নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম
আমি সারাদিন সুখী মানুষের চেহারা
চুরি করে সব জায়গায় ঘুরে বেড়াই।
অথচ কেউ ধরতেই পারেনা
-আমি একজন মুখোশ চোর!
ধরা পড়ে যাই মাঝে মাঝে
-যখনই কোন আয়নায় আমার চোখ চলে যায়।
আমার একজীবনের কষ্টের দোহাই
-শহরের সব...
আমি দোতালার জানালা খুলে
মাঝে মাঝে সারারাত
আকাশে তাকিয়ে থাকি।
আমি তোমার জন্য
রাতের আকাশে সারারাত ডুবতে ডুবতে সাঁতরাই
অথচ আমি জানি
-রাতের আকাশে তুমি নেই।
কি অসহ্য রকম ফাঁকি দেই আমি
নিজেকে!
————————-
রশিদ হারুন
১৫/০৬/২০২০
বিদায়ের সময় বন্ধুরা প্রায়ই বলে,
ভালো থাকিস।
আমি কাউকে বলতেও পারিনা,
‘আমি ভালো নেই’
কীভাবে বলবো!
আমি প্রতিদিন একই শূন্য ঘরে
অ-ঘুমের ছটফটানিতে
-সারারাত একটি টিকটিকিকেও অসুখী করে রাখি।
তুমিই বলো,
আমার কি অন্য কোন কাজ নেই!
আমি কি...
ঘুমিয়ে পড়লেই
তুমি স্বপ্নে আসো!
তোমাকে আটকাতে আমি জেগে উঠি বারবার,
জেগে উঠলেই তুমি হারিয়ে যাও!
আবার ঘুমিয়ে পড়ি স্বপ্নে তোমাকে খুঁজতে।
আমি অনেক দিন ধরে এই ঘুম আর জেগে উঠার খেলায় আটকে আছি।
একজন...
তুমি বলেছিলে,
-দেখা হবে।
আমাদের দেখা হয়নি আর কখনো।
‘দেখা হবে’ এর অর্থ বুঝতে বুঝতে
আমার একজীবন চলে গেলো!
মানুষ এখন আমাকে কবি বলে ডাকে।
—————————————
রশিদ হারুন
১৪/০৬/২০২০
আমি আর ফিরে তাকাবোনা,
অন্ততঃ আজ আমি পিছনে ফিরে তাকাবোই না,
আমার কবিতার দোহাই,
বিদায়ের সময় মনোলীনা যেনো আজ আমাকে পিছনে না ডাকে।
আমার চোখ দুটো
মনোলীনার অজান্তে তারই চোখে
-আজ নিশ্চিন্তে রোদ পোহাচ্ছিল,
আর...
অ-ঘুমে আমার একলা বিছানায়
আগুন লাগে প্রতি রাতেই!
আগুনের তাপে আমার চোখ পুড়ে যায়,
চোখের টল টল জলে আরও আগুন বাড়ে বিছানায়।
আমার জলে ভরা বোকা চোখ আগুন বিছানায় জ্বলতে দেখে,
-কিছু বোবা কথা,
- পাঁচটি...
মেঘের উপর দিয়ে উড়ছি আকাশে
পৃথিবীর জমিন থেকে অনেক দূরে
-এক বুক ছটফটানি দূরে।
আমার চারদিকে অলস কিছু মেঘ, কিছু সুতো ছেড়া ঘুড়ি, ঝড়ো হাওয়ায় হারিয়ে যাওয়া অসংখ্য অভিমানী চিঠি আড্ডায় ব্যস্ত।
বিমানের গায়ে...
তুমি আমাকে প্রায়ই বলতে,
-কী আজেবাজে কবিতা লেখ!
আমি কিছুই বুঝি না।
আমি হাসতাম-তখন শুধুই হাসতাম।
বিশ বছর আগে তুমি চলে যাবার সময় যেমনটা দেখেছিলে,
আমি এখনও সেই আজেবাজে কবিতাই লিখি।
তারপর থেকে মাঝেমাঝে আমার...
ঝড়-বৃষ্টির দিনে আকাশ পাতাল জুড়ে
বাতাসের তীব্র কান্নাকাটি।
সেই কান্নায় আমার বুকের মাঝেও জল বেড়ে যায়।
আমি আর আমার নিঃসঙ্গতা
ভয়ে আলিঙ্গন করে শুয়ে থাকি,
-আমার রাতের বিছানা যেন আজও জলে ডুবে না যায়।
তীব্র রোদে...
এখন তোমার দেখা পাই শুধুই গভীর রাতে!
চোখ বন্ধ করলেই তোমার চলে যাওয়ার আবছায়া দেখতে পাই।
ঘুমের মধ্যেও কেঁদে ফেলি।
সকালের আলোতে আমার ঘুম ভেঙে যাওয়া পর্যন্ত একদিন অপেক্ষা করলেই পারো!
-অন্তত তোমাকে আর...
আমার কান্না পায়,
প্রচুর কান্না পায়,
একথা কি চিৎকার করে বলতে হবে?
যদিও আমি আজকাল অযথাই অল্পতেই কেঁদে ফেলি!
কেন যে কাঁদি?
সারাদিন তার কারণও খুঁজেও পাই না।
আমার মনে হয়,
-প্রেমে পড়লে মানুষের চোখের জল...
কালো মানুষ,
কে তোমাকে কালো বানাল?
পৃথিবীর সব কষ্ট আর অপমানের রং তুমি একাই তোমার বুকে নিয়েছ!
কেন নিলে?
তুমি কি জানতে
-পৃথিবীর তাবৎ অক্ষম সাদা মানুষরা তাদের অক্ষমতা আর ঘৃণা তোমার শরীরে...
“বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসুলিল্লাহ”
-এই শব্দটা পেলেই আমি ঘরের উত্তরের জানালা খুলে দেই।
প্রতিবারই দেখি একটি লাশ নামানো হচ্ছে কবরে।
উত্তরের জানালার দেওয়াল ছুঁয়েই আমার মহল্লার প্রাচীন কবরস্থান।
আমি প্রায়ই গভীর রাতে গোপনে,
পরিচিত-অপরিচিত...
©somewhere in net ltd.