|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 সেলিম আনোয়ার
সেলিম আনোয়ার
	[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
এটা শুধু তোমার আমার
মনের ভাষা— প্রেম ইশারা,
আর কেহ করলে তার অনুকরণ
কার কিবা যায় আসে ?
এতো আর একদিনের নয়
যেন কতো যুগের পরিচয়
কতো জানা কতো চেনা কত আপন ?
তোমার আমার অমোঘ প্রেমের
যুগান্তকারী...
 ২৭ টি
২৭ টি   +৬
+৬জীবনে যা কিছু প্রথম— তা কি ভুলা যায়?
আমার টবে এক অপরাজিতা ফুল
প্রথমবারের মত নীল আভরণে যেন চেয়ে আছে
মনটা ভাল তাই—
অতঃপর তখনো হয়নি রাতের শেষ
যেন মিষ্টি আলোর একটি প্রদীপ পূব আকাশটায়
যেন...
 ১৯ টি
১৯ টি   +৬
+৬দরজায় তালা,
মনে হয় সিলগালা!
খুলে না খুলে না , দু\'চোখ যেন মেলে না
কিভাবে যে যাই
দরজার কড়া নাড়ি—হয়ে নিরুপায়।
কেন যেন বিধি বাম দায়িত্ব অবহেলে
আমার হাতে কয়টি খাম
রাখতে হবে সে ঘরে দায়িত্ব সহকারে
তবেই...
 ১৯ টি
১৯ টি   +৪
+৪তোমরা শিক্ষার আলো বিলিয়ে দিলে
তাই দূর হলো সব— অজ্ঞতার অন্ধকার।
তোমরা যেন দেশ গড়ার নিপুণ কারিগর
—অগাধ শ্রদ্ধার।
মাতা-পিতার পরেই তোমাদের স্থান
তোমরা যে মহীয়ান।
শ্রদ্ধেয় শিক্ষকমণ্ডলী শ্রদ্ধাঞ্জলি তোমাদের তরে
সবার ভালোবাসা আর শ্রদ্ধা লয়ে
আনন্দময় সফল...
 ২২ টি
২২ টি   +৫
+৫এখনো ভেবে দেখো
রবিহারা পৃথিবী—কতটা অপূর্ণ অসহায়!
—যেন এক অস্তিত্বহীন বিভীষিকা
তুমি কী তেমন নও?
আমার অনুপস্থিতিতে—
যদি তা না হও থেকেই বা লাভ
অপ্রগলভ প্রেম মম ব্যর্থতায় পর্যবসিত যেখানে
তুমি কি গো এখনো বুঝনা ?
আমিহীনতা তোমাকে...
 ১২ টি
১২ টি   +২
+২ল্যাপটপটা নেই ভালো আর
কাজ করা যায় না তাতে
ব্যর্থ হলো তাই —প্রচেষ্টা আবার।
ভেবেছিলাম লিখে দিবো
ভালবাসা মেখে দিবো— এবার
তোমার ঐ গোলাপ রাঙা ঠুঁটে- গালে
জানি না কোন খেয়ালে
সিদ্ধান্ত বদলে গেল এবার।
তোমায় যদি শুধু...
 ২৩ টি
২৩ টি   +৪
+৪
 
তবুও বৃষ্টি পড়ে —তবুও ওঠে ঝড়,
তোমার আমার সঙ্গম কামনায় ,
তৃষিত পৃথিবীর উপর ।
রিমঝিম শনশন, এই মন উচাটন 
তুমি নেই তুমি নেই
যেন দূর বনেতেই— তোমার বনবাস
এ কি তবে তোমার উপহাস!...
 ১৩ টি
১৩ টি   +২
+২মিল্কিওয়ে অ্যান্ড্রোমাস গ্যালাক্সিদ্বয়
যদি লক্ষ আলোক বর্ষ দূরে থেকেও
সুপার গ্যালাক্সি  সৃষ্টি করতে পারে—
তুমি যদি মানবী না হয়ে 
নক্ষত্ররাজি অথবা গ্যালাক্সি হও তবু হবে
দুটো গ্যালাক্সিও মিশে যায় দূর্ণিবার আকর্ষণে
আমরা কেন পারবো...
 ১২ টি
১২ টি   +৪
+৪এখন মাঝরাত হঠাৎ মনে হলো
এই যে আমি তোমাকে ভালোবেসে
এতো ঋণী এর কী নেই কোন সমতা বিধান
ভালোবাসার বিনিময়ে ভালোবাসা 
এই তো হতে পারে শুধু নিয়তির অমোঘ বিধান
বিনিময়ে আমিতো আর কিছু চাইনি...
 ৮ টি
৮ টি   +০
+০ 
তুমি জন্মেছিলে তাই—
বাংলায় বলি কথা, লিখি কবিতা— বাংলায় গান গাই।
দেশের লাগিয়া রাজপথে সংগ্রামে
— সুদীর্ঘদিন কারাগারে, বন্দিশিবির থেকে
তুমিই ছিলে স্বপ্নদ্রষ্টা, এদেশের মানুষের পথিকৃত, 
বাঁধ ভাঙার দৃপ্ত শপথে বঞ্চনা থেকে মুক্তির...
 ২৫ টি
২৫ টি   +৫
+৫এই দিন বর্ণিল স্বপ্নিল—
যেন এক অনাবিল —
আনন্দ ধারা বহে ভবে, অনুক্ষণে;
তোমার প্রাণে মনে।
শুভ হোক জন্মদিন—তোমার
যতটুকু পেয়েছো সবই তা নিজো কর্মগুণে
জানা নাই কতটুকু বাকি আর—
জানা আছে শুধু তা মহান স্রষ্টার
মত্যুশাসিত জীবনে।
আরও...
 ২৬ টি
২৬ টি   +৫
+৫ 
পেছনে ফিরে আর দেখবো না
জীবনে সমুখপানে যেতে হবে যে—
জানি যেতে হবে বহুদূর
পেছনে পড়ে ডাকিছে যে জন
মিথ্যে ম্যুহে পড়ে
আসলে ব্যর্থ সে জন
গন্তব্যে পৌছতে হলে
চলতে হবে যে —সঠিক পথে
ভ্রান্তপথে মিলবে না...
 ৪৬ টি
৪৬ টি   +৭
+৭শোকাবহ আগষ্ট—লেখা আছে, বাংলার ইতিহাসে
পথের ধূলিকণায় কংক্রিটে দেয়ালে কাগজের পাতায় পাতায়..
সারা বাংলা যেন তাই শোকসাগরে ভাসে আজও
মুজিব নেই মুজিব নেই— শেয়াল আর শকুণীর হিংস্রথাবায়
হৃদয়ে গভীরতম ব্যথা সেই—
বাংলা মায়ের অন্তরে বাহিরে
আঁচলে...
 ১২ টি
১২ টি   +০
+০আজিকে আমরা শোকার্ত  এবং ভীষণ লজ্জিত 
সেদিন গোটা বাঙালি জাতি যেন হয়েছিল কলুষিত 
কতিপয় বিপথগামী দানবের নারকীয় তাণ্ডবে।
আজিকার এই দিনে 
পঁচাত্তরের শোকাবহ আগস্ট
আমরা ব্যথিত সবাই শোক সন্তপ্ত হৃদয়ে
বঙ্গবন্ধুর স্বপরিবারে...
 ৬ টি
৬ টি   +১
+১ 
 তোমার আহবানে সাঁড়া দিয়ে
 যারা মরণেও দ্বিধাহীন চিত্ত—
 দেশমাতৃকার বিরহভার বদনে
 পুষ্পের হাসি ফোটাতে দৃঢ় প্রতীজ্ঞ;
 যারা কলম ফেলে তুলে নেয় অস্ত্র
 লাঞ্চনা বঞ্চণার বৈষম্যের ইতিহাস
 ধূয়ে মুছে...
 ৮ টি
৮ টি   +০
+০©somewhere in net ltd.