নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের ব্যবধানে বেজে বেজে চলে, সূর্য চাঁদ সবচেয়ে- দূরতম শব্দের মাস্তল, যেন কোন অজ্ঞাত নিবাস থেকে ছুটে আসি।পরিচিত শ্টেশন এলেই তুৃমি দেখাও নিশান- আমি উঠে পড়ি...

কিরমানী লিটন

সকল পোস্টঃ

ভুলের পথে একলা হাটি, ভুল পথটাই আমার...

০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ১:২৮




স্বপ্ন যদি ভর- দুপুরে, গলায় বাঁধে দড়ি,
বুঝবে সেটা ভুলের শুরু, ডুববে আশার তরী।
ডুবলো রবি অকাল বেলা, ছন্দপতন প্রাণের মেলা,
সাধের নাগাল সাধ্যরা সব, সুদূর অচীন- পথভোলা!...

মন্তব্য৭১ টি রেটিং+১৩

চাইনা কিছু- প্রেমছাড়া...

০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১০:৫৩



প্রেমের তালাশ জীবন জুড়ে-
সকাল দুপুর সন্ধ্যারা,
প্রেমেই জীবন স্বপ্নে জাগে,
ঘুমিয়ে গেলেও রাত্রিরা।


নীলের প্রেমে দুঃখের অনল,
লালটা বারুদ- দ্রোহের,
বল শুনি কে দেখেছো
রঙটা কেমন সুখের ?

প্রেমের শোকে কালোর...

মন্তব্য৭১ টি রেটিং+৯

মা তোর বদনখানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি ...

৩১ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫৩




আমাকে একটি বাঁশি দাও
আমি সুর তুলি, গান গাই,
আমাকে একটি রাইফেল দাও
আমি ধরে রাখি- আমার স্বাধীনতা !!

মা- মাটি- মাতৃভূমি। এই তিনের প্রশ্নে, বাঙালী কখনও ছাড় দেয় নি- কোন কালেই।...

মন্তব্য৬৬ টি রেটিং+১০

যে তুমি- চৈতন্যে জঠরে...

২৮ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০০





ইচ্ছে হলেও পাইনা ছোঁয়া- সুবাস মাখা তোমার চুল,
বর্ষা এলেও হয়না দেখা, আগের মতো কদম ফুল।
তোমার দুয়ার খোলাই ছিল, আমার ছিল বুঝার ভু্‌ল,
সেদিন থেকেই ভুলের শুরু,হারিয়ে গেলো...

মন্তব্য৭৭ টি রেটিং+১১

“বেঁচে থাকো সামু-কোটি প্রাণের বিশুদ্ধ প্রেরণার মুগ্ধতায়-সৃষ্টি সুখের উল্লাসে” ...।

২৬ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:৪১




বড় যদি হতে চাও, ছোট হও আগে। বোধের ভোরে এই ছিল বাবার মুখ থেকে শুনা, জীবনের প্রথম পাঠ। সারা জীবন তাই, ওস্তাদ নয়- বিশুদ্ধ শিষ্য হতে চেয়েছি এবং...

মন্তব্য৫০ টি রেটিং+১৩

দ্রোহের বারুদ জ্বালিয়ে প্রাসাদ, পুড়বে মোহের-চেয়ারটা...

২৩ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩১




যেথায় রাতে চাঁদের আড়ি, দিনের সাথে সূর্যটা
হৃদয় থাকে অনেক দুরে-একটা হতে আরেকটা,
অন্দরে তার বিভেধ কালো, মাথার উপর আকাশটা
সদাই সেথা ঠেলছ কেন, আমার প্রাণের স্বদেশটা ?

হিংসা...

মন্তব্য৪৭ টি রেটিং+১২

নাম তার হেলেনা ঃ

১৮ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৯




জল ঝরে নিঃশেষ-আকাশের কান্না,
জোছনারা নিঃস্ব-পূর্ণিমা ভাসে না।
ক্লান্তিতে ক্ষেমা দেয়-সংগ্রামী চেতনা,
রোদঘাম মুছে দেয়,বঞ্চিতে বেদনা।

বিকিরণে ভিখারিনী-দেউলিয়া রুখে না,
আঁধারের জ্যাম লাগে-সূর্যটা জ্বলেনা।
আঁধারেও স্থির থাকে-এতটুকু দুলেনা
নাম তার হেলেনা, মানুষ-মেয়ে...

মন্তব্য৪০ টি রেটিং+৫

জীবনের চেয়ে সত্য, আর কোন বিজয় নাই ঃ

১৬ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:৩০



(আমার শ্রদ্ধাভাজন মরহুম আজন্ম মুক্তিযোদ্ধা পিতার বিদেহী আত্মার উদ্দেশ্যে-সার্টিফিকেট না পাওয়াতেও যিনি কোনদিন কষ্ট পাননি,আক্ষেপও করতে শুনিনি।কিন্তু যখন দেখলেন,ভারতের মিত্রবাহিনির কাছ থেকে,মুক্তিযোদ্ধাদের অস্ত্রসহ নানা রসদ পৌঁছে দিতে সহায়তাসহ...

মন্তব্য৫৪ টি রেটিং+১২

বিজয় আশার ভোর

১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৪



( "হয়তোবা ইতিহাসে তোমাদের নাম লিখা রবে না" কারন নিরেপেক্ষতার প্রশ্নে- ইতিহাস নিরেপেক্ষ নয়।৭১-এ মহান মুক্তিযুদ্ধে নাম না জানা সেইসব,অগুন্তি শহীদদের স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গকৃত )

চোখের পাতায় ডুবলো...

মন্তব্য৫১ টি রেটিং+১৩

“সেটা ছিল চোরাবালি-ভুল সৈকত”...

১০ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৫০



স্বপ্নের স্মৃতি গুলো,বাস্তব ভোরে
কড়া নেড়েছিল তারা,অতলের ডোরে,
কপাট খুলেই দেখি,মোহের ঝলক
দৃষ্টিরা থেমে থাকে-এক অপলক !

সেটা ছিল চোরাবালি-ভুল সৈকত
পায়ে পায়ে জুড়েছিল,বিনাশের পথ!
সে সবই বুঝেছিল করে...

মন্তব্য১০১ টি রেটিং+১৭

প্রাণের স্বদেশ থাকুক বেঁচে,অযুত-নিযুত প্রার্থনা...

২৭ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৭



বোনের ত্যাগে আঁধার তাড়াই-মায়ের দুঃখের রেশ
ত্রিশ লাখ প্রান নগদ দাম-পেলাম তোমায় দেশ।
তোমার কোলে জীবন শুরু-তোমার মাঝেই শেষ,
তোমার হিয়ায় আমায় খুঁজি- প্রানের বাংলাদেশ!!!

তোমার ছায়ায় স্বপ্ন জুড়াই-সাঁজের...

মন্তব্য৬১ টি রেটিং+৯

“বৃষ্টির বেদনা-প্রজ্ঞায় নীল ...”

২৬ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪৩




কম বয়সে হোস্টেলে থাকা ছেলেরা কি পরিমান চঞ্চল আর দুরন্ত দুষ্টের জ্যাঠামশাই,সেটা আপনি নিজ চোখে-খুব কাছ থেকে না দেখে,কল্পনাও করতে পারবেন না।তাদের সে দুষ্টামির মাত্রা বুঝাতে কি উদাহরন...

মন্তব্য৪১ টি রেটিং+৫

নির্বাচিত ভুল ঃ

২২ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:০৬





আঁধারেতে জোছনা,গিলে খেয়ে গেলো
পেছনে তাকিয়ে দেখি-সব এলোমেলো,
স্মৃতির উজান স্রোতে-ডুবে যায় পথ,
ঝিনাইয়ের ঘোলা জলে,মিথ্যে শপথ।

শ্মশানের ঘাঁটে দেখি সে অসত মায়া
নিজেই চিনিনা আজ-নিজের ছায়া।
যার ছায়া আশ্রয়-গহীনেতে আঁকি
সেইশুধু...

মন্তব্য৫০ টি রেটিং+১১

ওটাই আমি,আমার মৃত-সংস্করন ...

১৮ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫৮





একাকীরাও কখনও কখনও-সঙ্গী পায়,
হয়তো ছায়ার আয়নায় মুখোমুখি দাঁড়িয়ে
সে-ও কথা বলে,অদৃশ্যের তুলিতে আঁকে স্বপ্নের অবয়ব,
শিস দেয়,ভেংচি-কাটে,আবার দাঁত বের করে হাসেও!!!
কারো একাকীত্ব এতোটাই বীভৎস ঘুটঘুটে-
সেখানে ছায়াটাও থাকেনা,আয়না-সেতো
সাতসমুদ্র তের নদী...

মন্তব্য৪৮ টি রেটিং+১১

একদিন আমিও ছিলাম-এমনই মাতাল হাওয়ায়!!!

১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:০২




যদি ডাক আসে ওপারের,
তোমাকে ফেলে,
যদি হারাই,অসময়-অবেলায়...
শুন্য আকাশ,নিঃসঙ্গ উপত্যকায়
কোথায় পাবে বলো-খুঁজবে কোথায় আমায়?

কতগুলি প্রজাপতি হয়তো হারাবে পথ
একদল পাখি হারাবে ঠিকানা,
বিরান সে পথে বৃষ্টির হাহাকার-
মেঘের দুচোখে...

মন্তব্য৩৫ টি রেটিং+৭

১০১১১২১৩

full version

©somewhere in net ltd.