|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 সেলিম আনোয়ার
সেলিম আনোয়ার
	[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
চাঁদের জোছনা ঢুকে পড়ে
আমার ঘরে, তাইতো মুগ্ধ দুচোখ
লাগে যে সুখ একেলা প্রাণে
যদিও একাই আছি
আগের মতই ..
তবুও সময় তো আর নেই বসে
তবুও তোমায় ডাকবো না আর কাব্য করে
পাছে বিড়ম্বনা যদি লাগে...
 ১৫ টি
১৫ টি   +২
+২
  
............
............
এমন বৃষ্টি মুখর মধুর ক্ষণে
যদি পড়েগো মনে—তোমারে
 কি দোষ আমার বলো ?
আমি তো মানুষ থাকবে কিছু দোষ
যেন কতকাল কতো যুগ পেরিয়ে অনন্ত তপস্যায়
এসেছে এই দিন হিমেল আমেজ মেখে...
 ২৪ টি
২৪ টি   +৩
+৩ 
আমাদের এই লাল নীল সংসার..
কতৈ না মায়াঘেরা যেন সুশীতল ছায়াঘেরা এক নির্জন দ্বীপ , 
উত্তাল সাগরের বুকে  
শুধুই যে কাছে  টানে।
এই প্রাণে দেয় যে দোলা— 
সতত চেষ্টাতেও...
 ১৬ টি
১৬ টি   +৩
+৩ 
হাসি মুখে যেন গগণে উঠে পূর্ণিমা চাঁদ 
যদিও ললাটে আঁকা তার— এক কলঙ্ক দাগ ;
সেই  চাঁদ দেখবে বলে কতইনা কৌতূহলে
কাজ  ফেলে মন ছুটে যায়,  বাড়ির ছাদে
নক্ষত্রের...
 ৫ টি
৫ টি   +০
+০
ঢং দেখে তো আর বাঁচি নে
ভাবছো তুমি, আমি জানি নে
তুমি- আমি লগ আউট হয়ে
পড়তাম মন্তব্য— কে কি করে 
কে কি ভাবে আমাদের নিয়ে
এটা নিয়ে চলতো 
তোমার আমার বিস্তর গবেষণা আলাপন...
 ৪ টি
৪ টি   +০
+০ 
বলোতো  আমি কোথায় ?
কার টানে এই খানে
বলোতো দেখি, পারো নাকি!
তুমি তো ভীষণ বুদ্ধিমতি;
বলতে পারারই কথা।
ব্লগ বাড়িতে আমার উপস্থিতি
বলে দেয় যে প্রায় সবই —
 তোমার ডাকে সাড়া দিয়েই তা।
এবার...
 ১২ টি
১২ টি   +৩
+৩তুমি নেই তাই শূন্য লাগে সব
কত জনেই তো আছে দিনে রাতে
আনন্দ উৎসবে ঈদ উল্লাসে মেতে 
তুমি নেই তাই সবই যেন লাগে ফিকে!
কতো শত আয়োজন যোজন বিয়োজন
কর্ম মাঝে সকাল সাঁঝে কতো...
 ১৪ টি
১৪ টি   +২
+২শ্রদ্ধাঞ্জলী হে কবি বর!!!!
কবি তুমি যেন ভোরের রবি
সাহিত্য সম্ভারে শব্দের যাদুকর
তুমি, শব্দ সাজাও কাব্য গড়ো
হৃদয়ের কথা আকুলতা
অকপটে তুলে ধরো 
প্রকাশ্য দিবালোকের মতো;
স্বচ্ছ সুন্দর তব বহিঃপ্রকাশ তোমার নেই যে তুলনা ।
জীবনের...
 ২০ টি
২০ টি   +৩
+৩ভয়ালো কালো রাত্রি
__________________
ভয়ালো কালো রাত্রি 
তপ্তবুলেটে স্বাধীনতাকামী বাংলার মানুষ
 তখন মৃত্যু পথযাত্রী,
 লাখের অধিক মৃত্যু শুধু ঢাকা শহরে
এমন নৃশংস সেই রাত অপারেশন সার্চ লাইট
গণতন্ত্র ভূলন্ঠিত চরম স্বৈরাচারে।
বাতাস তখন ভারি বারুদের...
 ১৬ টি
১৬ টি   +৪
+৪ 
এই যে শিশু ফুলের মতই নিস্পাপ
এই যে শিশুটি এখনও ওঠেনি তার দুধ দাঁত;
শুধু মায়ের স্তন্য পান করেই বেঁচে থাকা তার
 বেড়ে ওঠা দূর হতাশার— আঁধার ঠেলে,
 আশার প্রদীপ জ্বেলে...
 ১৩ টি
১৩ টি   +৪
+৪ 
হে নারী প্রেরণাদায়ী সঞ্জীবনী শক্তি
জীবন চলার পথে যে — অপরিহার্য তুমি
তুমি করো গর্ভধারণ— 
তুমি জন্ম দাও মানবের— 
তুমি যেন আঁধার রাতে আলোর বিচ্ছুরণ।
জননীর স্তন্য পান করে বেঁচে থাকে শিশু
লাভ...
 ৪২ টি
৪২ টি   +১০
+১০
  
আমি তো দিইনি বাঁধা—তোমার কোন কাজে
হইনি ধৈর্য্যহারা . প্রেমের অনুরাগে
তোমায় ফেলিনি কোন লাজে
আমি ছিলাম যেন তোমার গায়ের চাদর
তোমার সব ফাঁক-ফোকর ঢেকে দিয়ে
তোমার প্রেমের সাত পেয়ালা জল পিয়ে
ছিলাম তোমার...
 ১৮ টি
১৮ টি   +৪
+৪ 
ধ্রুবতারা একটাই নক্ষত্রের আকাশে
ধ্রুবতারা একটাই নক্ষত্রের আকাশে
হয়  না যে তার অযাচিত বিচ্যুতি কোনো— 
সুনির্দিষ্ট অবস্থান থেকে।
সেই তো দেখায় পথ, সেই তো বলে দেয় নাবিকে
কোথায় আছে কতটুকু বিচ্যুতিতে গন্তব্য...
 ২৬ টি
২৬ টি   +৭
+৭অমর একুশের চেতনায়
অমর একুশের চেতনায়
 জেগেছে বাঙালি আজ ,
স্বাধীন বাংলার রাজপথে দেয়ালে আঁকা কতো আল্পনা বর্ণালী কারুকাজ !
বাংলা বর্ণমালায় বর্ণিল সজ্জায় অপরূপ বিন্যাসে
একটাই দাবি লেখা তাতে 
রাষ্ট্র ভাষা বাংলা চাই...
 ২৬ টি
২৬ টি   +৫
+৫বসন্ত এসে গেছে 
শীতের কুয়াশা কেটে যাবে
ফুটেছে ফুল ভ্রমর আকুল
ফুলের সুবাস মুগ্ধ চারিপাশ 
কোকিলের কুহু ডাকে প্রেমিক হৃদয়
ডুবে যাবে ভেসে যাবে ।
প্রিয়তমা আর নয় ছলনা এবার
ছলনার উপাখ্যান সমাপ্ত করে
এবার হোক...
 ৩৮ টি
৩৮ টি   +১১
+১১©somewhere in net ltd.