি রেটিং+৯

প্রশ্নগুলো থাকলো আমার তোর হৃদয়ের কাছে

২৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৬


কান পেতে তোর হৃদপিন্ডের ধ্বনি
হৃদয় দিয়ে শুনি,
সেই ধ্বনিটির হৃদয়হারা তালে,
কাহার কথা বলে?

তোর কালো চোখের তারায়
মনটা যখন হারায়,
জ্বলজ্বলে সেই দর্পণেতে
যে মুখচ্ছবি হাসে
কাহার ছবি ভাসে?

তোর ওষ্ঠে দোলে
অভিমানের দোলা,...

মন্তব্য৮০ টি রেটিং+৯

একদিন, সব কিছু ফের হয়ে যাবে নির্ভার

২৬ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৪৩


একদিন,
সব কিছু ফের,
হয়ে যাবে
নির্ভার।

অনিদ্রাহীন রাত,
একটি সতেজ সকাল,
ফুরফুরে তরতাজা বিকেল।

বন্ধুদের সাথে গান,
ধুমকাঁঠিতে সুখ টান,
ঘোর লাগা সন্ধ্যায়
দ্রাক্ষা জলের ঘ্রাণ।

তুমুল আড্ডায়
কমিউনিস্ট ম্যানিফেস্টো
ঝড় তুলবে,
রাত গভীর...

মন্তব্য৩০ টি রেটিং+১০

ঘুমাও প্রিয়তম, তুমি ঘুমাও আমার কোলে

১৭ ই জানুয়ারি, ২০১৬ দুপুর ২:১৪


ঘুমাও প্রিয়তম,
তুমি ঘুমাও আমার কোলে,
আদিগন্ত ছোঁয়া এই সবুজ প্রান্তরে,
ঝিরিঝিরি হাওয়া আর
এই হিজল তরুর মূলে।

চোখ মুদে শোও প্রিয়
সব দুঃখ যেও ভুলে
বুলিয়ে দেই আংগুল
তোমার ঘুমিয়ে পড়া চুলে।

ভোলো পৃথিবীর ক্রুঢ় হাসি
ভুলে...

মন্তব্য১০৬ টি রেটিং+১৪

পার্থ নামের ছেলেটি

১৩ ই জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪২


সেদিন ছিলো ২৫শে ফেব্রুয়ারী। বেলা তখন প্রায় আড়াইটা হবে। আমাদের ব্যাচের প্রায় সবাই ছিলো হৈ হুল্লোড়বাজ। হৈ হৈ রৈ রৈ করে বই মেলায় অকারনেই ঘুরছিলো সবাই। বইমেলার প্রায় শেষের...

মন্তব্য৭৯ টি রেটিং+৬

আমার মনে একটা কথা আছে, খুব গোপনে সঙ্গোপনে রাখা

৩১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৩৪



আমার মনে একটা কথা আছে
খুব গোপনে সঙ্গোপনে রাখা।
ছোট্ট রুপোর কৌটো করে ভরে
বুক পাঁজরের ঢাকনী দিয়ে ঢাকা।

শিষ দিয়ে যায় একটা দোয়েল পাখি
জানলা ঘেসে সূর্য্য ওঠা ভোরে,
শিউলী তলা স্নিগ্ধ কোমলতা
সুবাস...

মন্তব্য৬৮ টি রেটিং+১৪

হৃদয় আমার শূন্য বিরান ভূমি, ঘুম ভাঙ্গলেই যখন দেখি পাশেতে নেই তুমি

১৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৮



হৃদয় আমার শূন্য বিরান ভূমি,
ঘুম ভাঙ্গলেই যখন দেখি-
...

মন্তব্য৭৮ টি রেটিং+১৩

এই কবিতাটা তোকে নিয়ে লেখা

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ১০:১১


এই কবিতাটা তোকে নিয়ে লেখা তাই
আমার ছোঁয়া, থাকুক এই কবিতায়।
নিজ হাতে লেখা ছোট ছোট অক্ষরে
ভালোবাসাটুকু বুনে আমি দিয়ে যাই।

স্মৃতি হয়ে থাক এই অবেলার ক্ষন,
মিঠে কড়া রোদ অভিমান ভরা মন।
রাগে...

মন্তব্য১১৩ টি রেটিং+২০

তোমার উতল মাতাল করা চৌরাশিয়া বাঁশী

২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:০২


তোমার উতল মাতাল করা চৌরাশিয়া বাঁশী,
বাঁজলো যখন আমার উপকূলে-
আমি তখন সাঁঝের বেলা কৃষ্ণচূড়া ফুল,
বাঁধতেছিলাম আমার উতল চুলে।

সে সুর শুনে ঊর্মিমালা জাগলো নদীর জলে,
লাগলো দোলা মন...

মন্তব্য১৩৪ টি রেটিং+১৫

তোমায় দিলাম মহুল ফুলের কুঁড়ি

১৯ শে নভেম্বর, ২০১৫ রাত ১:০৬

তোমায় দিলাম মহুল ফুলের কুঁড়ি
জ্যোস্নারাতের চন্দ্রতারা ফুল,
শাল পিয়ালের আকুল করা ঘ্রানে
হঠাৎ করা একটি মধুর ভুল।

টুই পাখিদের একটি শাবক ছানা
কোমল করে ডাকছিলো কোন খানে?
হঠাৎ সেথা চমকানো ক্ষন গাঢ়
খরোস্রোতা...

মন্তব্য১১৮ টি রেটিং+১৮

তোর বুক থেকে দুই হাত দিয়ে মুছে দেবো স্মৃতিগুলো

১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১:২৫

তোর বুক থেকে দুই হাত দিয়ে মুছে দেবো স্মৃতিগুলো,
ছড়ানো ছিটানো এদিক ওদিক সব নস্টালজিয়া ধুলো।
কিংবা রমনা, বৈশাখী বেলা টিএসসি চত্বরে
ঝালমুড়ি আর চোখাচোখি দিন আষাঢ়ের ঝরঝরে।

তোর মন থেকে খুব অনিমেখে...

মন্তব্য৮২ টি রেটিং+৭

full version

©somewhere in net ltd.