![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
প্রকাশ্য দিবালোকের মত সত্য
আলোক উদ্ভাসিত—তোমার আমার প্রেম
সুন্দর—শাশ্বত, মজবুত ভিত্তির উপর প্রতিষ্ঠিত ;
এই ভিত্তি— দীর্ঘ শ্বাস প্রগাঢ় নিশ্বাস অটল বিশ্বাস..
ভালোবাসার রঙ কি হয়? ভালোবেসেই চিনে...
চিরো অপরাজেয় বাংলা বর্ণমালার
প্রতিটি বর্ণে, আগত-অনাগত শব্দে—
তোমার প্রতি গভীর প্রেম যেন লেখা— আমার কবিতার মগজে।
প্রতিটি বাক্যের অর্থ এক—ভালোবাসি শুধু তোমাকে!!
ঘৃণা শব্দটিও যদি লিখে দিই তোমার...
অভিনন্দন তোমাদের বাংলার টাইগার
অভিনন্দন তোমাদের বাংলার টাইগার—ভারতবধ কাব্য রচনায়;
অসামান্য দৃঢ়তায় অবশেষে— তোমরাই জিতে গেলে
কোটি হৃদয় কেড়ে নিলে,
টানটান উত্তেজনায় ঠাসা প্রতিদন্ডিতাপূর্ণ খেলায়
উপভোগ্য ম্যাচে তোমাদের...
শুভ অপরাহ্ন,
ঝলমলে রোদে হইতেছে নবান্ন।
হেমন্তের উৎসব মুখরতায়
হে সুপ্রিয় জন্মভূমি !
যেন নিবেদিত আমাদের জন্য ।
কীসের ঘোর লাগিলো আজ
এই চাতক...
সুপ্রিয় নদী,
ক্ষমা করে দিও—
———ক্ষমা করে দিও-
আমাদের এইসব
—অত্যাচার- অবিচার- অব্যবস্থাপনা।
তোমার কাছ থেকে সবকিছু নিয়ে
এতটাই পরিপুষ্ট আমরা; তাই যেন ভুলে যাই
ক্ষমা করে দিও...
বিচক্ষণ নই আমি—নই কোন নেতা
চেয়ে দেখো শত শত লোক
আমিও তাদেরই একজন; আমজনতা ।
তাইতো আমি দূ্রেই পড়ে থাকি
হয়তো অনাদরে—বেদনার অথৈ সাগরে
নেই যার কোন তীর...
হৃদয়ের টানে ছুটে যাই, কেন যেন ধেয়ে যাই—
যদি তোমার দেখা পাই!
দেখা যদি না হয়— তবুতো প্রাপ্তিযোগ আছে
আমার এই চলার পথে; তোমার পদছাপে তৃষিত এই পা
কভু...
আমরা ভালোবাসতে জানি—কাছে আসতে জানি
প্রেমের খেলা খেলতে জানি—
আমাদের সবি আছে রূপে গুণে অনন্যা তুমি
শাশ্বত প্রেম অমোঘ শক্তিঘর— তোমাতে আমাতে,
নয় কোন তাসের ঘর; — এই...
হেমন্তের এই হিমেল আমেজ— যেন শীতের আগমনি
লাগিতেছে বেশ; গায়ে যেন লেগে আছে প্রেমের অবশেষ।
শিশিরের নীরব পতন—
যেমন সবুজ ঘাসের ডগায়,
তেমনি করে তুমি আমি যেন অভিসারে প্রগাঢ় ভালোবাসায়।
এমনি করে সকল ভোরে...
কতোজন গেছেন চলে!!
কতোজন গেছেন চলে..
পড়ে মিথ্যে সমালোচনার যাতাকলে
—ফিরে আসেনিকো আর।
শত অনুরোধে কবিতায় ডেকেও
পায়নি ফিরে —আমাদের মিলন মেলায়
হাসি খেলায় —গানে ।
কত সম্ভাবনার যে...
এই অনাবিল আ্নন্দের রেশ
যেনো থেকে যায়— অক্ষত;
প্রকাশ্য দিবালোকের মতো—
চলার পথের পাথেয় হয়ে
এতো দিনের মিথ্যে অপবাদ
দূর হয়ে গেছে —সব,
রাতের আঁধার যেভাবে শেষ হয়
ভোরে; রবির আগমনে।—মিথ্যে অপমানে
হয়োনা ব্যথিত আর —আমরা এবার
গর্বভরে বলিতে...
এখন আমি প্রেমিক তোমার
এই মায়াবী রাতে
তুমি কাছে নেই তাই হলো না ছূয়া,
ওষ্ঠে আমার চুম্বনের তিয়াস— এখন মাঝরাতে।
দু\'চোখ জুড়ে শুধুই তুমি ___কামিনী রক্ত রাগ
ভেবো...
এই রাতে তুমিও আছো সাথে
হয়তো দূরে তবু তো আছো হৃদয় জুড়ে,
পূর্ণিমার চাঁদ যেমন করে
জোয়ার তোলে পৃথিবীর বুকে;
তুমিও তোল মনেরই অজান্তে,
ভাবতেই হৃদয়টা ভরে ওঠে উচ্ছাসে আবেগে।
কবিতা লেখার আমার এই...
তোমাদের এই আনন্দ ধ্বনি,
জয়যাত্রার পদধ্বনি —দোলা দিলো প্রাণে;
এই যেন রীতি, প্রকৃতির অমোঘ বিধানে
অবশেষে সত্যের জয় হয়
মিথ্যের দানব হোক না যতই বড়
অবশেষে সব তার লয় হয়—দর্পচূর্ণ...
আমি অপেক্ষায় ছিলাম
—কখন তুমি আসবে?
উৎসবের রঙে রঙিন চারিদিক
—যেন উচ্ছসিত সবে ।
জানি তুমি আসলেই কবিতা হবে— তবে;
আনন্দ বেড়ে যাবে—বহুগুনে ভিন্নমাত্রায় উচ্ছাসে ।
আজ অবলীলায় বলে...
©somewhere in net ltd.