নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঠিক যতবার তোমার দুপুর জানলায়,
কোন একলা শালিক খেতে আসে রোদ,
ঠিক ততবারই কোন দেবদূতের ঘুম ভেঙ্গে যায়!...
তুমি তো আর জানতে না মেয়ে,
হৃদয়ের যে কানখানি মুচড়ে ধরে,
তোমরা ঝাঁকিয়ে তোল পুরুষের অন্তরাত্মা,...
যেই পৃথিবীর জলেরা শুধু বৃষ্টির সঙ্গেই নয়,
বিষাদের সাথেও জুড়েছে গভীর প্রনয়,
যেখানে মৌসুমী মেঘেদের বুকে টেনে নিতে,...
বেলা-অবেলায় আসে যায় দিন, আলো-আঁধারি গোলকধাঁধায়,
ধূসর হচ্ছে সকাল, বাড়ছে রোদের তেজ, তবু কিছু সবুজ,-
এখনও মুঠো করে ছুটছি নির্নিমেষ। দিন শেষে ঘরে ফিরে,...
নষ্ট সময়ে ফুল ফোটাবে বলে,
তুমি বলেছিলে নীল পাহাড় চূড়োর মন্দিরে,
যেখানে কুয়াশা আর পবিত্র মেঘেরা তীর্থে যায়,-...
তুমি কেমন করে এমন আলো জ্বালো, বাতিওয়ালা?
প্রতি সন্ধ্যায় দেখি তুমি এক সমুদ্র আলো মুঠিতে
নিয়ে,জনপদের বাঁক থেকে পথে, গ্রামে, বন্দরে হেঁটে...
চুপটি বসে একটা পাখি,
একলা একা করছে ধ্যান,
আজব বাউল একতারাতে,...
ফিরবার পথে এক আজলা দুঃখ নিয়ে এস,
না হলে আমরা কার কাঁধে ভর দিয়ে স্বপ্ন দেখব?
যদি দেখ সামনে বদ্ধ দুয়ার, এগুবার পথ নেই,...
একমাত্র সূর্য ডুবে গেলেই যদি না,
মিটিমিটি তারাগুলো চোরাগুপ্তা হামলা চালায়,-
তোমাদের ঐ দৃশ্যমান আকাশের সীমানায়,...
একবার এক ব্যর্থ কবির কলমের মাথায়,
হুলুস্থুল খুন চেপে গেল!
মাতাল অশ্বে চাবুক লাগিয়ে ছুট লাগাল দিকবিদিক......
জীবনের লল্লিটা সুরুত সুরুত করে নয়,
নাড়ি থেকে উঠে আসা এক প্রচণ্ড টানে শুষে নাও!
চেটেপুটে নাও অন্তিম উপযোগিতা পর্যন্ত।...
নিশুতি নিঃসঙ্গ কোন এক আরন্যিক শূন্যতার স্বরলিপি
ঠোঁটে তুলে নিয়ে দোল খায় নিশাচর শব্দভেদী বাদুড়ের দল।
মন্ত্র পড়া ভোরে অবাক বিস্ময়ে আড়মোড়া ভাঙ্গে ঘাসফুল,...
পাখির নীড়ের মত কোন চোখের কথা,
যদি বলে যায় কোন জীবন কবি,
তবে আয় মেয়ে,- বাসনার মালা গাঁথি!...
এখন যার ছেঁড়া সকাল; তুমি কি সেই?
একদিন যার ভরা ছিল ভোর; তুমি কি সেই?
এখন আঁকে যে বিষন্ন গোধূলী; তুমি কি সেই?...
©somewhere in net ltd.