![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গণতন্ত্র কমকম উন্নয়ন বেশী
কম দামে ফার্ম খাও ভুলে যাও দেশী।
রড নেই বাঁশ আছে খসে পড়ে ভবন
মিডিয়ার ইস্যু তবু তরকারীর লবন।
তারকার মেলা বসে রাজনীতির হাঁটে
ক্ষমতার পদতলে দিনরাত চাটে।...
বাহার মামার নতুন জামা
পেয়ে খুশি টুনটুনি
চুলের নেণী বাঁধতে বাঁধতে
গাইছে গান গুনগুনি।
ঈদ চলে যায় নিভৃতে আর
পৌষ, পার্বণ মাসে
ছেড়া জামায় মলিন মুখে
সুদিন না আসে।
রোহিঙ্গা ক্যাম্প বাস্তুচ্যুত
অভাগাদের ভীড়
শিশু-বৃদ্ধ গাদাগাদি
টিকে থাকার নীড়।...
একটা পাখি ময়না
একটা পাখি টিয়া
চলরে ময়না শানাই বাজে
শালিক পাখির বিয়া।
আসল পাখি বাবুই
আসল দোয়েল, শ্যামা
দেখদেখ নাচছে ময়ূর
কেমন সুন্দর এ-ম্মা!
গাইছে পাখি কোকিল
গাইতে চাইল কাক
পানকৌড়ি করল বারন
না না বাবা থাক।
আসল কোর্মা পোলাও
জরদাও...
যাচ্ছে মরে যাচ্ছে পচে
ধীরে সবার মগজটা
দেখছে সবে নিচ্ছে মেনে
নিচ্ছেনা কেউ গরজটা।
পড়ছে লাশ বারোমাস
ভাবটা এমন আমার কী
হচ্ছে গুম দিচ্ছে ঘুম
কেউ ফিরেছে কেউ ফিরেনি।
হচ্ছে লুট কী অদ্ভূত
সূচক টেনে বাড়াচ্ছে
উন্নয়নের উর্দ্ধরেখা
আকাশ ফুড়ে...
ছেলেটার পয়সা অনেক
নেই যেটা চরিত্র
কন্যা দেবে তার কাছে?
রুচি এতই দরিদ্র!!
ঠিক তেমনি ভোট লুটে
গণতন্ত্রের বস্ত্রহরণ
উন্নয়নের স্বপ্ন দেখে
নিচ্ছ মেনে করছ বরণ।
ধিক তোমাদের ধিক
বিবেকটাকে বন্ধক রেখে
ফ্যাসিবাদের পদ চেখে
ভাবছো তবু ঠিক।
কচিকচি হাত দাও বাড়িয়ে
নতুন বই ডাকছে
আয়রে তরা মাঠ ছাড়িয়ে
স্কুলে চল হাঁকছে।
আয়রে খোকা আয় খুকি
রঙ্গিন মলাট বই
আয়রে স্বপন, চন্দ্রমুখি
কইরে তোরা কই।
ঢং ঢং ঢং বাজল ঘন্টা
নতুন বইয়ের ঘ্রাণে
নাচল নাচন শিশুর মনটা
আসল...
নিজের পায়ে দাঁড়াও বাবু নিজের পায়ে দাঁড়াও
নিজের ঘাড়ে মাথা রেখে শক্ত করে খাড়াও
পরের আশায় বুক পেতে
পড়বে যখন উৎপাতে
মাঝ দরিয়ায় উঠলে ঝড় দেবেনা কেউ সাড়া ও।
----------
BBC News বাংলা
নির্বাচনের সামগ্রিক ফল প্রত্যাখ্যান...
তিনি বড় ভাল ছিলেন
শততার আলো ছিলেন
কুকুরের লেজ ধরে
চোঙ্গায় ভরেছিলেন?
তিনি বড় ভাল ছিলেন
যদিও শরাব গিলেন
কুকুরের কান ধরে
ভিলেনও হয়েছিলেন?
তিনি বড় ভাল ছিলেন
কিছু দিলেন কিছু নিলেন
কুকুরের পালে ভিড়ে
অবশেষে ঘেউ দিলেন।
আমি গুম হয়ে যাই রোজ পাইনা অতল তল
তোকে ভাবলে মন তোলপাড় এমন কেন বল
তুইকী যাদুর কাঠি মন্ত্র করলি নাকি
তোকেই ভেবেই রাত্রি পার নেইতো আর বাকি।
কাটছেনা সময় আর স্থবির...
ভোটতো গেছে জোটটাও যাবে
রইবে বাকী কী?
হামলা, মামলা শুরু হলে
কোথায় পালাবি?
শীতের শুরু হবার আগে
কম্বলে দে তা
বৈরী হাওয়া দিলে ধাওয়া
রক্ষা পাবিনা।
কাজ হবেনা সুতি কাপড়
চটের বস্তা নে
পিঠের উপর আলতো করে
দে বিছিয়ে দে।
থেমেথেমে...
নির্বাচনটা খেয়ে বাবু
আটকে গেছে গলায়
হেমিওপ্যাথে কাজ হলনা
নামলনা আর তলায়।
ওপার হতে আসল দাদা
মস্ত কবিরাজ
বলল দেখি হা করে থাক
খাবার বন্ধ আজ।
হাতপা ছুড়ে কাঁদছে বাবু
আর খাবেনা আর
চৌদ্দের মতো আঠারটাও
হলে এবার পার।
বিজয়ের মাসে এই পরাজয়
হচ্ছে মনো ক্ষয়
আসছে যে দিন কেমন যাবে
ভয় কেবলই ভয়।
যা হবার তা হয়েই গেছে
মন করোনা ভার
ঘোড়ার ডিমে তা দিলেতো
বাচ্চা হয়না আর।
পাঁচটা বছর টেনেও যদি
দশ বছরে যায়
হতাশাটা ঝেড়ে...
চাচা যখন এসেই গেছে
চিন্তা কী আর ভাই
দেখুন এবার কেমন মজার
ডিগবাজিটা খায়।
সকাল বেলা \'হা\' ছিল যা
বিকেল বেলা \'না\'
সন্ধ্যে বেলা উল্টে আবার
\'হা\' বলেছি \'হা\'।
চাচী বলে অনেক হল
দুষ্টু আমার বর
রাত হয়েছে খেতে...
রক্ত নদী বয়ে গেল
জলের মাছ গাছে
সিইসি হুদা হেসেই মরে
ঠিক আছে সব, ঠিক আছে।
চারিদিকে ভয়, আতংক
অসুর দানব নাচে
সিইসি হুদা হেসেই মরে
ঠিক আছে সব, ঠিক আছে।
হামলা শেষে মামলা বোনাস
গুমের ভয় পাছে
সিইসি...
কেন মিছে গঞ্জনা
নাচে ভাল অঞ্জনা
ঝুমুর পায়ে ছলাত ছলাত
যেন পাখি খঞ্জনা।
পাড়ার ছেলে রইস্যা
যাত্রাপালায় বইস্যা
অঞ্জনার নাচ দেখে
লালা ঝরে খইস্যা।
হায় ব্যাচারি অজ্ঞনা
করতে মনো রঞ্জনা
রইস্যা টানে শাড়ি, ব্লাউজ
লাঞ্চনা আর বঞ্চনা।
©somewhere in net ltd.