নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক বছর ধরে তাকে খুঁজছিলাম আমরা,
তার অফিসে এবং বাড়িতেও; মাঝেমাঝে
পেয়েও যেতাম, কিন্তু তার অফিস ও বাড়ি...
শহর নিকটে নয়, গ্রাম বহু দূরে
এমন আধা-নির্জনে, চলো, সংসার পাতি...
দুয়ার উন্মুক্ত আছে। অপেক্ষায় আছে। কিছুদিন তবু ফিরবো না। এখানে সমুদ্র স্তব্ধ। থির হয়ে আছে। এই জলে তা দিতে হবে। ওম পেলে, একদিন ফুঁসে উঠবে ঢেউ। সমুদ্রগর্জন। সৈকতে আসার আগে,...
অবহেলা বৃষ্টি হয়ে ঝরে পড়ছে হৃদয়ে, পাথরে,
চোখের আড়ালে আছি; এইটুকু সুখ নিয়ে
এভাবেই, নির্জনে, নিঃসঙ্গ, বয়ে যেতে চাই...
যে সমভূমি থেকে আমি উঠে এসেছিলাম এই জনজঙ্গলে
তার শস্যক্ষেত ও অবারিত মাঠের দিকে কদাচিৎ
মানুষের দেখা মেলে...
দেখেছি সমস্ত বৃক্ষ, সর্ববিধ ডালও;
নদীর সমগ্র জল, বারিধির সমূহ কঙ্কাল।
এপ্রান্ত ওপ্রান্ত গেছি। চষিয়াছি কালও__...
এই যে এমন আলো এবং আলোর পটভূমি
আড়াল ক’রে জ্বালিয়ে দিচ্ছো রাতের নগ্নরীতি
কুমেরুতে রৌদ্রতাপ ও তুষারে সম্প্রীতি__...
পাখির গলায় ডেকেছিলো নারী__
আমি তখন রাত্রিসরোবরে
সজল-ফাটা উদ্গমী ধ্যান জুড়ে...
ছাদ থেকে মেঝে-অব্দি দীঘল দোলনা
পরিত্যাক্ত বারান্দাময় দুলছে
লাল, নীল, বেগুনি, কালো__ দুলছে...
।। শরতের দিন ।।
প্রভু: এখনই সময়। গ্রীষ্মটা ছিলো অপরিমেয় দীর্ঘ।...
।। অনার্য বন্দনা ।।
শোকের শেকড় ছেড়ে উঠে এসো অনার্য যুবতী...
সমুদ্রে জলকেলি হাঁসেরই অধিকার
মুঠোতে হৃৎপিণ্ড অযথা পদ্মলাল...
মেয়েটি আরোগ্যশালার বিছানায় শুয়ে শুয়ে
দেখতে পেতো এক পাহাড়ের দৃশ্য: সেখানে
একদল ঘোড়া কেশর দুলিয়ে চড়ছে সবুজ ঘাসে...
।। অনুপস্থিতি ।।
নগরান্তরে কথা বলছি তোমার সাথে...
বন্ধ চোখের সামনে তোমার দৃশ্যাবলী চলচ্চিত্র নিয়ে জেগে উঠছে। প্রতিদিন ধসে পড়ছে তোমার সাজগোজ। বারবার মেকাপ দিচ্ছো। প্রত্যূষে ফোটানো ফুল ঝরে পড়ছে মধ্যাহ্নের আগেই। স্বরচিত বৃত্তের মধ্যে গনগন করে উঠছে...
©somewhere in net ltd.