![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
* কাব্যের কাল্পিক জলে সকালে বিকালে কৌতুহলে সাঁতার কাটি, কবিতা পড়ি কবিতা লিখি- কবিতাকেই ভালবাসি *
তোমার জলেই আপাদমস্তক ডুবেছিলাম,
ডুবতে ডুবতে অবশেষে মোহন সাঁতার শিখেছিলাম।
.
জলের ভাষায় মনের পাতায় লিখেছিলাম তোমার নাম ।
.
চিৎ সাঁতারে বুক সাঁতারে জলক্রীড়ার ষোলকলায়,
ক্রমেই যখন দক্ষ হলাম... তখন তুমি আমাকে ফেলে মিশে গেলে...
আহা ! কেন এত কচুপাতার জলের মত টলমল টলমল করো- কেন জপো অতশত নাম একক অন্তরে ?
.
জমাট বরফ রূপে চেপে বসো তপ্ত হৃদয়ে আমার...
সিক্ত হই তৃপ্ত হই তোমার...
কেন এত সন্দেহের ছায়া ফেল সম্প্রীতির স্বচ্ছ জলে ।
তারচেয়ে চলো অগ্নি পরীক্ষা দেই- সহমরণের চিতায় চড়ি যুগল মিলনে ।
অথবা- এক পাত্র হেমলক দাও-পান করে সক্রেটিস হয়ে যাই অমুলক সন্দেহ ঘোচাতে।
বেশ...
সাতরঙা স্বপ্ন বুকে চেপে জীবন চলে একেবেঁকে,
নিভৃতে নিরবে করুণ সুরে বাজে সূর্যাস্তের সানাই।
গত রাতের ঘন অন্ধকারে যে ছিল অতিপ্রিয় সহায়ক শিখা-অদ্য প্রাতে সে অন্যহাতে জ্বলে অন্যভাবে কথা বলে অন্য সুরে...
নতুন সম্ভাবনা হাতে নিয়ে নতুনেরা আসে
নতুন আলোয় ভরে দেশ
যা কিছু ছিল অবশিষ্ট
জীর্ণ জরা দ্বেষ বিদ্বেষ;
নতুনের তাপে পুড়ে পুড়ে হয়ে যায় নিঃশেষ ।
.
যা কিছু ছিল ভুল অচল অপ্রতুল-নতুন এসেছে নতুন...
শয্যা ত্যাগের প্রাক্ মুহূর্তে যদি দেখি তোমার চাঁদমুখ -বুঝতে পারি আজ রঙিন ঘুড়ি উড়বেই সুখে সারাটাদিন মনাকাশের বুকে - রজনীগন্ধা\'রা ছড়াবেই সুবাস
পূবালী বাতাসে ।
মধ্যাহ্ণে ফিরলে গৃহে.... যদি চোখে...
নতুন সম্ভাবনা হাতে নিয়ে নতুনেরা আসে নতুন আলোয় ভরে দেশ,
অবশিষ্ট যা কিছু ছিল জীর্ণ জরা দ্বেষ বিদ্বেষ... নতুনের তাপে পুড়ে পুড়ে হয়ে যায় নিঃশেষ।
যা কিছু ছিল ভুল অচল অপ্রতুল,,নতুন এসেছে...
এখানে সেখানে অনেক স্থানে অতুল উল্লাসে
হাসতে হাসতে
নাচতে নাচতে
ফোঁটাও কত রঙিন ফুল,
আমার গানে আহ্বানে
সকল প্রকার কথপোকথনে খোঁজ শুধুই ভুল আর ভুল।
আকাশ ছোঁয়া আশা\'র জোঁয়ার.... আছড়ে পড়ে তোমার তটে,
আমার...
আর কেন ফিরে তাকাও সজল নয়নে,
স্মৃতি মন্থনে বাড়াও হৃদয় ভার;
বসন্ত বর্তমানে কেন বর্ষা ডেকে আনো ?
কেন নেভাতে চাও অদৃশ আগুন আমার ?
বর্তমান রাঙাতে হলে ভুলে যাও স্মৃতিময় অতীত,
বাহ্যিক বসন্তে ঢাকো...
বৃষ্টিভেজা আকাশের মত স্বচ্ছসুন্দর সদ্যস্নাতা,
পিঠে ছড়ানো কেশদাম হতে টুপটাপ জল ঝরছে বৃষ্টতে ভেজা নারকেল আর খেজুর পাতার মত ।
আমাকে হতবাক করে সামনে দাঁড়ালে -যেন জলসিক্ত শ্বেত শতদল।
প্রতিটি পাপড়িতে দলে উপদলে...
স্বদেশ আমার চোখে দেখা স্বর্গ
স্বপ্ন সুখের লীলাভূমি
পবিত্র তীর্থস্থান ।
জন্মাবধি শ্বাসে প্রশ্বাসে জপে চলেছি
প্রিয় দু\'টি ইষ্টনাম- জননী ও জন্মভূমি
বোধে\'র বোঁটায় ফোঁটা প্রিয়তর দু\'টি ফুল ;
যে ফুলের পরাগ পরাণে মেখে সুখে দুঃখে...
লক্ষ্মী প্রতিমা হয়ে সামনে দাঁড়াও চুপচাপ
বিবাহোত্তর সাজে কেমন দেখায় চেয়ে চেয়ে দেখি ।
ঘোমটা খোল নয়ন তোল... দেখি বিয়ের স্বাক্ষী-
সিঁথির সিঁদুর নাকের ফুল কানের দুল -
মৃণাল হাতে শঙ্খচুড়ি;...
গহীন গহ্বরে রেখেছি গোপন আপন আকাঙ্খার অনুসঙ্গ
প্রসঙ্গান্তরে ধীরে ধীরে মধ্যাহ্ণ হল গত
অপরাহ্ণের অনুজ্জ্বল আলোয় অপসৃয়মান ফাগুন দেহের ছায়া
তোমার মোহে মূহ্যমান
ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হচ্ছে ক্রমশঃ
একদিন সম্পৃক্ত হবে মৃত্তিকার সাথে।
এ যাবত কতদুর...
হাসতে হাসতে চলে গেলে
বরো টা বাজালে জীবনের আমার।
কষ্টের অক্টোপাসে ধরেছে চেপে- দমবন্ধ হয়ে যাচ্ছে ক্রমশঃ ।
দিন রাত সমান দেখছি ইদানিং- লাল নীল কোন রং চিনি না
সব কিছুই নিকষ কালো অন্ধকার...
জ্বালাও পোড়াও ধ্বংস করো
ছাই করে উড়িয়ে দাও সচল বাতাসের সাথে--
প্রেমাসক্ত দুর্বিনত দুরাচারী এই অবাধ্য মনটাকে ।
কেন সে কাছে পেতে চায় সবসময় একান্ত নিভৃতে একা তোমাকেই শুধু তোমাকেই।
মা মাটী মানুষ সব...
©somewhere in net ltd.