নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের ব্যবধানে বেজে বেজে চলে, সূর্য চাঁদ সবচেয়ে- দূরতম শব্দের মাস্তল, যেন কোন অজ্ঞাত নিবাস থেকে ছুটে আসি।পরিচিত শ্টেশন এলেই তুৃমি দেখাও নিশান- আমি উঠে পড়ি...

কিরমানী লিটন

সকল পোস্টঃ

আমি ভালো আছি-মা,তুমি ভালো থেকো...

২৩ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:০৬



তোমার আকাশ স্নিগ্ধ হাওয়ায়-মুগ্ধ ছড়াক শত,...

মন্তব্য৩২ টি রেটিং+৭

হঠাৎ করেই দ্যাখা !!!

২২ শে অক্টোবর, ২০১৫ রাত ১:৪৯



স্বপ্নে খুঁজি ভোরের আঁচল
স্বস্তি হারায় আশা,
আকাশ ছোঁয়ার তেষ্টা জুড়ে
বিরান মরুর বাসা।
আমার চাঁদে সূর্য্যি মামা
অবহেলার আড়ি,
পূর্ণিমা তাই ঠাঁই পেয়েছে
অথৈ আঁধার বাড়ী।
রাত্রি জাগার ক্লান্তি এখন
অবসাদ আর একা,...

মন্তব্য৫৮ টি রেটিং+১০

প্রেম,বিয়ের কবিতাঃ

১৭ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:০২


এক.

তখন তুমুল প্রেমের সময়
কল্পনাতে সাজা,
তুমি ছিলে কঙ্কাবতী
আমি তোমার রাজা।
কল্পনাতে ঘুমাই তখন
কল্পনাতেই খাই,
কলপনাতেই ভাসিয়ে তরী
মেঘের কোলে ঠাই।
তুমি যদি নদী হতে
আমি নদীর তীর,
ইচ্ছেরা সব জোনাক জ্বেলে
জমিয়ে দিতো...

মন্তব্য৩৯ টি রেটিং+৪

আমার কথা-মনে রাখিস...

১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ১:৩২



অরণ্যের মৃত্যু -এগারো .

চোখের পাতায় ঘুমের ছোঁয়ায়
মৃত্যু এলে শিয়র পাশে,
মৃত্যু-দূতের ভীষণ তাড়ায়
পাইনা যদি বিদায় শেষে।
একটা দাবী থাকলো জমা
তোমার তরে করজোড়ে,
ভালোবাসি ভীষণ ভালো
অতল হৃদয় স্বত্বা-জুড়ে।

রাতের গভীর ঘুমের...

মন্তব্য৮ টি রেটিং+২

"ভাবী", ভাবতেই থাকি... !!!

০৯ ই অক্টোবর, ২০১৫ ভোর ৪:০০




ভাবী-এক রহস্যময় শব্দের নাম।পৃথিবীর যাবতীয় অজানাকে আবিষ্কারের পরও যে শব্দের মোহ আপনাকে তাড়িত করবে আমৃত্যু-তাঁর নাম,"ভাবী"।সাধারনত আমরা বড় ভাইয়ের বউকে ভাবী বলে থাকি।এই রমণীর হাতেই সংসার সুখের হবার সোনার...

মন্তব্য২৪ টি রেটিং+৩

সুবচন-কুবচন ঃ

০৭ ই অক্টোবর, ২০১৫ রাত ১:২৯


অরণ্যের মৃত্যু(দশ).

চকচক করলেই-
সোনা তাকে বলে না,
সোনা তবু চকচকে,
না হলেও চলে না।
নাই মামা থেকে নাকি-
কানা মামা ভালো হয়,
দুষ্ট গরু কোথায় গেলো,
শুন্য গোয়াল পড়ে রয়!

সত্যের তাড়া সদা-
দিয়ে যায় গুণীজন,
যাবে নাকো...

মন্তব্য২৭ টি রেটিং+৪

"...মিনারা বড় হচ্ছে,আপনি পরিমলদের ব্যাপারে সচেতনতো !!! "

০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১:৪৬


দু\'চোখের জল তখন অশ্রুধারায় রক্ত ঝরিয়েছে।স্মৃতির ধুলো তাতে তৃষ্ণা মিটিয়েছে।আমার একলা আকাশ উপুড় হয়ে আমারই মাথায় চেপেছে।অভিমানী জোসনা তখন জোনাক-জলা হলকের বদলে, কেবলই আঁধার ছড়িয়েছে-আমার বিরান পথচলায়।তখন ঝলমলে শহরের...

মন্তব্য৩০ টি রেটিং+৬

অনুতাপে-অনুবাদ...

০২ রা অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৫



অরণ্যের মৃত্যু...(৯).

হৃদয়ের জোড়াতালি অবহেলা ছিল
খাল নদী ভরে তার,ভাসিয়েছি বিলও ...
বিশ্বাসী প্রতারক মিত্রের সুর
ভুল অনুবাদে তাই-সুচনার ভোর।

সময়েরা সারক্ষন,তাড়া মেখে চলে
হেঁটে চলে যেতে শেষে-অতলটা খুলে।
অতলটা ছুঁয়ে দেখি ফকফকে...

মন্তব্য২৬ টি রেটিং+৩

গ্রামে আর একতারা,বাজেনা এখন ঃ

০১ লা অক্টোবর, ২০১৫ সকাল ৭:৫২



অরণ্যের মৃত্য-আট.

গ্রামে আর একতারা বাজেনা এখন
ধু-ধু মাঠ পার হয়ে,
ডোবা-নালা ভরা এই,গ্রাম বাংলার তীর।
আসেনা সাইফুল মুলুক,শাহজাদির খোঁজে
ঘাংগুরের জলে বেহুলাও ভাসায়না ভেলা,
লক্ষ্মীন্দরের চিতা জ্বলে শ্মশানের ঘাঁটে।

এখানে সন্ধ্যা হলেই-
একদিন রুপবান এসেছিল
রহিম...

মন্তব্য১৩ টি রেটিং+১

এই সাকিন,এই নিবাস ঃ

৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৬:১৭



অরণ্যের মৃত্যু-সাত.

গৃহহীন হয়ে পড়ি ক্রমে ক্রমে,
ক্রমে ক্রমে গৃহের নিবাস থেকে ছুটে আসি-
একটি নিষ্পাপ গোধূলির কলিজার ন্যায়
একা একা কোথা হেঁটে যাই,
যাচ্ছি কোথায় অবেলায়...?

চৈতন্যের জঠরে এখন বৃষ্টিপাত
পাতা পতনের দৃশ্য,
প্রজ্ঞার বিমুগ্ধ...

মন্তব্য৮ টি রেটিং+২

আঁধার মাখি গায় ...

২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:১৬



অরণ্যের মৃত্যু-ছয়.

তোমার কথা ভাবতে গেলে-মনের নদী আগুন,
চোখের জলে রক্ত ঝরে,দুঃখ বাড়ে দ্বিগুণ!
বুকের বুনন পাঁজর ভাঙা-ঘামের নোনা ভাসে,
নীলের স্রোতে শোকের মিছিল,খিলখিলিয়ে হাসে।

তোমার কথা ভাবতে গেলেই,ভয়ের পা-টা কাঁপে,
আমার আকাশ উপুড়...

মন্তব্য১৩ টি রেটিং+৩

"এখানে আসেনা-সকাল...!!!"

২৬ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:০৯


অরণ্যের মৃত্যু -পাঁচ.
("খুঁজিয়া ফিরি ওবামার পা,নরেন্দ্র মোদীর ভারত ...
দেখা হয় নাই চক্ষু মেলিয়া-
বসত ঘরের জানালা খুলিয়া,
আমার বোনের আঁচল ছায়ে-আমার প্রতি দরদ !!!" সেই কাঙ্ক্ষিত সূর্যোদয়ের প্রত্যাশায় ... )।

নিয়মের ভোরে...

মন্তব্য১৭ টি রেটিং+২

চাইনা ভিক্ষা মাগো,কুকুরটা তাড়া!!!

২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩৯



অরণ্যের মৃত্যু - চার .

আযানের আহবানে বিলাপের সুর
কান্নায় শুরু তাই বেদনায় ভোর।
অসতের পিকদানি ফুলদানি সাঁজে,
ঢেউ তুলে মিথ্যের মসনদ মাঝে।

এখানে আশার রবি দুপুরেই...

মন্তব্য৪ টি রেটিং+১

আসুক,এবার ঈদে ঃ

২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৭:০৪




সকাল যাদের অনাহারী কাটে
দুপুর মিটেনা খিদে,
রাতের চোখে কান্নার জল
সাধ্যেরা পুড়ে রোদে।

জীবন যাদের ঝড়ের আকাশ
জোছনা হাসেনা চাঁদে,
পুঁজোয় তাঁদের প্রসাদ জোটেনা
অন্ন জোটেনা ঈদে।

স্বপ্নের গায় শ্যাওলা আবাদ
আশার ডানা রুদ্ধ,
আগামীরা ডুবে আঁধারে অকুলে
করে...

মন্তব্য৬ টি রেটিং+১

অরণ্যের মৃত্যু ঃ

২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:১৩



৩.
বাংলাদেশের বর্তমান রাজনীতির নির্দয়-নিষ্ঠুর বাস্তবতায় রাজনৈতিক নিপীড়নে,আত্মগোপনে থাকা সময়গুলিতে একজন বিপ্লবী স্বামীর,স্ত্রীর কাছে লিখা চিঠি

সোনাবউ,
চোখ বাঁধা গণতন্ত্রের বাকশালি মোড়ক,ডিজিটাল মশার নির্মম উপদ্রপ,শঙ্কিত জনপদের নির্ঘুম রাত প্রতিনিয়ত যখন মৃত্যুর...

মন্তব্য১৩ টি রেটিং+২

১০১১১২১৩

full version

©somewhere in net ltd.