নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

সকল পোস্টঃ

আমাদের সংসার

১৩ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৪২



আমার কন্যারা বেড়ে উঠে বাবা ছাড়া
মা আবর্তে ঘূর্ণমান জীবন তাদের
সকাল দুপুর সন্ধ্যা জোছনা চাঁদের
সাথে তাদের হৃদ্যতা যেন রাস হারা।

আমার কন্যারা যেন আকাশের তারা
হাসি মাখা মুখে দাঁড়িয়ে ছাদের
কিনারায় দিন...

মন্তব্য২০ টি রেটিং+১

শূন্যতা এক

০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২১


যা হবার তা হয়েই গেছে
নয়তো কারো হাত আছে
কান্না ছাড়া, ছন্ন ছাড়া এক
জীবন আছে।

এক জীবনে হয়না সবার
সয়না সবার এমন আছে
অপূর্ণতার এক ব্যর্থতার এক
জীবন আছে।

হয়তো জীবন তুচ্ছ নয়
গভীর কোন অর্থ আছে
চূর্ণতা...

মন্তব্য২৪ টি রেটিং+৩

টাক সমাচার

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১১:৫৬



আমাদের কাকাবাবু টাক নিয়ে ব্যস্ত
জোড়া চার কবিরাজ তার উপর ন্যস্ত।

লিকলিকে তেল মাথায় রোদ পড়ে যখনি
বাহ্ কতো ফাইন লাগে দেখে নিও তখনি।

কতো মাল মশলা মাখে রোজ সকালে
দুই চার ছিল চুল...

মন্তব্য২৬ টি রেটিং+১

ফেরা

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩

(ছবি গুগল সূত্রে)

\'\'নিয়ে যাবি? আমাকে নিয়ে যাবি?\'\'
হুম নিয়ে যাব।

বাবারা সাথে কোথাও বেড়াতে গিয়েছি তেমন মনে পড়েনা। এমন কোন দৃশ্য চোখে ভাসাতে চাইলাম, আসলনা। এমন কোন স্মৃতি নেই বাবার...

মন্তব্য১৮ টি রেটিং+১

লিমেরিক

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:০৯



১.
জাকির স্যারে যখন টেনে ধরে কানটা
পালাবার পথ খুঁজে সবুরের জানটা
ধাক্কা খেয়ে শেষে
রুবিনা কাছে ঘেষে
ক্যাফে বসে রোজ দুই অন্থ্যন ফানটা।

২.
বাঘের মুখোশে বিড়াল বসেছিল পথে
শিয়ালের পা কাঁপে গিয়েছিল রথে
জলে মুখ আয়না
দেখে...

মন্তব্য১৪ টি রেটিং+০

সাঙ্গু নদী

০২ রা সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:২৬


কলকল বহে নদী টলমল জল
দলবল ঘোলাজল খোকাদের দল।

যায় নৌকা পাল তুলি মাঝি গায় গান
মিঠা জল পানে জুড়ে পথিকের প্রাণ।

আলতা পায় যায় বধু কলসি খাকে
ওপারে ঐ বাবার বাড়ি নদীর বাঁকে।

সারিসারি...

মন্তব্য১৪ টি রেটিং+২

গরু কথন

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯



লাল গরু চোখা শিং এল এক হাঁটে
গুতা গুতি করে শুধু দুধ নেই বাটে
খড় দিলে খায় গরু চড় দিলে রাগে
গুতো মেরে ছিলে দেবে যদি পায় বাগে।

কালো গরু...

মন্তব্য৩২ টি রেটিং+৩

দুর্জয় ভেদ (সনেট)

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:২৩


নিজেকে আড়াল করে কী এমন সুখ
খুঁজে পায় লজ্জাবতী; শামুক যেমন
খোলশে গুটিয়ে রাখে নিজেকে তেমন
লজ্জা আবরণে ঢেকে রাখ দেহ মুখ।

নদীর জলের মতো ছলছল চোখ
গুলো আমার মনের ভেতর কেমন
যেন এক...

মন্তব্য১৮ টি রেটিং+৩

প্রিয়তমা (সনেট)

৩০ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৬:৪৪



তার চোখে চোখ রাখা যায়না কিছুতে
নিথর দিঘীর জল এর মতো ধীর
শীতল মুখাবয়ব বিদ্ধ করে তীর
আমার বুকের ঠিক মাঝ বরাবর।

আমি তলে যাই আরো গভীরে নিচুতে
যেখানে আচলে চোখ মুছে নিয়তির
রেখা ক্ষয়ে...

মন্তব্য৩৪ টি রেটিং+৪

বুকের ঝড় বাদল (সনেট)

৩০ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:১৩


একবার পেলে তাকে শুধু একবার
প্রশ্নহীন কেটে যাবে ক্ষনিক সময়
পুনর্বার ঋদ্ধ হোক অলীক প্রণয়
জল নয় চোখে আর শুধু দেখবার।
বুকের কাঁপন ঝড় হোক ছাড়খার
হাতখানা যদি দাও আর কিছু নয়
দেবে...

মন্তব্য১৮ টি রেটিং+৩

আক্ষেপ (সনেট)

২৯ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৫২



চাইলেই ধরা যেত রয়ে গেল ক্ষত
ধরাতো হলনা হাত অগভীর রাত
বুঝেনা তফাৎ আর ঘাত প্রতিঘাত
লাগাতার মন মাঝে একতারা বাজে।

শরত কাশের মতো জোছনার মতো
নবিন ঘাসের মতো কুয়াশা প্রভাত
ধূয়াসার মতো মেঘ...

মন্তব্য২৪ টি রেটিং+৪

আকাশ কুসুম

২৮ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:১১


হতাম যদি ফুল
রূপার কানের দুল
সেফটিপিন হলে
কী আর এমন ভুল।

মিরুর ধবল পিঠে
কামিজ হলে লু\'জ
দু\'পাশ টেনে ধরে
নিত আমার খোঁজ।

হতাম যদি টিপ
সুমির কপাল মাঝে
বডি স্প্রে হলে
শরীর জুড়ে, খাঁজে।

হলামনাতো কিছুই
রূপা, মিরু, সুমি
কেউ হলনা...

মন্তব্য২২ টি রেটিং+১

লিমেরিক

২৭ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৪৪

১.
ধনি গরীব নাই ব্যবধান নির্বাচনের আগে
সবার দ্বারে ঘুরছে নেতা ভোট ভিক্ষা মাগে
চাচা, মামা, খালা
পালা সবাই পালা
এমন সেবা দিচ্ছে নেতা আমজনতা ভাগে।

২.
যা‌চ্ছে ক্ষ‌য়ে তা‌লে ল‌য়ে মূল্য‌বো‌ধের মাত্রাটা
নি‌চ্ছি মে‌নে জে‌নেশু‌নে নৈরা‌জ্যেরই...

মন্তব্য২৬ টি রেটিং+৪

প্রেম জ্বর

২৬ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৩৪



আর পারিনা ইস
চুমায় চুমায় বিষ
প্রেসার একশ ত্রিশ
একটু শান্তি দিস।

একটা হাতে একটা গালে
চুষছে দু\'জন সমান তালে
দ্বিধায় আছি কোনটা আগে
একটা মারলে একটা ভাগে।

দিলাম তবে চড়
মরবি যখন মর
চড়ের এমন ভর
উঠল গায়ে জ্বর।

জ্বরে...

মন্তব্য২৬ টি রেটিং+১

হাইকু

২৬ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৪৬

১.
পলাশ ফুল
ঝরা পাতায় লেখা
পৃথিবী গোল।

২.
হলুদ খাম
নীল কালি দোয়াত
বিলুুপ্ত প্রাণ।

৩.
বিরহ জ্বালা
ছবির শেষ পর্ব
গলার মালা।

৪.
লজ্বা ও ডর
কাশ ফুলের ছোঁয়া
বাসর ঘর।

৫.
স্মৃতির খাতা
রোদ, বৃষ্টি, বাদল
সিদ্দিক ছাতা।

মন্তব্য২০ টি রেটিং+৫

১৮১৯২০২১২২২৩২৪২৫২৬২৭২৮>> ›

full version

©somewhere in net ltd.