নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রকাশিত কবিতার বই: জনারণ্যে শুনিনি সহিসের ডাক (কামরুল বসির)। অপরাহ্ণে বিষাদী অভিপ্রায় (কামরুল বসির)।

সোনালী ডানার চিল

বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...

সকল পোস্টঃ

অপ্রচলিত প্রেমের কবিতা

০২ রা ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ২:৫৫



তোমাকে কিছু বলি-
তোমার চমকে উঠা চিবুকের ভাজে কিছু নি:শ্বাস গুজে
দিই। কূয়াশায় অন্ধ হওয়া আমার চক্ষুদ্বয়ের ইশারায় নম্র দু’টি সূর্য একে
ছুড়ে দিই তোমার দুই কুন্তলপাশে দিকবিদিক!

বিরান মালভূমির ছালবাকলহীন...

মন্তব্য১৪ টি রেটিং+৪

শনিবারের সমীকরণ

২৫ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৩২



আমি ভেবে নিই আজ যেহেতু শনিবার তাই আমাকে কিছু ভাবতে হবে। নির্ধারিত দিনে অনির্ধারিত ভাবনা কখনও দ্বিধায় ফেলে দেয়। যেন একটা খাদের মধ্যে অসময় পড়ে যাওয়া।

শনিবারের সকালটা একটা ভাবনার কুয়াশায়...

মন্তব্য১২ টি রেটিং+৫

কবিতার আলাদা নি:শ্বাস

২৪ শে জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৩৯





প্রথা মেনে কি কবি হওয়া যায়
প্রথাহীনতা কি কবিতার সংশয়!
আমি বাক্যে আর মননে কবিতা বপন করে
অত:পর কবিকে করলাম অস্বীকার-
কবিতার অসীম সীমানা কবিকে করে না ভর;
তাই শব্দে কবিতা খুঁজি...

মন্তব্য১৬ টি রেটিং+৩

তিনটি মেঘের ঐরাবত আর অবিশ্বাসী এক বৃদ্ধের গল্প

১৮ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:১২





নিষ্ঠুরতা আস্কারা দেয় সামাজিক ব্যাধিকে আবার, যখন
দূর্বিনীত অথচ পাশবিক হৃদয় সৌজন্যতা ছড়ায় যত্রতত্র-
কারো কারো দৃষ্টি বধির হয়ে বিনম্র হয় বহুগামী লালসায়;
কারো কারো শোকে ফুটে উঠে পানাফুল, সবুজ- সতেজ
কেউ কেউ...

মন্তব্য৬ টি রেটিং+২

একটি নষ্টালজিক পরিভ্রমণ-১

১৫ ই জানুয়ারি, ২০২০ দুপুর ২:১৫




‘’বন্ধু মানে তোমার হাতে পড়ে থাকা
ভুলে থাকা মনযাতনার অলস সে হাত
বন্ধু মানে মনের কথা, আমার ভীষণ অন্ধকারে
পাশে বসা ছায়াটাকে বলতে পারা-
বন্ধু মানে দু:সময়ে একফালি রোদ,
শক্ত বাটের শরীফ ছাতা-
বন্ধু মানে...

মন্তব্য২২ টি রেটিং+৯

পিছিয়ে পড়া মানেই পরাজিত হওয়া নয়!

১২ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:০৯



তবুও আমি পিছিয়ে রইলাম, জাগতিক সেই
অসম অথচ অনিবার্য দৌড়ে; কিম্ভূত আমলারা বসে আছে লোহার রেলিংয়ে,
যেখানে সবাই একটা সময়ে অবসাদ ঢেলে দেয়।
সে সব অবসাদে নম্র বিদুষক জাগে, জেগে রয় তদ্রালু...

মন্তব্য১৮ টি রেটিং+৪

অপেক্ষা

১০ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৫:২৬



কখনও বলিনি বিশ্রাম এইখানে
কখনও বলিনি বসে যাও কিছুক্ষণ
কখনও আসো নি তুমি তবু বিভ্রম
বলিনি আশায় কেন কাদে পোড়ামন!

মন্তব্য১০ টি রেটিং+৩

পাপদ্বয়ের সাথে কথোপকথন

০৩ রা জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৪৫



সেদিন সন্ধ্যায় দু’টো পাপ এসেছিল নিরবে
হামাগুড়ি দিয়ে;
আমি তাদের দেখিনি,
তবে কথোপকথনের ফিসফিস হলকায়
আমি উষ্ণতা আর গন্ধমের অপার্থিব ঘ্রাণ
পেয়েছিলাম পুরোটা সময়ভর।

একটি পাপ কিছুটা সময় চাইলো,
অন্য পাপটি বিবশ রইল শুনশান নিরবতায়-
সুখ...

মন্তব্য২২ টি রেটিং+৭

সময় ও কবিতার বিবর্তন; অক্ষমতার রকমফের

০১ লা জানুয়ারি, ২০২০ বিকাল ৩:১৪



তুমি কবিতা চেয়েছো যখন আমি মধ্যবয়সে জবুথুবু
হয়ে বাইফোকাল মুছছি চাদরে আর, সন্ধ্যা হলেই
মাংকি-টুপিটি পরে নেমে পড়ি জলশহরের চাতালে।
তুমি কবিতা চেয়েছ দীর্ঘনিদ্রারত এক সরিসৃপের অন্তরে,
যে ঘুমিয়েও স্বাপ্নিক, গর্তের বরেগায় উষ্ণতার...

মন্তব্য২৬ টি রেটিং+৮

শ্রেণীবৈষম্যের এই বন্ধ্যাসময়ে ক্লদ মনেট বাহুল্যের সেমিকোলন;

২৮ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৫৪



আমার যদি ক্লদ মনেটের মতো একটি বাগান থাকতো-
হাওয়াব্রীজ আর পদ্মফুলের জলটলমল সরোবর!
আমার যদি ফুল আর পাখির পৃথক পরাগায়নের
অন্তর্গত সক্ষমতা বোঝার বিশেষ দৃষ্টি থাকতো-
অন্তহীন!

রমণীয় প্রচ্ছদের আয়তকার ক্যানভাসে শুধু
গ্রীষ্মমন্ডলীয় জলদের...

মন্তব্য১৬ টি রেটিং+৪

বৃষ্টিস্নাত সেই সন্ধ্যার স্মৃতি

২৪ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:৩৪



বৃষ্টিস্নাত সন্ধ্যা।
আজ ক্রিসমাস ইভ ছিল, আগামীকাল মেরি ক্রিসমাস। পাশ্চাত্যের সবচে আকাঙ্খিত আর জমজমাট উৎসব।
সবাই পুরোটা বছর অপেক্ষা করে থাকে এইদিনটির জন্যে।
তবে, আমার অনুভূতি এবার অন্যবারের চেয়ে কিছুটা ভিন্ন...

মন্তব্য১৪ টি রেটিং+৪

কারো কারো জীবননামা

১৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:০৮



কেউ তুমি সবুজ পাতাবাহার ফতুয়ায় স্মিতহাস্যে
সরোদে ‘তা দিয়ে গালিচায় করো ভর-
কেউ তুমি চমনবাহারের নির্যাসে চিলিমদানীতে পিক
ফেলে ফিক ফিক হেসে বলো: কেয়াবাত!
যেন সুনীল এবং স্নিগ্ধ চারপাশ-
সুখী আর পরিতৃপ্ত পেটফোলা মানুষজন;

জনান্তিকে তবুও...

মন্তব্য২৮ টি রেটিং+৬

পরাজিত মানুষ বিলীন হয় অত:পর অপার্থিব ঘুমশহরে

১৩ ই ডিসেম্বর, ২০১৯ বিকাল ৪:১৯



পরাজিত মানুষ ঘুরে দাড়ায় অথবা,
মৃত্যুর জলাধীতে একবুক আশা রেখে বিলীন হয় অপার্থিব ঘুমশহরে-

পরাজিত মানুষ সময়ে এবং অসময়ে উদগিরীত
কান্নার বিপরীতে নতজানু আকাঙ্খায় বরন করে সাময়িক দীর্ঘশ্বাস।

পরাজিত মানুষ মোহের ধাতব বন্ধনীর মধ্যে...

মন্তব্য১০ টি রেটিং+৩

সময়নদীর জীবনকাহন!

০৭ ই ডিসেম্বর, ২০১৯ দুপুর ২:৫৩



জীবন যেন সময়নদী; বইছে- অবিরত।
সময় যেন গন্তব্যহীন ঢেউ, আশা আর আক্ষেপের বিকল্প সমতা।
পাড়ে জন্মিয়াছে পাতাময় দারুন সব ম্যাপল বৃক্ষ, শোভিত এবং বিপুল।
অথচ, এখন চলছে পাতাঝরার মৌসুম।
সময়নদীতে...

মন্তব্য১০ টি রেটিং+২

তোমার জন্যে রেখেছি এক বৌয়াম দীর্ঘশ্বাস

০১ লা ডিসেম্বর, ২০১৯ বিকাল ৩:২৫



তোমার জন্য রেখেছি মেঘলা ভোরের সাদা অদৃশ্য
সূর্য্যটির পাল্টা ক্ষোভ;
জমে উঠা ফসফরাসের বাড়তি আগ্রহ-
সবুজ বনানীর বিপন্ন শৈতিক অত্যাচারের নিঝুম অপরাধ।
তোমার জন্য রেখেছি বাষ্পে ভরা মৃদ্যু কনকনে হাওয়ার জমাট কূয়াশা।
ক্রিসমাসট্রির বর্ণিল কারুকাজের...

মন্তব্য২৮ টি রেটিং+৫

১০>> ›

full version

©somewhere in net ltd.