নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আরেকটা জীবন যদি পেতাম আমি নির্ঘাত কবি হতাম
প্রতি সন্ধ্যারাতে নির্জনে সমুদ্রের জলে পা ডুবিয়ে কাঁদতে কাঁদতে
চোরাবালিতে হুড়মুড় করে ভেঙে পড়ে
আমার ভাঙাচোরা বুক
আর একটা বিষণ্ন জীবন।
তার পাশে চুপচাপ বসে থাকে একটা ভেজা আকাশ।
নিজেকে অভিশাপ দিতে...
এই শহরেই তোমার থাকার কথা ছিল;
অথচ কোনো ধরনের পূর্ব নোটিস ছাড়া তুমি দিব্যি হারিয়ে গেলে!
শত বিজ্ঞপ্তিতেও এই শহরের কেউ আমাকে জানাতে পারেনি তোমার ঠিকানা।
তাইতো এই শহরে এখন
রাত হলেই আমার দু’চোখের...
দিনটা ছিল রবিবার,
প্রচণ্ড বৃষ্টিতে দুজনেই টংয়ের চায়ের
দোকানে আশ্রয় নিয়েছিলাম।
সেদিনই পরিচয় হয়েছিল তোমার সাথে,
অনেকদিন আমরা চা খেয়েছি একসাথে,
বৃষ্টিতেও ভিজেছিলাম আহ্লাদে।
আমার এখন আর একা চা খেতে ভালো লাগেনা।
চা খেতে গেলেই শুধু...
মনোলীনা,
এ কেমন শহরে থাকো তুমি,
আমার আকাশ থেমে যায়,
রাজপথের যানজটে, বাসের সিটে!
বাসের জানালা দিয়ে তাকিয়ে থাকতে থাকতে,
আকাশটাকে কেবলই মনে হয় মরা নদী,
এতো মানুষের ভীড় এই শহরে!
মেঘের গায়েও লেগে যায় মানুষের শরীরের...
মনোলীনা-
তুমি কি জানো ?
আমেরিকা,আমাদের ভালবাসার বিরোধিতা করেছে।
তাদের যুদ্ধ বিমানগুলো সব সময় আমাদের উপড় নজর রাখছে!
আমার প্রেমের চিঠিগুলো নাকি তাদের রাষ্ট্রের নীতি মানেনি!
শুধু ভালবাসা কথা দিয়ে কোনো চিঠি নয়!
সেখানে থাকবে যুদ্ধের...
প্রিয়তমা,
ভুলে গেছো,
আমার কথা হয়তো ভুলেই গেছো!
তিনশ তিনদিন প্রতিটি দীর্ঘরাত
আমি অঘুমে কাটাচ্ছি বদ্ধ একটি ছোট্ট ঘরে।
দরজা জানালার পর্দা টেনে রাখি সর্বদা সজাগ থাকি পাহারাদারদের মতো,চুরি করেও যেন একফোঁটা চাঁদের আলোও...
দোতালার বারান্দায় বসে চায়ের কাপে চুমুক দিতে দিতে
তুমি যখন আকাশের দিকে তাকিয়ে আছো,
সেই সময় একটি কাক তোমার বাড়ির ঠিক উল্টোদিকের
রাস্তায় ল্যাম্পপোস্টের তারে বসে চুপচাপ কাকচোখে তোমাকেই দেখছে
আর আমি...
আজকাল আমার খুব ইচ্ছে জাগে ঢাকা শহরে রাজপথের দেওয়ালে দেওয়ালে কবিতা লিখতে,
স্লোগানের মতো ভরে দিতে এই শহরের পুরো দেওয়াল,
ঢাকা শহরের সব দেয়াল যদি আমার কবিতায় ভরে যায়
তাহলে কি কারো...
কেউ কি আমার বন্ধু শাহেদের ঠিকানা জানেন?
আমার খুবই জরুরি তার ঠিকানাটা জানা,
আমি অনেক চেষ্টা করেও ওর ঠিকানা জোগাড় করতে পারছিনা।
আমি অনেক দিন যাবত ওকে খুঁজে বেড়াচ্ছি,
এই ধরুণ, বিশ-একুশ বছর।
আশ্চর্য্য...
প্রতিদিন সকালে ঘুম থেকে উঠলেই
কে যেন ডাকে আমায়,
বুকের ভিতর থেকে ডাকে.
মাথার ভিতর থেকে ডাকে,
ডেকে বলে, “সব ভুলে যেতে নেই,
শুদ্ধ মানুষ সব ভুলে না”।
আমি জানিনা আমি কিভাবে শুদ্ধ হবো ?
আমার...
আমি আজ অনেক দিন পর আকাশের দিকে তাকালাম।
আকাশের রঙটা একেবারে ভুলে গিয়েছিলাম।
মাঝে মাঝে মনে হতো আকাশের রঙ বোধহয়-
সাদা, নীল, সবুজ হয়তো বা বেগূনী।
নাকি প্রতিনিয়ত বদলে অন্য কোনো রঙ হয়ে গেছে।
মনোলীনা,...
মনোলীনা,
আমার ছায়াটা বোধহয় মরেই যাবে!
প্রতিদিন একটু একটু করে আমার ছায়াটা মরে যাচ্ছে।
ছায়াটা আমার সাথেই ছিলো সারাজীবন।
পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে ডাবল এম, এ করা ছায়া,
ভালো স্কুল,কলেজে পড়েছে,
তুখোড় বক্তা ছিলো একসময়,
ভালে বিপ্লবী কবিতাও...
আমার জীবন
এতো জোড়াতালি মারা জীবন!!
টানতে টানতে প্রতিদিনই আরো ছিড়ে ফেলি,
দর্জিওয়ালা ও করুনার হাসি দিয়ে বলে,
“এতো ছেড়া জীবন আর সেলাই করে কি হবে!!
ফেলে দিলেই হয়,
অযথা সবার সময় নষ্ট।”
ঘুমোতে যাবার আগে প্রতি...
অনেকদিন পর আজ
প্রায় পঁচিশ বছর হবে হয়তো,
আমাদের ছয় বন্ধুর দেখা হলো।
সবাই আমরা এখন কম বেশী পঞ্চাশ এর যুবক।
সবাই থাকি আমরা দেশের বাইরে।
অদ্ভুত মিল ছিলো আমাদের
সবাই যাত্রাবাড়ীর ওয়াসা গলিতে ভাড়া করা...
আষাঢ়ে বিষণ্নতায় ভুগছে এই শহরের আকাশ,
সে কাঁদছে বোকার মতো।
পুরো শহর সেই বিষণ্নতার কান্নার জলে ডুবে থই থই,
তুমি ছাড়া আকাশের এই কান্না থামানোর কেউ নেই এই শহরে।
পুরো আষাঢ় জুড়েই শোকার্ত...
©somewhere in net ltd.