নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
হে নারী প্রেরণাদায়ী সঞ্জীবনী শক্তি
জীবন চলার পথে যে — অপরিহার্য তুমি
তুমি করো গর্ভধারণ—
তুমি জন্ম দাও মানবের—
তুমি যেন আঁধার রাতে আলোর বিচ্ছুরণ।
জননীর স্তন্য পান করে বেঁচে থাকে শিশু
লাভ...
ভেবে ভেবে অবাক হতে হয়
কীর্তি তোমার স্বাধীন বাংলাদেশ—সারা বিশ্বের বিষ্ময়!
এমন তরো স্বপ্নের বাস্তবায়ন
কেহ আগে কী পেরেছে অথবা পারবে? পারবে না নিশ্চয়
তোমার কারণেই স্বাধীন বাংলার লাল—সবুজ পতাকা...
আমি তো দিইনি বাঁধা—তোমার কোন কাজে
হইনি ধৈর্য্যহারা . প্রেমের অনুরাগে
তোমায় ফেলিনি কোন লাজে
আমি ছিলাম যেন তোমার গায়ের চাদর
তোমার সব ফাঁক-ফোকর ঢেকে দিয়ে
তোমার প্রেমের সাত পেয়ালা জল পিয়ে
ছিলাম তোমার...
ধ্রুবতারা একটাই নক্ষত্রের আকাশে
ধ্রুবতারা একটাই নক্ষত্রের আকাশে
হয় না যে তার অযাচিত বিচ্যুতি কোনো—
সুনির্দিষ্ট অবস্থান থেকে।
সেই তো দেখায় পথ, সেই তো বলে দেয় নাবিকে
কোথায় আছে কতটুকু বিচ্যুতিতে গন্তব্য...
অমর একুশের চেতনায়
অমর একুশের চেতনায়
জেগেছে বাঙালি আজ ,
স্বাধীন বাংলার রাজপথে দেয়ালে আঁকা কতো আল্পনা বর্ণালী কারুকাজ !
বাংলা বর্ণমালায় বর্ণিল সজ্জায় অপরূপ বিন্যাসে
একটাই দাবি লেখা তাতে
রাষ্ট্র ভাষা বাংলা চাই...
বসন্ত এসে গেছে
শীতের কুয়াশা কেটে যাবে
ফুটেছে ফুল ভ্রমর আকুল
ফুলের সুবাস মুগ্ধ চারিপাশ
কোকিলের কুহু ডাকে প্রেমিক হৃদয়
ডুবে যাবে ভেসে যাবে ।
প্রিয়তমা আর নয় ছলনা এবার
ছলনার উপাখ্যান সমাপ্ত করে
এবার হোক...
এটা শুধু তোমার আমার
মনের ভাষা— প্রেম ইশারা,
আর কেহ করলে তার অনুকরণ
কার কিবা যায় আসে ?
এতো আর একদিনের নয়
যেন কতো যুগের পরিচয়
কতো জানা কতো চেনা কত আপন ?
তোমার আমার অমোঘ প্রেমের
যুগান্তকারী...
জীবনে যা কিছু প্রথম— তা কি ভুলা যায়?
আমার টবে এক অপরাজিতা ফুল
প্রথমবারের মত নীল আভরণে যেন চেয়ে আছে
মনটা ভাল তাই—
অতঃপর তখনো হয়নি রাতের শেষ
যেন মিষ্টি আলোর একটি প্রদীপ পূব আকাশটায়
যেন...
দরজায় তালা,
মনে হয় সিলগালা!
খুলে না খুলে না , দু\'চোখ যেন মেলে না
কিভাবে যে যাই
দরজার কড়া নাড়ি—হয়ে নিরুপায়।
কেন যেন বিধি বাম দায়িত্ব অবহেলে
আমার হাতে কয়টি খাম
রাখতে হবে সে ঘরে দায়িত্ব সহকারে
তবেই...
তোমরা শিক্ষার আলো বিলিয়ে দিলে
তাই দূর হলো সব— অজ্ঞতার অন্ধকার।
তোমরা যেন দেশ গড়ার নিপুণ কারিগর
—অগাধ শ্রদ্ধার।
মাতা-পিতার পরেই তোমাদের স্থান
তোমরা যে মহীয়ান।
শ্রদ্ধেয় শিক্ষকমণ্ডলী শ্রদ্ধাঞ্জলি তোমাদের তরে
সবার ভালোবাসা আর শ্রদ্ধা লয়ে
আনন্দময় সফল...
এখনো ভেবে দেখো
রবিহারা পৃথিবী—কতটা অপূর্ণ অসহায়!
—যেন এক অস্তিত্বহীন বিভীষিকা
তুমি কী তেমন নও?
আমার অনুপস্থিতিতে—
যদি তা না হও থেকেই বা লাভ
অপ্রগলভ প্রেম মম ব্যর্থতায় পর্যবসিত যেখানে
তুমি কি গো এখনো বুঝনা ?
আমিহীনতা তোমাকে...
ল্যাপটপটা নেই ভালো আর
কাজ করা যায় না তাতে
ব্যর্থ হলো তাই —প্রচেষ্টা আবার।
ভেবেছিলাম লিখে দিবো
ভালবাসা মেখে দিবো— এবার
তোমার ঐ গোলাপ রাঙা ঠুঁটে- গালে
জানি না কোন খেয়ালে
সিদ্ধান্ত বদলে গেল এবার।
তোমায় যদি শুধু...
তবুও বৃষ্টি পড়ে —তবুও ওঠে ঝড়,
তোমার আমার সঙ্গম কামনায় ,
তৃষিত পৃথিবীর উপর ।
রিমঝিম শনশন, এই মন উচাটন
তুমি নেই তুমি নেই
যেন দূর বনেতেই— তোমার বনবাস
এ কি তবে তোমার উপহাস!...
মিল্কিওয়ে অ্যান্ড্রোমাস গ্যালাক্সিদ্বয়
যদি লক্ষ আলোক বর্ষ দূরে থেকেও
সুপার গ্যালাক্সি সৃষ্টি করতে পারে—
তুমি যদি মানবী না হয়ে
নক্ষত্ররাজি অথবা গ্যালাক্সি হও তবু হবে
দুটো গ্যালাক্সিও মিশে যায় দূর্ণিবার আকর্ষণে
আমরা কেন পারবো...
এখন মাঝরাত হঠাৎ মনে হলো
এই যে আমি তোমাকে ভালোবেসে
এতো ঋণী এর কী নেই কোন সমতা বিধান
ভালোবাসার বিনিময়ে ভালোবাসা
এই তো হতে পারে শুধু নিয়তির অমোঘ বিধান
বিনিময়ে আমিতো আর কিছু চাইনি...
©somewhere in net ltd.