নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম
আমার জীবন
এতো জোড়াতালি মারা জীবন!!
টানতে টানতে প্রতিদিনই আরো ছিড়ে ফেলি,
দর্জিওয়ালা ও করুনার হাসি দিয়ে বলে,
“এতো ছেড়া জীবন আর সেলাই করে কি হবে!!
ফেলে দিলেই হয়,
অযথা সবার সময় নষ্ট।”
ঘুমোতে যাবার আগে প্রতি...
ঈশ্বর,
প্রতিদিনই আমার গভীর ঘুম লাগবে এমনতো কথা নেই।
আমিতো আপনাকে বলিনি
আমি আস্ত একটা ঘুম রাত্রি চাই।
আমি ঘুমোতে চাইনা
রাত হলেই কেনো যে
আপনি আমার বিছানাকে
ফাঁসির মঞ্চ বানিয়ে ফেলেন!!
আমার রাতের ঘুমটি প্রতিদিনই ফাঁসিতে ঝুলে...
প্রিয় মনোলীনা,
আগেতো কখনোই আমার এমন হতোনা,
এখন কেন যে এমন হয় হয়?
ঘুড়ি উড়াতে গেলেই
হাত কেটে যায়-
মায়াহীন রংগিন ধারালো সুতোয়।
আমার ঘুড়ি এখন দিশাহারা হয়ে
উড়ে আর উড়ে
তোমার মায়াহীন ‘জলে ডুবা’ আকাশে।
আর ঘুড়ির একটি...
এই শহরে আমার আকাশ
—————————
আশ্চর্য্য !!
এই শহরের
একবারও কেউ দেখলে না!
আমার আকাশটা অনেকদিন ধরেই
তার বাড়ীর বারান্দায়
ভিজে কাপড়ের মতো রোদে শুকাচ্ছে
একটি অদৃশ্য সুতোয় ।
সেখানে মন খারাপ করে বসে থাকে
অসংখ্য ভিজে রোদ।
সেই ভিজে রোদে
একটা...
একদিন
ঘুম ঝরে যায়।
একদিন
সময় ঝরে যায়।
একদিন
অচেনা শহরের মাঝে
চেনা এক শহর ঝরে যায়।
একদিন
আমার মাঝে আরেক আমি
ঝরে যাই খুব গোপনে।
তারপর নিজেকেই ফেলে আসতে
বিড়ালের মতো বস্তা বন্দী করে
অস্হির...
আজ তাদের দু’জনেরই উনিশ।
অজানা এক অদ্ভুত মন খারাপ করা সময়ই তাদের ছাড়ছেনা কিছুতেই।
গভীর রাতে,
মেয়েটি তার পাঁচতলার জানালার পর্দা সরিয়ে,
জোছনা ভরা আকাশে তাকিয়ে
জ্বলজ্বল করা চাঁদকে দেখে-
এক অদৃশ্য হাহাকারে বলে উঠলো,
‘আহা কতো...
আমার বাবা খুব গরীব বলে
আমার পেট ভরে
কখনো দু’বেলা খাওয়া হয়নি।
তাই আমি কখনো সাহস করে মন খুলে কথা বলতে পারিনি।
গলির শেষ বাড়ির মেয়েটির বাবা হুলুস্থূল ধনী লোক,
মেয়েটি ডায়েট করে,
তাই পেট...
বালক আর বালিকা
থাকে পাশাপাশি বাসায়।
প্রতিদিন দেখতে দেখতে দু’জনেরই
ভালোবাসা হয়ে যায় মনে মনে।
বলবে বলবে করে আর বলা হয়না
কারোই,
“যদি সে ‘না’ করে বসে,
ছিঃ ছোট হয়ে যেতে হবে তাহলে- তার কাছে।
ওই বলুক না...
জানালা দিয়ে-
বালককে দেখলেই বালিকাটি
অদ্ভুত অদ্ভুত আবদার করে প্রতিদিন।
সেদিন স্বচ্ছ কাঁচের বয়াম এগিয়ে দিয়ে বললো-
তার কিছু লাল রংয়ের রোঁদ লাগবে,
বালকটি তার বুকের পাল্লা খুলে জমানো সবটুকু লাল রোঁদ দিয়ে দিলো।
আরেকদিন বালিকা...
নাম- পাওয়া যায়নি
বয়স- আনুমানিক ৪৫ থেকে ৫০ এর কাছাকাছি একজন মানুষ।
গভীর রাতে মৃত অবস্হায় পড়েছিলো নির্জন রাস্তায় ।
সেদিন ভরা পূর্ণিমা ছিলো।
ময়না তদন্ত রিপোর্টে স্পষ্ট ভাবে বলা হয়েছে-
মৃত অবস্হায় লোকটির...
মনোলীনা,
তুমি
আমায় ডেকেছিলে একদিন
বিষন্ন বিকেলে।
বিশাল মাঠে
আমি দাড়িয়েছিলাম একা-
পিছনে এক দীর্ঘ বোকা বিষাদ,
বিকেলের ম্লান আলো
মাইলের পর মাইল ছাড়িয়ে
মন খারাপের ফাঁদ পেতে রেখেছিলো,
আকাশে উড়ছিলো একদল ক্ষুধার্ত শকুন।
তুমি আসোনি সেদিন।
অপেক্ষার সাথে অপেক্ষা-
সেলাই করতে করতে...
সন্ধ্যা শুরু হলেই
তাকিয়ে থাকি,
একনজরে তাকিয়ে থাকি,
মোবাইল স্ক্রীনের উজ্জ্বল আলোর দিকে,
কতক্ষণ একনজরে তাকিয়ে থাকা যায়, বলুনতো?
আপনিকি কখনো এভাবে অপেক্ষায় থাকেন?
জানেন,
একদৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে না
আমার চোখে একসময় জল চলে আসে।
চোখের জল কখন...
আমি, একটা পরিত্যক্ত বাড়ী
আর সাথে একটা বট গাছ,
আমরা তিনজনে একসাথেই থাকি
অথচ আমরা তিনজেনই একা,
সম্পূর্ন একা।
এটাকে বাড়ী বললে ভুল হবে
দেড় রুমের ভাঙা মাটির ঘর,
গ্রামের একেবারে শেষ মাথায়।
আশে পাশে কোন কিছুই...
মনোলীনা,
আমি শত বছর হলো ঘুমাইনা,
কি এক অদ্ভুত রোগে ধরেছে,
আমার এখন সন্ধ্যা রাত্রিতে অস্হিরতা পেয়ে বসে প্রতিদিন।
সূর্য হারিয়ে যাওয়ার সাথে সাথে রাস্তায় নেমে পড়ি,
হাটতে হাটতে নিয়ন বাতি আর চাঁদের আলোতে...
মনোলীনা,
আমার একটা খুন করতে ইচ্ছে করছে।
একটা বোবা ধারালো অক্ষমতা নিয়ে
দাড়িয়ে আছি গলির নষ্ট ল্যাম্পপোষ্টের আড়ালে।
মন খারাপের রাতের মরা আলোটুকু চুরি করে-
দাড়িয়ে আছি আমার মরা বুক নিয়ে,
কেউ যেনো আমাকে দেখতে না...
©somewhere in net ltd.