নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার বেলা যে যায় সাঁঝবেলাতে........

দ্রোহের আগুনে উঠুক জ্বলে

সানজিদা হোসেন

আমি পড়তে পছন্দ করি । কখন পড়তে পড়তে লিখতে শুরু করেছি জানিনা । অফিসের কাজের ফাঁকে একটা খোলা জানালা দরকার ছিল । তাই কিছু অনুভুতি ভাগ করে নেয়া সবার সাথে ।

সকল পোস্টঃ

বাসযোগ্য বিশ্ব

১৪ ই জুলাই, ২০২৫ সকাল ১১:১৭

ধুলিমাটি, যুদ্ধ বিগ্রহ আর হাজারো প্রতিকূলতার ভিড়েও পৃথিবী নামক নীল গ্রহটা আমাদের কতই না প্রিয় । তারপরও ক্রমবর্ধ্মান মানুষের ভবিষ্যত বিবেচনা করে বিজ্ঞানীরা খুঁজে বেড়াচ্ছে পৃথিবীর বাইরে বাসযোগ্য অন্য এক...

মন্তব্য০ টি রেটিং+১

রাতের সাথে চাঁদের সাথে

২২ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:০৫

মুহূর্তেরা হারিয়ে যাবে
নিঝুম রাতে , সঙ্গোপনে
থাকবো মিশে ছায়ায়, মায়ায়
থাকবো জেগে তোরই মনে।
আমায় ভেবেই রাত ভোর তোর
আমায় নিয়েই স্বপ্ন চোখে
দুরের থেকে কাব্যে , সূরে
ডাক দিয়ে যাই অচীন থেকে।
কেমনে আমায়...

মন্তব্য১২ টি রেটিং+৩

ভুল বরষা

২০ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:১৩

তুই একটা তুই ছিলি তাই
ঝুম বরষায় ভিজেও ছিলাম
তুই একটা তুইই ছিলি
হাতের মুঠোয় হাতটা নিলাম।
সেই তুই টা আজকে হটাত
হাতরে মরি কানা গলি
মনটা তো তোর বড়ই ছিলো
হটাত তারে কই হারালি?
নাকি চিনতে...

মন্তব্য৮ টি রেটিং+১

বহতা

০১ লা ডিসেম্বর, ২০১৯ ভোর ৫:০৮


একটা মাতাল সূরে গান গাওয়া
কোকিলের বিরহ বসন্ত
চলে গেছে অগোচরে।
এই বসন্তেও ফুল ফুটেছে
অথবা ফোটেনি।
আমার জানা নেই।
আমিতো রুক্ষ মরুভুমির
আপদকালীন বাসিন্দা তখন।

একটা গোটা বর্ষা চলে গেলো
তোমাকে ছাড়া।
আলমারির তাক থেকে
নেপথোলিনের সৌরভ ছড়াল
আমার সাদামাটা নীল...

মন্তব্য১২ টি রেটিং+১

পোড়া মনের সূর

১৭ ই সেপ্টেম্বর, ২০১৯ বিকাল ৫:১৯

ভালোবাসার আকাশ জুড়ে
জমছে মেঘের ভেলা
হরেক রঙ্গে খুব গোপনে
মনের ঘরেই খেলা।

মান অভিমান, রাগ অনুরাগ
সব গুলো দিন মেখে
ডুব সাঁতারে চোরাবালি
বাসতে ভালো শেখে।

মায়ায় ছায়ায়, অচীন কায়ায়
কিসের অমোঘ টানে
আজ পুরাতন সেই তোমাকেই
ডাকছি নতুন...

মন্তব্য১৩ টি রেটিং+৪

গল্প কাব্য

২৯ শে মে, ২০১৯ ভোর ৪:৪৩

কাটফাটা এক মধ্য দুপুর
রিকশা শহর জুড়ে
হাতটা সেদিন ছুঁয়েই নিলো
হৃদয় মুঠোয় পুড়ে।

গালদুটো কি লাল হল তার
হটাত ভালোবেশে
যেন কোন রক্ত জবা
নদীর কূলে মেশে।

মনের মাঝেই মন যে বাঁধা
পড়েছে কেউ জানে?
একলা আকাশ সঙ্গী...

মন্তব্য২২ টি রেটিং+৬

মরুর বুকে বর্ষা

১৮ ই মে, ২০১৯ রাত ৩:০৯

বালিকার জিন্স টিশার্ট আর
কাঁচের চুড়ি রুমঝুমাঝুম
জোস্নার আল্পনাতে
বারান্দাতে রাত নির্ঘুম।

কোঁকড়া চুলে আনমনেতে
মুগ্ধ কিশোর
বুকে তার উথাল পাতাল
মৌতাতে যে স্বপ্ন বাসর।

বালিকা কাজল চোখে্র
দৃষ্টি অবাক খুব হেয়ালী
তারুন্য হটাত করেই দিল ছুঁয়ে
কোন খেয়ালে?

চোখে যেই চোখ...

মন্তব্য১২ টি রেটিং+৩

অধরা সুখ

১৩ ই মে, ২০১৯ দুপুর ১:০৩

ঘর হারানো পাখিগুলোও
নতুন সে ঘর বাঁধে
পুরনো সেই সুখের স্মৃতি
ভেবে কি সে কাঁদে ?

মনের খবর মনই জানে
কেউ রাখেনা খোঁজ
কার খেয়ালে, অনাদরে
বাড়ছে বোঝা রোজ।

ভালোবাসি, মুখেও হাসি
মনে বসত কার?
যখন তখন আনাগোনা
জমছে হাহাকার।

মানুষ...

মন্তব্য১২ টি রেটিং+১

অজানিতা

১৫ ই এপ্রিল, ২০১৯ রাত ৩:১৬


কখনো ভালোবাসি না শোনা মেয়েটাও
বছরের পর বছর
প্রতিক্ষায় থাকে।

তারপর একদিন অপেক্ষার পথ ছেড়ে
সেও হয়তো শক্ত হাতে জীবন গোছায়
বুকের গহীন তিরতিরে বয়ে চলা নদীটা
শুকায়না কখনো
লুকিয়ে থাকে গহীনে, গোপনে

রিমঝিম কাঁচের চুড়িগুলো হয়ত
আর হাতে...

মন্তব্য৬ টি রেটিং+০

বিষন্নতার ঘুড়ি

০১ লা এপ্রিল, ২০১৯ রাত ৩:৩২

তুমি কি সেই আগের মতই
বৃষ্টি ভালোবাসো?
মনের কথা গহীন চেপে
নোনা জলেই ভাসো?

তুমি কি সেই আগের মতই
রাতটা কাটাও জেগে?
আঁধার পুড়ে ধোয়ার জোনাক
চাঁদের ছোঁয়া লেগে।

তুমি কি সেই আগের মতই
হারাও অন্য চোখে?
আগের মতই গান...

মন্তব্য১০ টি রেটিং+৩

একটা মেয়ে

৩১ শে মার্চ, ২০১৯ রাত ৩:০৪

একটা মেয়ে রোজ রাতেতে ছাদে,
একলা বসে খুব গোপনে কাঁদে।
একটা মেয়ে ভয়েই জড়সড়,
গল্প মনের খুব লুকিয়ে পড়।
একটা মেয়ে বৃষ্টি ভালোবাসে,
সেই মেয়েটিই দুঃখ ভুলে হাসে।
একটা মেয়ে মন বেঁধেছে মনে,
চোখ পড়লেই লুকায় ঘরের...

মন্তব্য৮ টি রেটিং+২

মরিচিকার পিছে

৩০ শে মার্চ, ২০১৯ রাত ৩:১২

তুমি আমার ভালোবাসার রাজকন্যে,
বিয়ে কিন্তু করবো সম্পত্তির জন্যে।
শ্যামল বরন গালে যতই হারাই আমি,
বিয়ের সময় ফরসা রংটা বেশীই দামি।
ভালোবাসি, তোমায় ভেবে রাত ও জাগি
কিন্তু মায়ের মনটা বল কেমনে ভাঙ্গি।
খুব হয়েছে ভালোবাসার...

মন্তব্য১০ টি রেটিং+০

তুমিহীন

০১ লা জানুয়ারি, ২০১৯ রাত ১১:৫৩

ঊষর এই মরুর বুকে
ঝুমঝুমান্তি বর্ষা ঝরে না,
ভালোবাসাহীন এই মাটিতে তাই
তুমিহীন আজ দারুন খরা ।
রৌদ্রে তপ্ত এ ধুসর কলেবর
সাজে না সবুজে তাই,
মায়াময়, ছায়াময় হয়ে
জড়ায় না আঁচল ।
সুতীব্র অপেক্ষায় আমি
চেয়ে থাকি
দূরে, বহুদুরে।
চাতকও...

মন্তব্য৮ টি রেটিং+১

দূরত্ব

৩০ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১:৫৬

আঙ্গুল ছুঁয়ে থাকবোনা আর তোর
বন্ধ ঘরে আজকে না হোক ভোর

কাঁদবি বুঝি একলা থাকার ক্ষণে
আমায় বুঝি পড়বে যে খুব মনে

মায়ায় ছায়ায় ভালোবাসার ঘরে
আসবো আমি আসবো জানি ফিরে

থাকবো হয়ে কল্প তরুর...

মন্তব্য৪ টি রেটিং+০

সিষ্টেম লস

০৩ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩২


দাবি দাওয়া ছেড়ে চল
দেই গলা দাবিয়ে
নচ্ছার , হুজ্জুতে
ছিঁড়ে ফেল চাবিয়ে।

খাচ্ছিস পড়ছিস
ফেসবুকে কচানি
ছিলি বেশ ভালো তবে
দিস কেন পচানি।

আমি রাঙ্গা আমলা
মামলাটা খাব কেন
বোকা হাঁদা ছেলেপেলে
এত করে প্যানপ্যান।

সিষ্টেমে লস আছে
তাতে কেন...

মন্তব্য৮ টি রেটিং+১

>> ›

full version

©somewhere in net ltd.