নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সকল পোস্টঃ

সুপ্রিয় বাংলাদেশ

০৮ ই ডিসেম্বর, ২০১৯ রাত ৮:৪০

এ যে বিজয়ের মাস; যার প্রতিদানে
সকল বৈষম্যের প্রাচীর ভেঙে
বীর জনতা আজ মাথা উঁচু করে দাঁড়িয়ে!
একটি পতাকা একটি মানচিত্র
পবিত্র মাতৃভূমি একটি স্বদেশ- একটি স্বপ্ন আজ
অনন্ত সম্ভাবনার দ্বার খুলে।
সে যেন এক স্বর্ণালী...

মন্তব্য১২ টি রেটিং+৪

আরেক বসন্ত আসুক !!!!

০৫ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৯

আবারো বসন্ত আসুক— জল হোক নদী;
গান হোক— কিন্নরীকন্ঠে
আকাশের বুকে ভেসে থাকা মেঘ বৃষ্টি হোক,
আনন্দধারা হয়ে জলধারা বয়ে যাক— তৃষিত পৃথিবীর বুক ছূঁয়ে ।

চেয়ে দেখো...

মন্তব্য১৯ টি রেটিং+৫

শুভসূচনা ও সফলতা

০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৩৯

শুভসূচনা
তেলের সাগরে হায় ভাসে যেন দেশ,
দিন ফুরিয়ে যায় তবু তার ফুরায় না যে রেশ!
এতো তেল যে— কোথা থেকে আসে?
তেলে তেলে সয়লাব রাষ্ট্রযন্ত্র —সুপ্রিয় স্বদেশ।

...

মন্তব্য২২ টি রেটিং+৫

ইচ্ছে পাখি

০৩ রা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৫:৫৫



ইচ্ছে পাখি চা ই ছে তোমায়— কাছে
ইচ্ছে হলেই পাখিটার তার সাধ্য কি আর আছে ?
হায় অনিচ্ছাতে কত কিছু জুটে!
কাননে হাছনা হেনা— কুসুমকলি ফুটে।
হায়! ইচ্ছে...

মন্তব্য১১ টি রেটিং+১

কীসের নেশায় বুদ হয়ে গড়েছো তুমি বাস

০২ রা ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:২৭

কীসের নেশায় বুদ হয়ে
গড়েছো তুমি বাস—ভিন্ন কোন গ্রহে?
শূন্যতা ছাড়া সেই খানে তোমার সঙ্গী কী কেহ আছে?
নস্টালজিয়া জাবরকেটে যেন বন্দিশিবির থেকে
নিয়তই সৃষ্টি করো মায়াজাল অপসরা রূপে;
...

মন্তব্য৩১ টি রেটিং+৬

এখন বুঝি চারিদিকে অঘোর আঁধার—অতন্দ্র প্রহরায়!!!

২৮ শে নভেম্বর, ২০১৯ দুপুর ১২:১২



ধুত্তুরি ছাই! ভাবি বসে কেন তা—ই!
কার কাছে দিলে ধরা?—ধরাকে করিয়া সরা
কাটে বেলা সেই অযাচিত আশংকায়;
কি পেলে? কি হারালে? ভাবি বসে
খুব কী বেশি...

মন্তব্য১৬ টি রেটিং+১

তুমি কী নও আরাধনা ?

২৭ শে নভেম্বর, ২০১৯ বিকাল ৩:৩৮



তুমি কী নও আরাধনা —এই প্রাণের?
জ্যামিতিক উপাত্ত রূপ যৌবন কাব্যসমগ্র
এখন আর বিবেচ্য নয়। পরখ করে দেখতে পারো
যেভাবেই আসো —অগ্রগলভ প্রেমে শুধু তোমাকেই খুঁজে নেবো
ভালবাসা...

মন্তব্য২৭ টি রেটিং+৫

শ্যাওলা জমেছে যেন আবদ্ধ জলাশয়ে বোধের খাঁচায়

২৬ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৭:২৫

শ্যাওলা জমেছে যেন আবদ্ধ জলাশয়ে বোধের খাঁচায়;
ক্লান্ত দেহ— অবেচেতন মন, আততায়ি ক্ষণে
তোমারই পরশ চাইছে এখন—
সূর্য ডুবে গেছে তুমিও কীগো দিলে ডুব
সান্ধ্য আলোয় মিশে গেছে...

মন্তব্য১৮ টি রেটিং+৭

ব্লগ ডে অনন্য

২৫ শে নভেম্বর, ২০১৯ সকাল ১০:০১

স্মৃতির পাহাড় থেকে
কয়টি কাঁকর—সুখের নূড়ি,
চলোনা রোমন্থন করি;
সেইসব সুখানুভব মনে হয়
যেন লাভার উদগীরন— অগ্নিশিখা;
আগ্নেয়গিরির জ্বালামুখ থেকে
বোধের দেয়ালে তাতে হয় ভূমিকম্প,
ভেঙেচূড়ে করে সব একাকার।
—অযাচিত...

মন্তব্য৩২ টি রেটিং+৬

আচ্ছা কেমন সেই অনুভূতি?

২৪ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৩২


কোন রঙের শাড়িতে? নাকি ফুলে গুজা খোঁপাতে?
নাকি খোলাচুল উড়িয়ে আসিবে এলোমেলো হাওয়াতে?
কি বেশে দেখিবো তোমায় ভেবে ভেবে থাকি যেন কোমাতে।
নাকি ভেবে ভেবে কেটে যাবে নির্ঘুম...

মন্তব্য৩০ টি রেটিং+৭

যাবো তো যাবো

২৪ শে নভেম্বর, ২০১৯ রাত ১২:১২

যাবো তো আমি তুমি যদি যাও
তুমি কী বুঝোনা কেন যাবো?
তোমার ঘ্রাণ সবার অগোচরে
নিয়ে নেবো প্রাণভরে অনুভূতির অতল গহ্বরে
জানি উছলিয়া উঠিবে খুশির প্লাবন ।
ভেসে যাবে সব ওগো ব্যর্থতা অনুভব
লজ্জা ভেঙে...

মন্তব্য১৬ টি রেটিং+২

পানি নীতি চাই _______টেকসই পানি উত্তোলন সুনিশ্চিত হোক।

২২ শে নভেম্বর, ২০১৯ রাত ৯:০৮




পানির অপর নাম জীবন। ইহাতে কাহারো কোন সন্দেহ নেই। অবকাঠামো নির্মাণে এর উপস্থিতি আবশ্যক। কৃষিতে শিল্প কারখানায় , বিদ্যুৎ উৎপাদনে এমনকি যোগাযোগ ব্যবস্থাপনায়। শিল্প কারখানায় আবশ্যক পানি সরবরাহ হচ্ছে ভূগর্ভস্থ...

মন্তব্য২০ টি রেটিং+৮

আমরা

২০ শে নভেম্বর, ২০১৯ সন্ধ্যা ৬:৫১

তুমি ভীষণ বুদ্ধিমতী—
কষ্টিপাথরে যাচাই করে
তবেই হয়েছো সাথী— অদৃশ্য অটুট বন্ধনে
সঁপেছো তব প্রাণ
আমিও রাখতে জানি স্থান— অক্ষত অম্লান
এই হৃদয়ে! কেউ কী পারে যেতে সরে—দূরে!
এমন প্রগাঢ়...

মন্তব্য১২ টি রেটিং+৪

কী নামে ডাকলে ফেরাতে পারবে না আর?

১৯ শে নভেম্বর, ২০১৯ রাত ১২:১০

কী নামে ডাকলে ফেরাতে পারবে না আর?
এই মায়াবী রাতে।
কোন পথে হাঁটলে তুমি হবে শুধু আমার?
আছে কী এমন কিছু এই অবণীতে?
কিছুই কী নাই!! কেন তবে বুঝনা এই প্রাণের আকুতি হায়।
অপ্রগলভ প্রেমে...

মন্তব্য১৭ টি রেটিং+৩

জানি তুমি ঘুমিয়ে পড়েছো

১৮ ই নভেম্বর, ২০১৯ রাত ২:২২



জানি তুমি ঘুমিয়ে পড়েছো
আজকের কবিতা আবৃত্তি না করে,
আমি তো লিখিনি ইচ্ছে করেই
সারপ্রাইজ দেবো বলে গভীর রাতে।
তুমি তো আজ আনন্দময়ী হয়ে
লিখে দিলে —আনন্দ বার্তা এক।
...

মন্তব্য১৫ টি রেটিং+৪

৩৬৩৭৩৮৩৯৪০৪১৪২৪৩৪৪৪৫৪৬>> ›

full version

©somewhere in net ltd.