নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার কারো কাছে নেই কোন অভিমানের দেনাপাওনা, নেই কোন কষ্টের হিসাব, তবুও লুকিয়ে থাকা হাহাকার পরম যতনে আগলে রাখি-- প্রথম পাওয়া চিঠির মত, আমি এই রকমই বন্ধু ।

জিএম হারুন -অর -রশিদ

আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম

সকল পোস্টঃ

একটা মাননীয় জীবনের স্বপ্ন

২৬ শে মার্চ, ২০২০ রাত ১:০৭


জনাব,
আপনি এক মাসের জন্য আমার আমজীবনডা নেন-
আর আপনার মাননীয় জীবনডা এক মাসের জন্য ধার দেন।
আমজনতার জীবন আর রুচিতে যায়না আমার।
সকাল-বিকাল এই আমজীবনে কোনো উত্তেজনা নাই।

জনাব,
একটা পতাকা লাগানো গাড়িতে চড়তে মনে...

মন্তব্য১০ টি রেটিং+১

পাঁচটি আবোল তাবোল

২০ শে মার্চ, ২০২০ রাত ১০:৩১



দীর্ঘশ্বাস
———
তুমি এতো কাছে এসে- কেনো বুকে ছাড়লে গরম দীর্ঘশ্বাস?
তারপর থেকে বুক জ্বলে যায় ভিতরে বাহিরে- চারিদিকে শুধু গরম বাতাস।
——————————

আছি ভালো
—————
বলেছিলে, মাথায় গোবর, অ-দরকারী লম্বা, চেহারা কালো!
গোবর মাথায় এইটুকু বুঝি, তোমার...

মন্তব্য২ টি রেটিং+০

বিছানার চাদরের বিষন্নতা

১৭ ই মার্চ, ২০২০ রাত ৯:৫৩

১।
আমি ভালো আছি-
দিব্যি ভালো আছি
আমি একলাই এখন দাবড়াই
কোলবালিশের মতো অ-ঘুমের সাথে।
একটা পুরো বিছানার চাদরে সারারাতে।

আমার ‘মন’ তার সব ভালোবাসা আর অভ্যেসের দেহ টিনের বাক্সে রেখে দিয়েছে।

আমি ভালো আছি-দিব্যি ভালো...

মন্তব্য৬ টি রেটিং+০

আজ চোখে কাজল দিয়োনা

১৩ ই মার্চ, ২০২০ রাত ১০:৩৭


এমন আগুন জোছনায় তুমি আজ
চোখে কাজল দিয়োনা।
এমন আগুন জোছনায় আমি আজ
ঘরের বাতি জ্বালাবোনা।

আকাশে জোনাকিদের সংগম,
পাগলা বাতাসে শুধু কামনার গন্ধ।
আর আমার বিছানায় নাচে জোনাকিদের সংগমের ছায়া।

এমন আগুন...

মন্তব্য৮ টি রেটিং+১

একজন পুরুষ হারানোর গল্প

১২ ই মার্চ, ২০২০ সকাল ১১:১১


একজন পুরুষ মন খারাপ করে
খোলা মাঠে শুয়ে রাতের আকাশ দেখছিল।
হঠাৎ হঠাৎ ক্ষতবিক্ষত চাঁদ
অদৃশ্য হয়ে যাচ্ছিল মেঘের আড়ালে।
মাঝে মাঝে পুরুষটির চোখ দিয়ে
কোনো এক কষ্টের জল গড়িয়ে পড়ছিল সবুজ ঘাসের উপর।
চোখের...

মন্তব্য৬ টি রেটিং+০

শুনতে কি পাও?

১১ ই মার্চ, ২০২০ সকাল ৮:৪৪



ঠিক বুকের এইখানে কান পাতো-
শুনতে পাও শো শো কোনো শব্দ?
এটা বাতাসের শব্দ।

এই বাতাসে ভেসে বেড়ায়
কবেকার ভুলে যাওয়া রাস্তাঘাট, গাছপালা , বাড়িঘর, মানুষ আর কথা।
আরো ভাসে ভুল করে মরে যাওয়া কিছু...

মন্তব্য৮ টি রেটিং+১

দেখা হয়ে যায়

১০ ই মার্চ, ২০২০ রাত ১২:২৭


যখন তখন দেখা হয়ে যায় তার সাথে!
লুকিয়ে থেকেও লাভ নেই।
ঘরে বাইরে সব জায়গায়-
এমন কি পুকুর অথবা নদীতে!

হঠাৎ ভুল করে চোখ তুলে তাকালে,
কোনো আয়নায় অথবা জলেও
দেখা যায় তাকে -
একজন ভীষন পরিচিত...

মন্তব্য৪ টি রেটিং+০

অসুখনামা

০৭ ই মার্চ, ২০২০ রাত ৮:২৪

এক অদ্ভুত অসুখে আমি বোধহয় শীঘ্রই মরে যাবো তাই——

অসুখ -১
———————
একলা হলেই
একটি সাদা বক বুকে বসে পড়ে যখন তখন।
“ছুঁয়ো না-ছুঁয়ো না”
বকটি না করার পরও
লোভীর মতো তাকে ধরতে যাই প্রতিবার।
ছুঁতেও...

মন্তব্য১০ টি রেটিং+০

১০৭ নং দুঃখটা

০২ রা মার্চ, ২০২০ বিকাল ৫:০২


১০৭ নং দুঃখটা বড্ড কষ্টে ফেলেছে আমাকে।
কষ্টটা হঠাৎ করেই শুরু হলো এক কলিজাপুড়া দুঃস্বপ্নের ঝাপটাতে।
বুকের ভিতর আস্ত একটা পুরাতন বাড়ী ধুমড়ে মুচড়ে ভেঙ্গে পড়লো সেই কষ্টে।

আশ্চর্য!!
চারিদিক থেকে চেনা-অচেনা অনেক মানুষই...

মন্তব্য৬ টি রেটিং+০

মরা-বাঁচা

০১ লা মার্চ, ২০২০ সকাল ৮:৪৫


দুঃস্বপ্নের এই বুক জুড়ে
মধ্যরাতে হঠাৎ করে
-উড়ে আর উড়ে,
...

মন্তব্য১০ টি রেটিং+০

যাত্রী ছাউনিতে একটি হাহাকার

২৯ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:১২


যুবকটি চামড়াপোড়া রোঁদে দাড়িয়ে ছিলো যাত্রাবাড়ী মোড়ে ৮নং বাসের অপেক্ষায়।
অনেকদিন পর তীব্র পিপাসায়
বরফ শীতল একটা কোক কিনলো যাত্রী ছাউনির ছোট্ট দোকান থেকে।

এক মিনিটের এক চুমুকে
বোতলের মুখে না দেখা...

মন্তব্য৩ টি রেটিং+০

একটি অমীমাংসিত মৃত্যু

২৭ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:১৩


পুরুষ মানুষটি -
বুঝতে পারছিলো সে মারা যাচ্ছে।
ঠিক সেই সময়ে সে অপলক তাকিয়ে ছিলো একজন নারীর দিকে।

সেই নারীর চোখের অবহেলার আঘাতে পুরুষের চোখের মাঝে রক্তাক্ত জখম হচ্ছিলো।
জখম চোখ...

মন্তব্য২ টি রেটিং+০

কবি ও গাছ

২৫ শে ফেব্রুয়ারি, ২০২০ বিকাল ৩:৪১


মি. মোদী বললেন,
“মানুষের ভালোবাসার দাম একেবারে মূল্যহীন করে দাও।
সাথে বুকের সব অভিমান আর হাহাকার কেড়ে নাও।
শুধু তাদের বুকে ধরিয়ে দাও পাহাড় পরিনাম কষ্ট”।

মি. ট্রাম্প বললেন,
“মানুষের চোখের ছিড়ে ছিড়ে পড়া জল।
বিশ্বায়নের...

মন্তব্য১০ টি রেটিং+১

আমার মাথার তার গ্যাছে বুঝি আইজ ছিঁড়া

২০ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ১:৩১


নতুন মহল্লার বেবাক বাড়ি ধইরা
আমার মাথাডা খালি সো সো কইরা
কে যে উড়ায় এই ঢাউস মাথাডা?
মাথাডা দুই হাতেও ধইরা থামাইতে পারিনা!
চোখখে মুখখে খালি তোমার দোষ লাগা বাতাস খালি বাইরায়।
আমার...

মন্তব্য৪ টি রেটিং+০

এ নাহলে কষ্ট কিসের!!

১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:২৭


ভুল করে,
শুধু ভুল করে বুকের দরজা খুলেছিলাম একদিন!
তারপর থেকে,
একটা আস্ত আমাবশ্যার চাঁদ সুযোগ বুঝে ঢুকে গেলো সেখানে।
তখন থেকে দশ রাত-
এই বুকে সব দখিনা হাওয়া বন্ধ।
বাতাসের করুন কম্পন আর বিষাক্ত কান্নার...

মন্তব্য৯ টি রেটিং+০

২১২২২৩২৪২৫২৬২৭২৮২৯৩০৩১>> ›

full version

©somewhere in net ltd.