![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম
মনোলীনা,
যেই আমি একসময় বিপ্লবী হতে চেয়েছিলাম তোমারই জন্য,
সেই আমি এখন তোমার শহরেই ইটের জঙ্গলে
নিজের কাছ থেকেই ফেরারী!
গভীর রাতে তোমার অভিমানের দুঃশাসনের প্রসাদ গুড়িয়ে দেবার গোপন প্রতিটি কর্মসূচীতে ব্যর্থ...
আমাদের দেখা হবার কথা ছিলো যে সব পথে পথে
সে সব পথে পথে দিন রাত্রি নষ্ট ল্যাম্পপোস্টের
নিচে কুঁজো হয়ে বসে থাকে কিছু ভুল কষ্ট।
কিছু বোকা অভিমান অলস ভাবে ল্যাম্পপোস্টগুলোর গায়ে...
আমার পোষা ছায়াটা
———————————
আমার সামনে-পিছনে, ডানে-বামে
ঘুরে বেড়ানো ছায়াটাকে
আমি সব সময়ই আগলে রাখি।
কোনমতে যেনো সে আমার পায়ের নিচে চাপা না পড়ে
সেই হিসাব করে আমি প্রতিবার পা ফেলি সাবধানে।
আমার সবসময়ই...
এই শহরে
আমার যৌবনে কখনো সবুজ রঙের বসন্ত দেখিনি,
একটিও টলটলে জলে ভরা পুকুর ছিলোনা আমার,
আমি একটা নিজস্ব আস্ত সাদা মেঘলা আকাশের মালিক হতে পারিনি এই শহরে,
আমার ব্যক্তিগত পোষ মানানো...
একজীবনের চরম ক্লান্তি নিয়ে
অবিরাম লিখে চলছি মৃত কিছু কবিতা।
প্রতিবারই তাদের মাটিতে চাপা দেই
আমার বুকের ভিতরে না দেখা দীর্ঘ ভয়ের বোবা মিছিলে মিছিলে
পৃথিবীর তাবৎ কবরস্থানে।
শধুমাত্র ক্ষমাহীন তীব্র ঘৃনায় আর সলজ্জ...
বলা নেই কওয়া নেই
দুপুরের হঠাৎ বৃষ্টিতে উদাসী রাস্তার উপর
ধপাস করে একটা বিষণ্ণ আকাশ শুয়ে পড়লো।
আমি চোখ থেকে ভিজা চশমা খুলতে খুলতে অস্পষ্ট ভাবে দেখতে পেলাম-
কোলবালিশের মতো কিছু আদুরে মেঘ
রাস্তার...
‘সময়’ একজীবনে আমাকে শুধু তার পিঠই দেখালো,
মুখ দেখালো না কখনো!
তাইতো সারাজীবন ধরে রাস্তায় কুড়িয়ে পাওয়া
একটি দুটি আধুলি পকেটে ভরেই
সময়ের মুখ দেখার জুয়া খেলার টেবিলে বসে পড়ি
এক আনাড়ি জুয়ারীর...
ছোট বেলায় দেখা
এক বাংলা সিনেমার হারিয়ে যাওয়া জমজের মতো
আমারও একজন জমজ আছে বলে আমার বিশ্বাস।
সেই বাংলা সিনেমা দেখার পর মায়ের কাছে জানতে চেয়েছিলাম,
আমার কোনো জমজ আছে কিনা?
মা শুধু রহস্যময়...
আমার বুকে গানিতিক ভুলে ভরা,
আমার মাথায় আইনস্টাইন
আর নিউটনের তত্ব অলস হয়ে ঘুমায়।
আমার জীবনের ব্যাকরণে কোন বর্তমান কাল নেই
সবই না দেখা এক ভবিষ্যৎ কাল।
বস্তুত এই সকল অক্ষমতার জন্য
জীবন আমাকে...
মনোলীনা
প্রাচীনকাল থেকেই কিছু মানুষ হঠাৎ করেই একবারেই গুম হয়ে যায়
আশেপাশের মানুষরা তা টেরও পায় না,
কেউ তাদের আর কখনোই খুঁজে পায়না
এমন কি তারা নিজেও নিজেকে খুঁজে পায়না আর বাকি...
সবাই পালিয়ে যেতে চায় স্বার্থপরের মতো
কেউ কেউ হয়তো সাদা বক, জোনাকি, রোদ্দুর অথবা মাছরাঙা হয়ে;
আর কিছু মানুষ ঘাসফড়িং, লাল ঘুড়ি
অথবা অলস দাঁড়িয়ে থাকা একটি পোস্টবক্সও হয়ে।
সবাই নিজেকে রেখেই...
আমার বন্ধু শাহেদ গভীর ঘুমের মাঝে হঠাৎ করেই হাঁটা শুরু করতো।
এই ঘুমের মাঝেই হাঁটতে গিয়ে একযুগ আগে সে যখন আর ফিরলো না
সবাই ধরে নিয়েছিলাম সে আর ফিরবে না কখনোই।
অথচ এক...
বুক পিঠ পোড়া আগুন রোদে
শাহবাগের মোড়ে ব্যাস্ত রাস্তায় দাঁড়িয়ে,
বয়স্ক ডাবওয়ালার ডাব কাটা দেখতে দেখতে
পিছনের দেওয়ালে চোখ আটকে গেলো।
লাল কালিতে ছোট্ট করে লেখা
‘প্রতিটি মানুষের ভিতরে একটি দানব লুকানো আছে।”
আমি...
এই শহরে অসুখ কেনাবেচা হয় সুখের রঙের ছদ্মবেশী মোড়কে।
শহরের সব ঈশ্বরের দরবারে নিজেকে বন্ধক রেখে,
আমার ক্লান্ত কাঁধে চকমকা রঙের সুখের প্যাকেট বয়ে সংসারে ফিরি প্রতিদিন।
ছদ্মবেশী সুখের বাক্সে...
আমি ঠিকমতো মানুষ হতে পারিনি কখনোই ,
মানুষ আর টিকটিকির মাঝামাঝি একটা আশ্চর্যবোধক চিহ্ন হয়ে
ঝুলে আছি সারাজীবন ধরে জীবনের সাথে।
আমার কন্ঠে না আছে শব্দ
না আছে চোখের দৃষ্টি
আর বুকে নেই কোনো...
©somewhere in net ltd.