নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সকল পোস্টঃ

নিদ্রাবটিকা

৩০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:২৩

আকাশ জুড়ে একটি চাঁদ
লক্ষ তারার মাঝে,
তবু চাঁদের জোছনা গায়ে মেখে
ঐ রাতের আকাশ সাজে।

চাঁদের কি আর নিজের আলো আছে?
রবির কিরণ বুকে নিয়ে সে যে__ রূপোর...

মন্তব্য১০ টি রেটিং+৩

এই চাতকচোখে আর কতো জল চাই!!

২৯ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৮

আর কতোকাল চলবে খেলা হাসি খেলায়
আর কতোকাল বাঁচবে তুমি বলো ?
এমনি করে চাতকচোখে সন্ধ্যা ঘনিয়ে এলো।

কতো রবির উদয় হলো কতো গেলো অস্ত
কানামাছি ভু ভু করে কতো সময় হলো বলো নষ্ট।

এমন...

মন্তব্য১৬ টি রেটিং+৪

প্রত্যয়

২৬ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:০২



এই দু’চোখে সন্ধ্যা নেমে এলে
তুমি যেন হয়ে উঠো পূর্ণিমা চাঁদ!!
যে চাঁদের আলোয় উদ্ভাসিত হবে সব।

গোধূলীর সবটুকু রং মুছে গেলে
তুমি যেন হয়ে উঠো রাতের বুকে তারার উৎসব।

আমি ঠিকই বুঝে...

মন্তব্য৪৮ টি রেটিং+১২

প্রতিযোগিতা

২৪ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৮

কতক্ষণ তুমি ছিলে——কার মনে?
মর্ত্যের ক্ষণিকালয়ে!


কে ভাবিয়েছে তোমায় সব থেকে বেশি আর কার গলে হলে মালা?


মনে মনে কার হতে পেরে হাতে পেয়ে যাও যেন ঈদের চাঁদ?
বলো কার আঘাত?
সবথেকে অসহনীয় লাগে—তোমার প্রাণে?


কার...

মন্তব্য১৮ টি রেটিং+৫

ভালোবাসার পাখি, দু’হাত বাড়িয়ে দিলাম

২২ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৫৬



বাংলাদেশের মানুষদের হারিয়ে অর্জিত বিজয়
—বিশ্বাসঘাতকতা;
স্বাধীনতার সাথে সুষ্পষ্ট প্রতারণা।

গণতন্ত্রবধ জয় নয় ; ললাটে পরাজয়ের কালিমা।

গোয়েবলসীয় কায়দায়
মানবাধিকার রক্ষার প্রতিশ্রুতি দিয়ে
যে তা কেড়ে নেয় মধ্যযুগীয় বর্বরতায়,
মেতে উঠে আদিম উল্লাসে
তারা ক্রমাগত মিথ্যার অনুগত
যারা...

মন্তব্য১৬ টি রেটিং+২

কাজল নেবে নাকি জল এনে দেবে ?

২১ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:২০



কাজল নেবে নাকি জল এনে দেবে
এই দুচোখে?
কিনেছি তা___ দেবো তোমায় তাই...

জানি কাজল চোখে অনিন্দ তোমার রূপ

দিয়েছো অনেক জল এই চোখে আরো দেবে কী?

তার চেয়ে ঢের ভালো ভালোবাসার...

মন্তব্য১৬ টি রেটিং+৭

চলো দু\'জনে ভিজিবো আজিচোখের মণি

১৭ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:১৩



চলো দু\'জনে ভিজিবো আজি

শীতের পরশে____মনের হরষে
যেন জেগে আছে ঐ রাতের আকাশে অষ্টমীর চাঁদ।
ভালোবাসার আবেশে যেন থমকে গেছে সময়
চমকে গেছে ভীরু মন।

এমন সময় হাতছানি...

মন্তব্য১৮ টি রেটিং+৩

নইলে কবিতা আর লিখবো না।

১৫ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:২৮



ডাকাতের মতো
ছিনিয়ে নিলে
হৃদয়পুরের পদ্মাসন—প্রহসনে,
জানি না কোন খেয়ালে,
দোষ চাপালে— নির্দোষের উপর যাতাকলে
পিষেছো যাদের,
আবার কটাক্ষ করে কইছো কথা—
এই তোমার চিরোচরায়িত রীতি...

মন্তব্য১৮ টি রেটিং+৩

ভালোবাসার অপার সুখ নিহিত তাতে

১৪ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৬

এক পা দুই পা করে
সামনে বেড়ে—বাঁধলো কে রে
ভালোবাসার রঙিন সুতোয়—
বাবুই পাখি যেমন বাঁধে বাসা।


তার চেয়ে বড়ো কেহ কি আছে?
তুই কি হবি সঙ্গীহারা না কি...

মন্তব্য১৪ টি রেটিং+৪

সুখ যেখানে সুদূর পরাহত_____অলিক ভাবনা!!!

১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:২২

রাত্রি অনেক হলো_____
রাস্তার দুইপাশে নিষ্পলক তাকিয়ে থাকা_____নিয়নের আলো,
ইশারায় বলে গেলো...

ভয় পেয়োনা ______পথিক
উতলা হয়োনা।
আকাশের ঐ অর্ধচন্দ্র দেখে

স্রষ্টার আমোঘ নিয়মে তা_____
একদিন পূর্ণচন্দ্র হয়ে রুপোলী আলোয় ভাসিয়ে দিবে...

মন্তব্য৩৬ টি রেটিং+১২

রংবাজি (কবি শিখা রহমানের প্রেসক্রিপশন অনুযায়ী)

১০ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:৪৭



যে দিকে চাও—আমাকে দেখতে পাবে
মধ্যপ্রহরের প্রখরো রবির মতো—

আর কাহারে বাড়ালে হাত
করবো অগ্নিপাত —তার উপর
হয়ে যাবে সব বরবাদ ___এক নিমিষে...

আমায় রেখে____ যদি দেখো
পূর্ণিমার ঐ চাঁদ—টুকরো টুকরো করে তারে
ভাসিয়ে দেব...

মন্তব্য২৮ টি রেটিং+১০

এখনো সময় আছে___থেকোনা আর কল্পনায়

০৯ ই জানুয়ারি, ২০১৯ রাত ১:২৩



এখন আর বলবোনা
ছলনায় ভুলবোনা____
তাই বলে স্বপ্নজাল কী বুনবো না?

মধ্যরাতে মাদল বাজাই____
ভালোবাসার কথা সাজাই____
স্বপ্নজাল বুনি ______কল্পনায়।
ভেবে ভেবে কূল হারাই...
আমাদের কী গল্প নাই...
...

মন্তব্য২০ টি রেটিং+২

খাঁটিসোনা না পারো কবিতা তো পড়ো।

০৮ ই জানুয়ারি, ২০১৯ রাত ১:১৫



রাত্রি অনেক হলো
এখন ঘুমের লগন,
নিভে আসছে যেন আমার দুনয়ন।
,
ফুলশয্যা প্রস্তুত
তুমিও ঘুমোবে_____
আমিও_______
তবে আমরা তো আর নাই
হায়, একই বিছানায়!!

এখন চলিতেছে প্রেমের হুলস্থুল ফুলশয্যায় শীতের রাতে...

কত টুকু ক্ষতি হতো...

মন্তব্য২২ টি রেটিং+৩

ঈদের চাঁদভালোবাসার দাবী

০৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৫



ঈদের চাঁদ
তুই যে আমার ঈদের চাঁদ
এক টুকরো সুতোর মতো
থাকিস অনেক দূরে—
আনন্দের প্লাবণ আসে মনে
তুই আসলে আমার ঘরে।

দূরে থেকেই ডাকি তোরে
আয়না খুশির...

মন্তব্য২১ টি রেটিং+৫

প্রবঞ্চক মিথ্যে বলোনা! ....

০৬ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০৮



মিষ্টি রোদ_____ হিমেল হাওয়া
উদার প্রকৃতিতে সমৃদ্ধ দেশমাতৃকা
বাংলার মানুষ সম্প্রীতির নিবিড় বন্ধনে বাঁধা
একদল অসুর রিপুর তাড়নায় বিষাইছে বাংলার বাতাস___
মানুষের মুখোশ পড়ে;
পদে পদে লাঞ্ছিত-নিপীড়িত মানবতা____ তাদের করে
রুখো তাদের ____দাও বাঁধা
তা...

মন্তব্য২০ টি রেটিং+৩

৪৫৪৬৪৭৪৮৪৯৫০৫১৫২৫৩৫৪৫৫>> ›

full version

©somewhere in net ltd.