|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 সেলিম আনোয়ার
সেলিম আনোয়ার
	[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
  
হায় গানের পাখি হারিয়ে গেলো
মায়ার  ভূবন ছেড়ে—
খ্যাতি ছিল যার বিশ্ব জুড়া
হৃদয়কাড়া সব সুরে।
সুরের মূর্ছনায় তাঁর জুড়িয়ে গেছেন অগণিত প্রাণ
তিনি ছাড়া অপূর্ণ যে
রূপোলীপর্দার  প্রণয় উপাখ্যান।
যেন কত যুগ...
 ১০ টি
১০ টি   +৫
+৫এবার তবে দাও গো পরিত্রাণ
এবার দাও গো ছুটি করোনা কোন ত্রুটি
যেন কত যুগ ধরে আছি ওগো তোমার অনাদরে
এবার দাও তবে মুক্তি প্রেমের কারাগারে।
চোখের আড়ালে থেকে দুহাত বাড়ালে
এবার দাও গো খুলে...
 ৭ টি
৭ টি   +২
+২ 
গর্ব ভরে বলতে পারি!! 
অমর একুশে আসবে বলে
শহীদ মিনারের পবিত্র বেদী
ভরে যাবে ফুলে— তারই দৃপ্ত শপথে..
যেন ফুল ফোটেছে ।
রাজধানীর রাজপথ— আজিকে উন্মুখ
কবে যে ভরে যাবে আল্পনায়
সালাম জব্বার বরকত রফিক...
 ৯ টি
৯ টি   +৩
+৩ 
 প্রবল বৃষ্টি
 তোমার জ্বর,
 বৃষ্টিতে আটকা পড়ে
 আমি যেন বাসর রাতের অবরুদ্ধ লক্ষ্ণীন্দর।
 
বসে  আছি— কোন এক অদূরে
শীতের প্রকোপ বাড়ে..
কিছুই কী করার নেই
হিমেল হাওয়া গায়ে মেখে
বৈরী আবহাওয়ায়...
 ২২ টি
২২ টি   +২
+২   
মনেরও মাধুরী তব উছলিয়া ওঠে প্রাণে
মন্ত্রমুগ্ধ যেন কথার ফুলঝুরি ফোটে
তব স্তুতি বন্দনায়।
যেন মৃত দেহে জাগে প্রাণ
কবরের নিরবতা ভেঙে— এ এক অবাক মুখরতা
মৃত্যুপুরী নয় এ যেন এক স্বর্গীয়...
 ১২ টি
১২ টি   +২
+২      
যদি তোমার লাগে ভালো—
ভোরের শিশির দূর্বা ঘাস রাতের তারা মেঘলা আকাশ আঁধার কালো
রিমিঝিমি বাদল ধারা সন্ধ্যা তারা জুনাক জ্বলা আঁধার রাতে
সব কিছুই আসুক তবে...
 ১৪ টি
১৪ টি   +৩
+৩ 
দোলনায় দোলে ভোর  বারান্দায় রোজ সকালে
খোকন ঘুমায় দুলুনির তালে তালে চেয়ে থাকি
একেলা বসে দেই পাহাড়া, দেই যে দোলা
মধুর লগন আত্মমগন ছোটে যেন বলগা ঘোড়া নেই বিরতি 
থামার তার...
 ১৪ টি
১৪ টি   +২
+২শুভ সকাল হে অমোঘ নিয়তি
 কেটে গেছে যে তিমির রাত্রি
কুয়াশার চাদরে জড়িয়ে
সূর্যটা মাঝে মাঝে দেয় উঁকি;
হিমেল হাওয়া বহে!
ওমিক্রন কোভিড উনিশ আক্রান্ত এই পৃথিবী
জীবনের সমীকরণে নতুন শর্ত জুড়ে দেয়
বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে...
 ৮ টি
৮ টি   +১
+১
   
অত ঠুনকো নয়
লজ্জাবতী লতা নিজেকে গুটিয়ে নিলেই
প্রীতিতে ইতি নয়।
প্রণয়ের কথা ঢের বেশি বাকি থাকে
মনে মনে এক মন অটুট বন্ধন
কভু যেন হয় না ফিকে—
লজ্জাবতী লতার এই প্রেমবার্তা
স্পর্ষে যেন...
 ১৪ টি
১৪ টি   +৫
+৫ 
ভালোবাসার বুদ বুদ এতোটাই নির্বোধ
এতোটাই স্বচ্ছ প্রকাশ হয়ে পড়ে—তা
কুয়াশা ধূলট ধূয়াশা ভেদ করে
হাওয়ায় মিশে যায়— স্পর্শ কামনায়
লুকিয়ে রাখি তারে স্পর্শের বাহিরে
তবুও সে যে প্রকাশ্য দিবালোকের মতো
কালের স্বাক্ষী হয়ে —কালোত্তীর্ণ...
 ১৪ টি
১৪ টি   +৪
+৪ 
অদৃশ্য থেকে তুমি দেখো সব
তোমার অসীম দয়া
তোমার দয়া— সতত, এ হৃদয়ে করিগো অনুভব।
পাপীর পাপ মুছে দাও তুমি এক নিমিষে
চায় যদি সে ক্ষমা,
হে মহান প্রভু, বিশ্ব প্রেমের তুমি অবাক দ্যুতনা!
পাপের...
 ২২ টি
২২ টি   +৫
+৫ 
চুপটি করে থেকো না বসে
—ক্ষণিকের এ জীবনে;
জীবনের দাম যে আছে।
এই যে কলম, তোমার কীগো মনে আছে ?
শতসহস্র তলোয়ার তুল্য নয় তার
অজেয় ক্ষমতার— কাছে
.. তোমার তো জানা আছে।
এখনই সময় 
এ...
 ১২ টি
১২ টি   +৪
+৪ 
ঝিণুক মুক্তো নয়
বিস্ময়কর হলেও সত্য
পাথরের বুক থেকে
অপরূপ রূপের  এক আধার যেন
দেখে দেখে রূপতার বিস্মিত হবে যে কেহ
রঙধনুর মতোই বর্ণিল
যেন লক্ষ তারার ঝিলিমিল অপরূপ সজ্জায়
অপার মুগ্ধতায়
তাই চেয়ে থাকি..
নীরেট পাথরের...
 ১৫ টি
১৫ টি   +৬
+৬ 
পুরাতন বৎসরের মতো
দূর হোক অতীত গ্লানি ব্যর্থতা আছে যতো
চিরতরে- 
আর যেন নাহি আসে ফিরে
পুরাতন ক্ষত হে দূর হ দূর হ..
নতুন বৎসরের মতো হোক রাজসিক প্রত্যাবর্তন
কাঙ্ক্ষিত সাফল্যের সোনার হরিণ যেন...
 ১৪ টি
১৪ টি   +৫
+৫  
আজকেই হলো শেষ— এই বৎসরের
অফিসে আদালতে কর্মব্যস্ত নগরের,
মুজিব বর্ষের; চাওয়া পাওয়ার হিসেব নিকেশে
নষ্টালজিক কিছুক্ষণ, হয় যদি আগমন— হোক না
আজকেই নয়তো সব শেষ অমিত সম্ভাবনার সমৃদ্ধ বাংলাদেশ।
সুন্দর আগামনী ধ্বনি...
 ৮ টি
৮ টি   +১
+১©somewhere in net ltd.