নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সকল পোস্টঃ

আহবান

১৫ ই মার্চ, ২০১৮ রাত ১০:৪৪



ভালোবাসার মূল্য কতো সখি
তোমার বিবেচনায়?
কতো ক্লেশ সহিলে সখি
তোমায় পাওয়া যায়?

‌ কতো সময় করিলে অপচয়
তবো প্রেমের বাঁশি বাজে?

সত্যি করে বলো,
কি চাই তোমার সখি,...

মন্তব্য৩৫ টি রেটিং+৭

বসন্তকাল

১৪ ই মার্চ, ২০১৮ রাত ১১:২৫




ঘরের কোনে পাইনি ঠাঁই
মনের কোণে পেয়েছি।
দূরে থেকেও ঐ দুনয়নে
জোছনা রাতের চাঁদের মতো
ক্ষণিকের তরে—হয়তো ভেসে ওঠেছি।

এই তো ঢের পাওয়া—
নস্টালজিক মন খুঁজিতেছে এখন
ভালোবেসে...

মন্তব্য১৫ টি রেটিং+১

ভালো লাগিবে না জানি

১২ ই মার্চ, ২০১৮ রাত ১০:৩০



জলকনা গড়ে মেঘমালা, মেঘমালা দানে বৃষ্টি
বৃষ্টি খুঁজে অবনীর বুক— লাগে ভীষণ মিষ্টি।

বৃষ্টির নূপুর বর্ষা আনে — নদের বুকে বান
নৌকো মাঝি ভাসায় তরী মুখে তার গান।

...

মন্তব্য২০ টি রেটিং+৩

হে নারী, করি তব বন্দনা

০৭ ই মার্চ, ২০১৮ রাত ১১:০৩



হে নারী, কোন জাদুমন্ত্র বলে নর
তোমার ঐ পদতলে
বিছিয়ে দেয় ফুল।

ফাগুনের হাওয়ায় ভাসে কেবল
তোমার কানের দুল।

ট্রয় নগরীর উপাখ্যান কোন সে কারণে
বিশ্বমানবতার পুলিন্দা...

মন্তব্য৩৪ টি রেটিং+৭

ছোট্ট খুকি—অনেক বেড়েছে

০৭ ই মার্চ, ২০১৮ বিকাল ৫:৪৯



ছোট্ট খুকি—প্রজাপতি
উড়েছে কাছে কাছে—
দিনে দিনে পাগলামো তার
বড্ড ভালো লাগে।

তার ছেলেমানুষী কতো!!
এক সাগরে আছে জল যতো।

সবার সমুখে পড়বে গায়ে
নিদারুন আহলাদে—
ও...

মন্তব্য১৯ টি রেটিং+৩

বাংলাদেশ

০৫ ই মার্চ, ২০১৮ রাত ১১:৪১



বাংলাদেশ,
এক নদী রক্ত পেরিয়ে
স্বাধীন-সার্বভৌম ব-দ্বীপ;
বীর জনতার ভালোবাসার কল্পনা
লাখো শহীদের মানসপটে লালিত আলপনা।
তুমি মায়ের মতোন মমতা ঢালো
দিনে দাও রবির আলো
রাত্তিরে জোছনা।
...

মন্তব্য২০ টি রেটিং+৪

বসন্ত বাতায়ন

০৩ রা মার্চ, ২০১৮ সকাল ১১:৪৮



ফাগুনের পূর্ণিমা আগুন ঝরালো
ঠিকরে ঠিকরে চারিদিকে ছড়ালো
শশীর কিরণ;

অবাক জোছনা মায়া ঢেলে দিলো
অবণীর বুকে বসন্ত বাতায়নে আজি
উন্মাতাল মন।

আমি হেঁটে চলেছি মনের...

মন্তব্য১৪ টি রেটিং+৩

স্বাধীনতার পতাকা

০৩ রা মার্চ, ২০১৮ রাত ১২:০১



বাংলার জমিনে একাত্তরের এই দিনে
লাল-সবুজের পতাকা
হয়েছিলো উড্ডিন ;

বাঙলার ষোল কোটি জনতার মনের গহীনে
আজও আছে তা অমলিন।

বীর জনতার হৃদয়টা চিরোদিন  এমনই থাকবে,
নতজানু হবে...

মন্তব্য১৩ টি রেটিং+১

কবিতার এপিটাফ

০২ রা মার্চ, ২০১৮ সকাল ৮:৪৪



কবিতা কে লিখালো?
ছন্দমাত্রা কে শিখালো?
এ হৃদয় খুঁজেনা তারে —নিউরন ভেদ করে
কবিতা ঝরে পড়ে
কাগজে টুকে রাখি —হৃদয়ের সুখ পাখি।
এই হৃদয়ে এতো...

মন্তব্য১৫ টি রেটিং+৪

শিরোনামহীন

০১ লা মার্চ, ২০১৮ রাত ১০:১৮


আজকে চাঁদ থেকে থেকে
মেঘে যায় ডুবে—
আকাশের তারা গুলো
হয়রান তারে খুঁজে খুঁজে।

আমিও আকাশের তারাকারাজির মতোন
অনন্তকাল তোমারে খুঁজেছি করিয়া যতন...
তুমি মোর কবিতা -...

মন্তব্য১০ টি রেটিং+২

সম্মিলিত প্রয়াস..প্রজাপতি এবং যাচ্ছি গো মা মরে

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৬


এখনো পড়ছি,
আগেও পড়েছি—
আগামীতেও পড়বো..তা,
এ যে সুঘ্রান মাখা—
মৃগনাভীর মতো।
ব্যস্ততার পুরু দেয়াল ভেদ করে
ফুরসত বের করে
তারপরও করি পাঠ।
শিকারের নেশায় বুদ হয়ে থাকা
...

মন্তব্য১৮ টি রেটিং+৩

চিরো বিদায় শ্রীদেবী

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:০৪



কোন প্রতীমার এতো রূপতার আগে কখনো দেখিনি
অবাক করা দুচোখ তার বিশ্বের বিস্ময়
তিনি ছিলেন নৃত্যপটিয়সী—রমনী।
প্রতীমার মতো করে
হাসিতে তার মুক্তো যেনো ঝরে পরে।
কন্ঠো তাঁর যেন...

মন্তব্য২৩ টি রেটিং+১

বাসন্তী বাতায়নে গুনগুন —গুঞ্জরণ

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:৫৭



আলোকোজ্জ্বল এক ভোরে গাইবে বাসন্তী কোকিল। ফাল্গুনের উতাল হওয়ায় সুভাস ছড়াবে পলাশ— চাঁপা— সন্ধ্যামালতী। পৃথীবির বুক বিদীর্ণ করে গজাবে এক অচিন উদ্ভিদ। প্রতীক্ষার লাল গালিচা বিছিয়ে চাতক দু’চোখ...

মন্তব্য২০ টি রেটিং+২

অমর একুশে

২০ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬




নব উদ্যমে জাগো, একুশে ফেব্রুয়ারি,
আমরা কি ভুলিতে পারি?—
ফাগুনের আগুনে থোকা থোকা লাল ফুল—
রাজপথে রক্তের আল্পনা.
ফুলে—রক্তে—শ্লোগানে, আন্দোলনে মুখোরিত
কিংবদন্তীর ইতিহাস, তুমি অনন্য;
গৌরবের চূড়ামণি,...

মন্তব্য৩৭ টি রেটিং+৯

এই কী তব প্রেম?

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:৫০



এই কী তব প্রেম?
হৃদয়মালতী,
_____________ তোমায় শুধালেম।
মোদের প্রনয় কি কেবল হৃদয় যমুনাতে
এমন প্রেম কী আছে
হৃদয় লয়েই যাহা ব্যস্ত কেবল— থাকে তফাতে।

নয়নোমাঝে সৃজে...

মন্তব্য১০ টি রেটিং+৩

৫৯৬০৬১৬২৬৩৬৪৬৫৬৬৬৭৬৮৬৯>> ›

full version

©somewhere in net ltd.