নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছোটো বেলায়, আমার একজন ফেরিওয়ালা ছিলো,
দ্বারে দ্বারে ভোর ফেরী করতো।
আমি রোজ ওর কাছ থেকে...
সেই সব স্বপ্নবাজ
ধুমকেতু জাহাজে হ্যালি, সাথে দূরবীন হাতে গ্যালিলিও,...
যে চূড়া নতজানু, তা পর্বতের নয়,
যে পাখি গানহীন, তা অরণ্যের নয়,
যে আকাশ একঘেঁয়ে, তা পৃথিবীর নয়,...
কত সাধ গেল এমনি জলে ভেসে ভেসে,
কত নিঃশ্বাস মিলিয়ে গেল নিশ্চুপ নীলিমায়,
কত বিষাদ হল ঘুঙ্গুর বাজিয়ে নীল প্রজাপতি,...
নির্বান ছিলে তুমি একমুঠো ভালোবাসা,
যাতনা ছিলে তুমি রাত্রির স্বপ্নে,
নির্ঘুম ছিলে তুমি তারায় তারায়,...
বহু রজনীর বকেয়া ঘুম নিয়ে,
ফেরারী আসামীর মত দুচোখ আমার,
গোপন তালাশে ফেরে এদ্বার থেকে সে দ্বারে।...
যতটুকু আলো তুমি আঁচলে মেখেছ সগর্বে,
ঠিক ততটুকু অন্ধকার তোমার পেছনে ফেরে ছায়া হয়ে।
যতটুকু ভালবাসায় তুমি মর্মমূলে উদ্ভাসিত হও,...
শহরে ইদানীং ব্যর্থ কবিদের আনাগোনা বেড়ে গেছে ভীষনভাবে,
ওদের ভিড়ে মাঝে মাঝেতো ফুটপাথ দিয়ে হাঁটাই যায়না ঠিকমতো,
আর এমন ভাব এক একটার, যেন দুই লাইন কবিতা লিখে ফেলে,-...
চাঁদের কানে মন্ত্র পড়ে দিচ্ছে এক কালো জাদুকর,
ফুসলিয়ে একদিকে ভাগিয়ে নেবে বলে বাজী ধরেছে।
বন্ধ ঘড়িটা আর চলবে না, কিন্তু সময় বইবে ঠিকই,-...
শোক,- সে ভীষন ওজনদার বটে,
আমার দেখা ভারী বস্তুগুলোর মধ্যে অন্যতম !
সবথেকে শক্তিমান কাঁধটাও যেমন-...
টিক...টিক... টিক... টিক...
ষাট ঘন্টা পেড়িয়ে গেছে,- মৃত্যুর অন্ধকূপে তার!
সেখানে বুকে পাহাড় চাপা পড়ে আছে সবাই,...
এক পায়ে নুপুর তোমার,তোমার অন্য পা? - পুড়ে গেছে মানুষের পাপে ।...
কাঁদছে বাংলাদেশ,
ঊঠে দাঁড়াও,- যদি মানুষ হও!
ছুটে যাও,- যদি মানুষ হও!...
নষ্ট অতীতের জ্বালা বয়ে আনা,
নস্টালজিক কালো কাজল মেঘদল আমার,
তোমাদেরকেই নৈবেদ্য দেব বলে,...
কেউ কি কখনও শিখিয়েছিল,-
একটা বাঁশিকে কিভাবে কাঁদতে হয়?
অভিমানী জলকণাদের যদিওবা ঝরে ঝরে,...
©somewhere in net ltd.