নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাকপ্রবাস

বাকপ্রবাস

সৈয়দ আহমেদ হাবিব

সকল পোস্টঃ

অমানিশার কালে

০৪ ঠা আগস্ট, ২০১৮ সকাল ১১:৫৮


খোকা খুকিরা ঘর ছেড়েছে
মা বলেছে যা
দাবি দাওয়া আদায় ছাড়া
ঘরে ফিরবিনা।
খোকা খুকিরা স্কুল ছেড়েছে
শিক্ষক বলেছে যা
দেখিয়ে দে বুড়ো চেলাদের
নিয়ম নীতির ঘা।
খোকা খুকিরা পথে নেমেছে
প্রিন্ট মিডিয়া...

মন্তব্য৮ টি রেটিং+০

উন্মোক্ত দ্বার

০২ রা আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫৩


এতটা ছাড় দেবে কেন
মূল্য জীবন তুচ্ছ করে
বিনে দামে কে দিতে চায়
বাজার যখন উচ্চ দরে।

এতটা ভার নেবে কেন
পায়ের নিচে তল ছাড়া
কার এবং কিসের দায়
ভাসবে জীবন বলগা হারা।

এতটা জালে জড়াবে কেন
শেকলে...

মন্তব্য৮ টি রেটিং+১

এক জীবনের অতৃপ্তি

০১ লা আগস্ট, ২০১৮ সকাল ১১:২০


এভাবে ঠিক চাইনি তোমায় ওভাবেও নয়
যতটা পেয়ে হারালে কষ্ট পেতে হয়।
বসন্ত বেসেছি ভাল, চলে যায়, ফিরেতো আসে
বছর ঘুরে, কুকিল সুরে, পলাশ, শিমুল হাসে
চাইনি আমি কষ্ট পেতে, কষ্টে ভীষণ...

মন্তব্য৬ টি রেটিং+০

টান

৩১ শে জুলাই, ২০১৮ সকাল ১১:০৮


হাতের কাছে মনের কাছে ছিলে তুমি যখন
দাওনি ধরা সকাল দুপুর সন্ধ্যা কিংবা রাতে
অন্ধ ছিলাম হয়নি দেখা নিবিড় তোমার সাথে
চোখ ছিলনা মন ছিলনা বোধ ছিলনা তখন।
তোমার ছোঁয়া তোমার পরশ হয়নি...

মন্তব্য১৬ টি রেটিং+৩

জাবালে নূর

৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:২৯



গরু চিনে, ছাগল চিনে মানুষ চেনা বাকি
মন্ত্রী বলেন মানুষ চেনা ভীষণ কষ্ট নাকি।

চিনবে তাও দুদিন বাদে মারতে মারতে চিনুক
অল্পস্বল্প ঘুষের টাকায় ড্রাইভিং লাইসেন্স কিনুক।

মরছেতো রোজ পিষছে চাকায় মন্ত্রী...

মন্তব্য১৬ টি রেটিং+৩

বিরহ প্রণয়

৩০ শে জুলাই, ২০১৮ সকাল ১১:১৩

কচিকচি পাতাগুলো শিশির মাখা রোদে
মেখেমেখে শরীর জুড়ে কোমল কোমল মনে
ফুলের সাথে পাখীর সাথে নিঝুম নিবিড় বনে
বেড়েছে অর্বাচীন লতা লাজুক আঁখি মোদে।
থেকেথেকে মনের বাকে জাগে প্রেম বোধে
সূর্যের ডাকে সাড়া দিয়ে আকাশ...

মন্তব্য৮ টি রেটিং+০

বিবর্তন

২৯ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৫৩

ঘুম থেকে জেগে দেখি হাত নেই
পা আছে চারটা
মুশকিলে পড়ে গেলাম ভাবতেই
জোড়া হল কারটা?

চোখের পাওয়ারে গোলমাল
নেই যেন
কপালটা ঠিক আগের মতো
নেই কেন?

দেখি মুখ চমকে আয়নায়
একি হায়!
কপালের দু\'পাশে দু\'টো শিং
দেখা...

মন্তব্য৮ টি রেটিং+২

শূণ্যতা এক

২৮ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:১২

যত নামি নিচুতে নাই তল কিছুতে
অতলে তল খুঁজে মরছি
উপরে তাকালে দৃষ্টিটা হাঁকালে
শূণ্যতার ধাঁধাতেই পড়ছি।

কোনদিকে পাব ঠাঁই বামে নাকি ডানে যাই
আছে নাকি দিক আরো খুঁজতেই
ভাল এবং মন্দে লেগে থাকে দ্বন্দে
সময় আর...

মন্তব্য৮ টি রেটিং+১

জট

২৬ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৪৯

হয়তো
মুটিয়ে গেছো নেই সেই আগের মতো চার্মিং
তবুও কাঠ পুড়ে কয়লা, থেকে থেকে বার্নিং
নয়তো
রয়ে গেছো ঠিক তেমনি ছিমছাম জিরোতে
রেলিংয়ে হাত, মোড়ে জমে গেছে হিরোতে
এইতো
যাচ্ছে চলে একে এক দিনগুলো কিভাবে
আগুণ কী...

মন্তব্য১১ টি রেটিং+২

আহা গণতন্ত্র!

২৫ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:০১

রানী মা ভাল তবে ক্ষেপে গেলে মন্দ
ছিড়ে চুল রেগে গেলে মনে মনে দ্বন্দ।
রাজা নেই রাজ্যে রানী মা\'র দুনিয়া
সকালে ভাঙ্গে ঘুম গায় পাখী মুনিয়া।
দুপুরে লাঞ্চ করে তুলে পা সোফাতে
তেল মন্ত্রী দরজায়...

মন্তব্য৬ টি রেটিং+২

পথ চলা

২৪ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৪০

কিভা‌বে কে‌টে যায় সময়
এভা‌বে
তোমা‌কে ভে‌বে।
নয় সকাল, নয় দুপুর, সন্ধ্যা, রাতে
পথ‌ চ‌লি অ‌লিগ‌লি তোমারই সা‌থে।
নয়‌নে মন‌নে কিভা‌বে মি‌শে থা‌কো
এভা‌বে
তোমা‌কে ভে‌বে।।
পাহা‌ড়ের চুড়ায় তু‌মি, নদীর কলতান
সাগ‌রের ঢেউ গু‌ণি, আকা‌শের...

মন্তব্য৯ টি রেটিং+০

নিখোঁজ

২৩ শে জুলাই, ২০১৮ সকাল ১১:২৮

তোমাকে চাইনা আমি প্রেমটা কেবল ভোগায়
তোমাকে পাইনা আমি প্রেমটা দুঃখ জোগায়
সুখ যদি পাও তবে সুখী হয়েই থেকো
দুঃখগুলো যতন করে বাকসে তুলে রেখো
আমি নাহয় আড়াল হলাম স্মৃতির পরশ ছোঁয়ায়।

তোমাকে ছুঁইনা...

মন্তব্য৮ টি রেটিং+০

টুম্পামনি

২২ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:২৫


গোলমাল করনা টুম্পামনি পড়ছে
মশাদের ঝাঁক এসে গুনগুন করছে
কাজ নেই শুধুশুধু কয়েলটা জ্বলছে
লোডশেডিং রোজ তায় মোমটাও গলছে।

এতসব উৎপাত পড়া যায়?
বিগড়ে গেছে তায় মাথাটায়
পড়বনা আজ আর ঘুম পায়
মা বলে থাক আজ...

মন্তব্য১০ টি রেটিং+১

ফন্দি

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:০৯

মাথা যখন চুলকাই
সাদিয়ার গালে টোল খায়।
ভাবে নতুন ফন্দি
পত্রিকায় মন দি।

দোলাচ্ছিলাম পা
না চাইতেই চা।
মুচকি মুচকি হাসে
ঘুরছে আশেপাশে।

চুলকাই এবার হাত
বলল ধ্যুর ধ্যাত।
পাচ্ছেনা সে খুঁজে
ফন্দি আছে গুজে।

মন্তব্য৪ টি রেটিং+০

- ফেইক আইডি

২১ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৪

রাসেলের প্রেম হয় সুমনার সাথে
ফেইসবুকে পরিচয় কোন এক রাতে।

রাতদিন ঝগড়া আর খুনসুটি
মানিয়েছে বেশ ভালো সেই প্রেমঝুটি।

দেখাটাযে হলোনা হবে হবে করে
দিনতারিখ ঠিক করে শুয়ে কাটায় ঘরে।

ইনবক্স চ্যাট হয়...

মন্তব্য৪ টি রেটিং+০

২১২২২৩২৪২৫২৬২৭২৮২৯৩০৩১>> ›

full version

©somewhere in net ltd.