নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

সকল পোস্টঃ

আব্বু এলে

৩০ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:০০



আব্বু আমার বিদেশ থাকে
নামটা ছেড়ে বুড়ি ডাকে

ছুটি পেলে দেখতে আসবে দেশে,

এখন আমি বসতে জানি
পরতে গিয়ে ধরতে জানি

আব্বু এলে ধরবো জড়ি ঠেসে।

আম্মু আমায় বকে যতো
আমি নাকি আব্বুর মতো

ভীষণ জেদি...

মন্তব্য১৩ টি রেটিং+৪

বিদ্যুৎ এলেগেলে

৩০ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৫২

বিদ্যুৎ গেলে জ্বলে মোমবাতি, হারিকেন
মশাদের গুণগুণ দলেদলে আসিবেন
দুইদিক কাতরাই
ঘুমচোখ হাতড়াই
তাল পাতার পাখাটা পিক করে হাসি দেন।
বিদ্যুৎ এলে আবার ঘুরে সিলিং ফ্যানটা
কাকাবাবু ঘুমে তার তুলে দেয় ঠ্যাংটা
ঘ্যাড়ঘ্যাড় গড়গড়
কোনটা...

মন্তব্য০ টি রেটিং+১

\'মধ্যবিত্ত্ব\'

২৯ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৪০

নেইতো আমার বাড়িগাড়ী ভাড়া বাসায় থাকি
মাসের শেষে ভাড়ার টাকা আলগা করে রাখি।

ঠিক সময়ে আসেন চাচা গলায় খেকটা দিয়ে
পকেট আমার চুপষে মলিন চাচায় যায়যে নিয়ে।

হিসেব শুরু কাটাছেড়ার বাজার খরচ কতো?
হয়না কেনা...

মন্তব্য৪ টি রেটিং+০

স্বপ্ন

২৯ শে আগস্ট, ২০১৬ দুপুর ১:০৪

স্বপ্নগুলো হয়না পূরণ যায়না মরে তবু
একটা গেলে একটা ধরি হাল ছাড়িনা কভূ।

স্বপ্ন দেখি হাজার রঙের নয়তো কেবল একার
স্বপ্ন দেখি হাল ছেড়ে আর ঘুরবেনা কেউ বেকার।

এপার ওপার ব্রীজটা হলে...

মন্তব্য২ টি রেটিং+১

চুপকথা - ২

২৮ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:২০

কইলে কথা লোডশেডিং চুপ থাকাটাই ভালো
কে\'বা চায় বিদ্যুৎ ছেড়ে হারিকেনের আলো।

কয়লা ধূইলেও ময়লা যায়না রাখুন সেই যুক্তি
কয়লার ধোঁয়ায় "ফেসিয়াল মাস্ক" নতুন প্রযুক্তি।

ফারাক্কার বাঁধ খুলে দিল পাশের দেশের দাদা
পানি...

মন্তব্য৪ টি রেটিং+০

- চুপকথা

২৪ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৪৬

কথা বলা বারন যখন কে বলেছে বলতে
দেখছনা ভয় পাচ্ছে সবাই খোলা মনে চলতে!
ভাবনা মনে রেখে সবাই মুখে দিচ্ছে তালা
কার বা এমন সাধ্য আছে সইবে এমন জ্বালা।

তবু যারা ভয় মাড়িয়ে বলতে...

মন্তব্য৪ টি রেটিং+১

লিমেরিক

২৪ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৫০


=-=-=-=-=-=-=- ১ =-=-=-=-=-=-=-=-=-=-=

বৃষ্টি গেছে রোদ উঠেছে রংধনুটা প্লাস
ঢালতে পানি করিম চাচা ভাংল এবার গ্লাস
শিউলি টগর
বগর বগর
ছাদের কোনে দেখে এসো চলছে প্রেমের ক্লাশ।

=-=-=-=-=-=-=- ২ =-=-=-=-=-=-=-=-=-=-=
আকাশে যে মেঘ ছিলনা ছিল...

মন্তব্য২ টি রেটিং+০

- দুই বোন

২৩ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:৫৬


খুকি যখন পড়তে বসে
পাশে ছোট বোনটা
ছেড়া শেষে খাতার পাতা
তারপর ভাবে কোনটা!

তারও চাই খাতা কলম
আপুর মতো বই
এই বইটা পড়া শেষ
ঐটা দাও ঐ।

না দেবনা ছিড়বে তুমি
লুকায় আপু ব্যাগে
কান্না জুড়ে...

মন্তব্য২২ টি রেটিং+৩

যুগ আধুনিক

২১ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:২২

নিত্যনতুন আবিষ্কারে তাক লাগানো যুগে
তবুও কেউ অনাহারে অপুষ্টিতে ভোগে।
যাচ্ছে মানব গ্রহে গ্রহে, পাহাড়, সাগরতলে
যাচ্ছেনাতো হানাহানি মারছে দলেদলে।

গাইছি যতো দরাজসুরে মানবতার গানে
তারচে; বেশী মারছি আরো ধর্ম, জাতের টানে।
বলছি...

মন্তব্য০ টি রেটিং+০

বৃষ্টি

১৮ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:৫০

টিপ টুপ টাপটাপ টিপ টুপ টাপ
দিনভর বৃষ্টির সূরযে বাজে
মন চুপ চাপচাপ মন চুপ চাপ
কতো রং দিয়ে সে সাজে।

মেঘ গুড় গুড়গুড় মেঘ গুড় গুড়
থেকে থেকে বিজলি ডাকে...

মন্তব্য০ টি রেটিং+০

- মা

১৭ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:১৩


ভাবছে সবাই যে যার মতো
ভাবনার কী আর শেষ আছে?
ভাবনার নেই দোর-জানালা
না কী তার দেশ আছে।

ভাবছে মানুষ নিজের মতো
ভাবতে পারে কী গাছে?
জনম জনম ঠাঁই দাঁড়িয়ে
ভাবনারই বা কী আছে!

পাখীর ভাবনা...

মন্তব্য৮ টি রেটিং+০

- মশা

১৬ ই আগস্ট, ২০১৬ রাত ৯:৩১


আমি যখন পড়তে বসি
মশাগুলোর হিংসে হয়
কানের কাছে ভোঁ ভোঁ
যেন না করলে নয়।

হাতে পায়ে কামড়ে দেবে
মারতে গেলে যায় ওড়ে
কয়েলে আর কাজ হয়না
নাচতে থাকে ঘর জুড়ে।

ওদেরতো নাই লেখাপড়া
শিক্ষাদীক্ষার খুব...

মন্তব্য৮ টি রেটিং+১

চুরুট -২

১৬ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:০৩

আমার বাবা চুরুট খায়না
খেতো কোন এক সময়
চুরুট ছাড়া দিন যায়না
এমনই ছিল তার প্রণয়।
ভয় ছিলনা মরে যাবার
হয় যদি তার ক্যনসার
নেইকি আর অন্য খাবার
দাদায় বকে ছাড় এবার।...

মন্তব্য২ টি রেটিং+১

চুরুট - ১

১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:৪৭

ভদ্রলোকে চুরুট খায়না
ভেবে বল খায় নাকি?
চুরুট খায় দুষ্টু লোকে
কথায় কাজে দেয় ফাঁকি।

পাড়ার মোড়ে দেখে এসো
আড্ডা মারে রাস্কেলে
চুুুরুট টেনে ইভটিজিং
মা-বোনেরা পাশ গেলে।

সিনামাতে দেখায় কতো
ভিলেন যারা চুুরুট খায়
ছেলে...

মন্তব্য৪ টি রেটিং+২

আজকে হঠাৎ

১৫ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:০২


আজকে ভীষণ লাগছে ভালো
কেন জানি হঠাৎ
মনের মাঝে জাগছে আলো
বাড়ছে আধাঁর তফাত।
আজকে আমার মন উচাটন
হাসছি থেমে থেমে
রঙধনুটার রংগুলো আজ
আসছে যেন নেমে।
রঙ্গের মাঝে ভাসছি আমি
দিচ্ছি আবার ডুব
আজকে আমার কি\'যে হলো
যায়না থাক...

মন্তব্য০ টি রেটিং+০

২৩২৪২৫২৬২৭২৮২৯৩০৩১৩২৩৩>> ›

full version

©somewhere in net ltd.