নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শাহ আজিজ
শৈশবে খুজেছি হন্যে হয়ে
মাতার সুগন্ধি স্তন
ঠোট ঘষে ঘষে অঁন্ধ হাতড়ে
পেয়েছি- করেছি আকন্ঠ পান
যৌবন যখন উন্মাদ প্রায়
করেছি বান্ধবীর অন্তর্বাস হরন
ছায়াহীন কায়াহীন কফিতে মোড়ানো
ঘামে ভেজা আহা ! সুডৌল স্তন
সাত পাকে বাধা...
পরাধীনতা আমাদের এক করে রেখেছিল
এক করে রেখেছিল একটি ছাতার নিচে
স্বাধীনতা এসে বিভেদের ছাতা দিল তুলে
প্রতিটি মাথার ওপরে গত চার যুগ ধরে ।
পরাধীনতায় দেখিনি কে যবন,তুর্কী,ইরানী
মঙ্গোল,আরব...
সৌরলোক বলে ‘ওরে নিসনে নিসনে এমন প্রতিশোধ
ভূলোকের জীব হবে ক্ষয়
অবশেষে তোর-ই পরাজয় ।’
বায়ু বলে ধোঁয়ায় ধোঁয়ায় আচ্ছন্ন আমি
আমারও তো প্রয়োজন নির্মল নিঃশ্বাস।
জল গায় কোরাসঃ পরিপূর্ণ আমা দেহ
বর্জ্যে অজানা ,অচেনা...
অর্ধ নিশির আধো ঘুমে
আধো জাগরনে আমি জেগে উঠি
ফুল্লেল ফল উদ্যানে
হয়ে উঠি এ্যাডামস্
স্বর্গোদ্যানের প্রাণহীন
বৃক্ষতলে অসহায়,
অপেক্ষায় কাটে ঘ্রানহীন সময়-
বস্ত্রহীন ঈভ আসে
কি কৌশলে,অঘটনঘটনপটিয়সী
মৃদু হেসে জিজ্ঞাসে যেন
কতদিনের জানাশোনা পরিচয় ।
তার উন্মুক্ত ,বসনহীন শরীরে
চাঁপার ঘ্রানে...
©somewhere in net ltd.