নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সকল পোস্টঃ

তোমার খোঁপার ফুল গো

০১ লা জুন, ২০১৮ বিকাল ৫:০১

তোমার খোঁপার ফুল গো

ভাসাও যদি নদীর জলে
দুঃখ তুমি পাওগো- দুঃখ তুমি পাও।
বেদনার বেনাজলে—
তোমার কাজলকালো দুনয়ন যদি ভাসেগো
সহিতে নাহি পাইগো,
জলে ভাসা খোঁপার ফুল তুমি...

মন্তব্য১৩ টি রেটিং+৪

চলো ভিজি দুজনে

৩১ শে মে, ২০১৮ রাত ১২:১৮



পূর্ণিমা রাতে
মেঘে ঢেকে গেছে চাঁদ
থেকে থেকে সে উঠিতেছে জেগে,
তিমির আঁধার কেটে কেটে ডুবসাঁতারে
ভালোবাসার তরে তার
হলো বুঝি সাধ।

বৃক্ষরাজি ঢলিতেছে ঘুমে
থমকে গেছে সময়-
...

মন্তব্য১৮ টি রেটিং+২

আজিকার এই দিনে জিয়া তোমায় পড়ে মনে।

৩০ শে মে, ২০১৮ দুপুর ১:৫২



সেইদিন বীর চট্টলার সর্কিট হাউজ যেন পলাশীর প্রান্তর, বিশ্বাস ঘাতক মীরজাফর,
আবারো অবনীর বুকে— রক্তের আল্পনা দিয়েছিলো এঁকে;
একাত্তরের এক মহান যিশু— যেন ক্রুশ বিদ্ধ হলেন।
তাজা রক্ত,...

মন্তব্য২২ টি রেটিং+১

হুমায়ূন ফরীদিমিলনমন্ত্রগানে

২৮ শে মে, ২০১৮ দুপুর ১:১৩



হুমায়ূন ফরীদি

লড়েছেন দেশের তরে মহান সেই একাত্তরে
মুখফুটে বলেননি কভু—অহংকারভরে
জন্মেছেন যে দেশে—পায় কি শোভা কভু তারে?
দেশপ্রেম যার হৃদয়জুড়ে।
মা—মাটি—জল, তার ঋণ কে শোধিতে...

মন্তব্য৬৪ টি রেটিং+১২

সময়ের পাখা

২৬ শে মে, ২০১৮ বিকাল ৪:৫২


চল্লিশের আকাশে মেলেছি পাখা
একহাতে দ্রোহ মোর
আর হাতে মানবতা মাখা—
এখনো ঢের আছে কলমে কালি
এখনো হয়ে আছো প্রেরণা তুমি তাতে
নিয়ে ভালোবাসার ডালি হাতে।

...

মন্তব্য৪৪ টি রেটিং+৭

বিদ্রোহী কবি কাজী নজরুল স্মরণে সাম্য , দ্রোহবিদ্রোহী কবি

১৭ ই মে, ২০১৮ বিকাল ৫:১৭



১। সাম্য
মানুষে মানুষে করো না বিভেদ
পারলে তাদের মিলিয়ে দিয়ো—
মানুষই আশরাফুল মাখলুকাত
এই কথাটি মাথায় রেখো।
এদেশের মানুষগুলো
গুটি কয়েক জীবন দিলো
মায়ের ভাষায় বলতে কথা
একাত্তরে...

মন্তব্য৩৪ টি রেটিং+২

তুমি আসবে ভালো বাসবে

১৫ ই মে, ২০১৮ বিকাল ৫:৫৫

তুমি আসবে ভালো বাসবে
এটাই চাই,
তোমারে ছাড়া বেদনা ভরা
ভূবনটাতে থাকিতে না চাই।

এবার তবে আসো,
ভালো বাসার ডালি নিয়ে;
তুমি ছাড়া এই জীবন বড্ড অসহায়।

খোঁপার ঐ গোলাপ দিয়ে
ভালো বাসায় দিও রাঙিয়ে
আর কিছু না চাই।

তুমি...

মন্তব্য২৭ টি রেটিং+২

এখনই কর হে বিনাশ সকল কোটার।

১৫ ই মে, ২০১৮ দুপুর ২:৩৪

চাকুরীর বাজারে দেখি যে মেধাহীন লোকে
চাকুরী লভিয়া তারা সবে আছে মহাসুখে
কাগজের মেধাবীরা বোধ হয় মেধাবী না!
এই নিয়ে চলে তাই সুবিস্তর গবেষণা।
চাকুরীর পরীক্ষায় কেন ....

মন্তব্য১৪ টি রেটিং+১

কে তুমি হে কবি!

১৪ ই মে, ২০১৮ সকাল ৭:৫৭

কে তুমি হে কবি
আমারে লয়ে লিখিছো কবিতা
আমি তো নহি গুরুদেব কবি অথবা বিদ্রোহী নজরুল।
ভালোবাসিয়া যারে বাঁধিতে পারিনি ঘর
কষ্ট লাগে প্রাণে এই ভাবিয়া অবনীর পরে
ভালোবাসাই বুঝি ভুল।

তাঁর বিহনে শূন্য ভূবনে
কাটাইছি বেলা...

মন্তব্য৩৭ টি রেটিং+৬

জননীর প্রতি

১৩ ই মে, ২০১৮ দুপুর ১২:১৮

দশমাস দশদিন মায়ের উদরে—
পুষ্টি লাভ করে,
চব্বিশ মাস তাঁর স্তন‍্য পান করে,
আরো কতোবছর ধরে আমাদেরে
তিলে তিলে গড়েছেন আমাদের মা;
আরাম আয়েশ তুচ্ছ করে
এমন দরদী আর কেহ নেই ভবে
ঋণ তার হবেনা আর শোধ...

মন্তব্য২৩ টি রেটিং+২

দূর কর হে, দূর করো

১২ ই মে, ২০১৮ রাত ৯:০০


একদিন এদেশ সবার সেরা হবে
বাংলার আকাশে উড়িবে স্যাটেলাইট
পথে পথে থাকিবে সুন্দর মোজাইক।
আরও হবে পাতাল রেল পাতাল রাজপথ
একনিমিষে যাবো চলে টেকনাফ থেকে তেতুলিয়া
লাগিবেনা চলার...

মন্তব্য১৭ টি রেটিং+১

আহা আসতো যদি!

১০ ই মে, ২০১৮ দুপুর ২:০৫


বোশেখ মাস
কালবোশেখী ঝড়তো হবেই
সাথে বজ্রসহ বৃষ্টি হলে
অবাক হবার নয়তো কিছু
এখন তো প্রিয়ো গ্রীষ্মকাল;
রোদে পুড়ে ঝড়ে উড়ে
জীবনটাই যে টক-মিষ্টি-ঝাল।

জ্বলছে কেবল দিনমজুর গুলো
যারা...

মন্তব্য৩০ টি রেটিং+৪

কি লিখিবো তাঁরে লয়ে? (কবিগুরু রবীন্দ্রনাথ স্মরণে)

০৬ ই মে, ২০১৮ সকাল ৯:০০



কি লিখিবো তাঁরে লয়ে?
লিখে গেছেন যিনি সব কাব্যকরে
কত লোকে যার কবিতার শ্লোকে
তার মরণেরও অনেক পরে
আজও আছেন মন্ত্রমুগ্ধ হয়ে,
সোনার বাংলার জমিনের বুকে।

তার গানেই...

মন্তব্য৪৭ টি রেটিং+৫

এই লও কলম

০৫ ই মে, ২০১৮ রাত ১:১৮



এই লও কলম দিলাম ভালোবাসা
যতটুকু পারো, যতবার পারো
লিখে ফেলো কবিতা,
বাংলা বর্ণমালায়
বোধের দেয়ালে চেতনার ধ্বজা ধরে
লিখে ফেলো—লিখে ফেলো স্বাধীনতার ইতিহাস
কিভাবে এলো লাল...

মন্তব্য২৯ টি রেটিং+৪

মাহে রমযান

০৪ ঠা মে, ২০১৮ রাত ১০:০৪



মাহে রমযান আসিতেছে আমাদের ডাকিতেছে
স্রষ্টার কৃপা লাভ যেন করিতে পারি এইমাসে।

রমযান মাহিনায়
পাপের পাহাড় করিবেন ক্ষমা প্রভু
স্রষ্টারে ডাকিলে ব্যর্থ হবেনা কভু
বিশ্বাসী বান্দায়—
দিনভর রোযা...

মন্তব্য১৬ টি রেটিং+২

৫৬৫৭৫৮৫৯৬০৬১৬২৬৩৬৪৬৫৬৬>> ›

full version

©somewhere in net ltd.