![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গতকাল তোমাকে খুন করবো বলে
সারারাত শান দিয়েছি- গোলাপ,
স্নিগ্ধতা ডুবে থাকা- বেঁহুশে মন
তার যত অবাধ্য- প্রলাপঃ
" খুব ভেবেছ আবেগ এটা-
হৃদয় থেকে দূরে?
মধ্যরাতে উথলে উঠেই-
ফুড়িয়ে যাবে ভোরে?"
"এই ভুল অনুবাদ
মিথ্যরা...
মগজ বিক্রি হওয়ার পর
পা দুটোও মুনিবের হয়ে গেল,
এখন ছায়াটাও লেজ নাড়ায়....!
কাকে বিশ্বাস করি-বলো?
যেদিকে যাই-
ঘাপটিমারা শয়তান, মিচকে হারামী,
সুযোগ পেলে প্রেমিকাও ছিঁড়ে নেয়
বুক পকেট, খামচে ধরে- জামায়.….!
চারিদিকে রঙ...
১৭ ডিসেম্বর-১৯৭১।
তখনও বাতাসে বারুদের কাঁচা গন্ধ। মুহূর্তের শরীরের দগদগে ঘাঁ-য়ের চুইয়ে পড়া কসে- ফোটা ফোটা মৃত্যুর গুঙানী, হাহাকারে হাঁটছিল। বাতাসের কানে গলগলে রক্তক্ষরণের আর্তনাদ। মৃত্তিকার দীর্ঘ-নিঃশ্বাসের পোড়া ধোঁয়া। ঝলসিত...
গৃহহীন হয়ে পড়ি, ক্রমে- ক্রমে,
ক্রমে ক্রমে, গৃহের নিবাস ছেড়ে ছুটে আসি,
একটি নিঃষ্পাপ গোধূলীর কলিজার ন্যায়
একা একা, কোথা হেঁটে-যাই,
যাচ্ছি কোথায়- অবেলায়?
চৈতন্যের জঠরে এখন- বৃষ্টিপাত, পাতা পতনের দৃশ্য
বিপন্ন ইচ্ছারা, পুড়ায় যৌবন- ফসল...
কেউ কেউ ঝরে যায়- শুকনো পাতায়,
পড়ে থাকে আড়ালের- শুন্য খাতায়।
কারো কারো মরে- বাঁচা- একা নির্জনে,
চির দুঃখি নিরালায়, ঈদ- পার্বনে।
কারো কারো ঘর নেই, কেউ ঘর হারা,
যাতায়াতে পথ নেই- ফিরবার তাড়া।
কারো...
এইখানে নদীদের মৃত কোলাহল
চৈত্রেও থৈ থৈ বর্ষা- সজল,
তার জলে জড়াজড়ি আবাদী পলল
তবু তার দুই তীর মরু চলাচল।
এইখানে দিন আসে- অলখের সুর
কান্নায় শুরু তাই- জীবনের ভোর।
লালসার তাপে পুড়ে- ক্রোধের দুপুর
ইচ্ছের...
আমার ছিল হাজারটা ভুল, তোমার ছিল ক্ষমা,
আমার চলায় ছন্নছাড়া, তোমার দাঁড়ি- কমা।
তোমার পথে উদয় রবি, অস্তে পানে নামা,
সবক\'টা পথ মাড়িয়ে শেষে আমার পথে থামা।
অল্প চাওয়ার আমার আকাশ- উল্টো...
আমার কাছে কবিতা মানে অনেক বৃষ্টি ঝরে- এক মুঠো রোদ্দুর। বিমূর্ত স্মৃতীর একঝাক তৃষ্ণা। আমার মায়ের ঘামে ভেজা শরীরের- ছেড়া আঁচলের হলুদের গন্ধ। পিতার কোমল জায়নামাজের উদার জমিন। সব...
একটি শক্ত সুঁতো দিও
যা দিয়ে বাঁধবো- সকাল
একটা সন্ধ্যা বাতি দিও
দেখবো- মহাকাল।
অথবা-
সম্পর্কের সূতো কেটে মুক্তি দিও,
সহস্র অদেখা বন্ধন....!
শরীর চেয়ো না, অপমানে-
ছিড়ে যায় প্রাণ।
নুয়ে পড়ে প্রিয়মুখ ভালবাসা
কেউ-ই বলেনা কখনো, \'পাশে...
হ্যাঁ- বিবেকের কথা বলছি। তাকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সে আজ সত্যের মতো নিখোঁজ, ন্যায়ের মতো অদৃশ্য। কুয়াশার সকালগুলো দুপুর গড়িয়ে সন্ধ্যা, রাত পেড়িয়ে ভোরের তীর...
এইদিকে তাকান। এরাও মানুষ- কারো মা, বোন সন্তান। মানুষের নামেই এদের নাম। দেখুন- নাক, চোখ, চুল, ঠোট পোষাক এমনকি এদের কান্নার অবয়বও অবিকল মানুষের মতো। অথচ...
হেথায় রাতে চাঁদের আড়ি, দিনের সাথে সূর্যটা
হৃদয় থাকে অনেক দুরে- একটা হতে আরেকটা,
অন্দরে তার বিভেধ কালো, মাথার উপর আকাশটা
সদাই সেথা ঠেলছ কেন, আমার প্রাণের স্বদেশটা ?
...
খসখসে উন্নয়নের নিকষ ভোর। ঘুম ভেংগে তাকাতেই- ভেসে উঠে অন্য এক সকাল ! আবেগের ঢেউ লঘূ নিম্নচাপ সৃষ্টি করে হৃদয়ের উপকূলে। দেখি- স্রোতের বিপরীতে শেওলাগুলো অবলিলায় ভেসে থাকে।...
পা বেঁধেছো শক্ত জালে
পেখম ছিড়ে তুলে নিলে
হয়তো ভাবো- খাঁচার পাখি?
উড়ার আকাশ গেছি- ভুলে?
উড়বো বলেই খাঁচায় থাকি
তোমার চাওয়ায় আঁটকে রাখি,
খাঁচার তারে বন্দি জীবন
হুকুম মানা, আদর- যতন।
উড়বো নাকি- আঁটকে রব?
তোমার চাওয়ায়- পুষ্য...
মায়ের ভাষা নির্বাসনে
রাষ্ট্রভাষা বুলেট,
রাষ্ট্র নায়ক ফেরিওয়ালা
দেশের গলায় টু-লেট।
মৃত্যু হেথা মুড়কি মোয়া
পুড়ছে জীবন- খরা,
গ্লিসারিনের বৃষ্টি এসে
তৃষ্ণা বাড়ায়- জরা।
দানব শেখায় মানবতা
কাক সেজেছে কোকিল
মানুষ তাদের দাবার ঘুটি
যম...
©somewhere in net ltd.